You are viewing a single comment's thread from:

RE: মানুষের একটাই পরিচয় - মনুষ্যত্ব। (Humanity is the only identity of every human)

in Incredible India6 months ago

কোন নির্দিষ্ট একটা জায়গা দিয়ে যেমন পুরো দেশকে বিচার করা ঠিক না আবার তেমনি ভাবে কেন একজন মানুষ দিয়েও পুরো দেশের মানুষ সম্পর্কে বলাটা ঠিক না।
একটা জায়গা যেমন বাজে হতে পারে তেমনি একজন মানুষও নিকৃষ্ট হতে পারে এর মানে এই না যে, পুরো দেশ খারাপ বা পুরো দেশবাসী খারাপ। সেটা ভারতবর্ষই হোক বা পৃথিবীর অন্য দেশ।
অভিজাত পরিবারের অতি উচ্চ শিক্ষিতকেও দেখেছি সামান্য স্বার্থে আঘাত লাগলে কিভাবে তার হিংস্র চেহারা বের হয়ে আসে আবার রাস্তার অপরিচিত রিকশাওলার মাঝে মানবতা দেখে মুগ্ধ হয়েছি।কিন্তু তার মানো এই না যে, সব অভিজাত পরিবারের কিংবা সব রিকশাওলা ভালো।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, মানুষের প্রধান পরিচয় সে একজন মানুষ।ধর্ম যার যার বিষয়।সবার আগে মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত। না হলে সুন্দর একটা পৃথিবীর সপ্ন সপ্নই থেকে যাবে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40