You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 30 th December ||

in Incredible India2 years ago

বাসায় একজন রোগী মানুষ থাকলে তাকে নিয়ে মনের ভেতর একটা ভয় কাজ করে ।এমনকি সে প্রতিদিন এর তুলনায় বেশি ঘুমালেনও মনে হয় আজ এত বেশি ঘুমাচ্ছে কেন ।
আপানার শাশুড়ি মা দেখি বাজার থেকে অনেক ধরনের শাক নিয়ে এসেছেন ।অবশ্য সবুজ শাকসবজী শরীরের জন্য ভালো ।যদিও ইদানিং মনের মাঝে একটি সন্দেহ কাজ করে যে আসলে কি খাচ্ছি ।
আপনার সারাদিন দিনলিপি পড়ে ভালো লাগলো ।
ভালো থাকবেন সবসময় ।

Sort:  
 2 years ago 

আসলে শশুরমশাই গত কয়েকদিন ধরে রাতের বেলায় ভালো না ঘুমিয়ে, সকালের দিকে একটানা ঘুমাচ্ছেন। কিন্তু সকালেই ইনসুলিন দেয়ার সময়। সুতরাং ঘুমটাও পুরোপুরি হচ্ছে না। আবার পুনরায় ডক্টর দেখাতে হবে মনে হচ্ছে, কি কারন এটা হচ্ছে এটা সত্যিই টেনশন এর বিষয়। আমাদের মোটামুটি সপ্তাহের বেশি সময় চলবে এমন বাজারে করে আনা হয়, কারণ শাশুড়ি মায়ের পক্ষে প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ধন্যবাদ আমার পোস্টটি এত মন দিয়ে পড়ার জন্য।ভালো থাকবেন।

 2 years ago 

আমার বাসায়ও বাজার একবারে বেশি করেই আনা হয়। বার বার বাজারে যাওয়াটা একটা ঝামেলা যদিও ফ্রেশ জিনিশ খেতে পারলেই ভালো।
আপনিও ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111391.51
ETH 4339.37
SBD 0.84