RE: সফলতার পরিভাষা - আমার দৃষ্টিভঙ্গিতে!
আমার মতে ধৈর্য, সততা, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা এই চারটি বিষয় কর্মক্ষেত্রে সফলতা লাভের চাবিকাঠি। এর কোন একটার ঘাটতি থাকলে সফলতা পূর্নাঙ্গতা পাবে না বলেই আমার বিশ্বাস। আর অনেক সময় বড় কিছু পাবার আশা করলে ছোট ছোট অনেক কিছুই ছাড় দিতে হয়।
অল্প সময়ে সফল হবার চিন্তা না করে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করা উচিত। আমার মা সবসময় একটা কথা বলতো যে, কিন্তু মানুষ আছে যারা সামনে দিয়ে একটা পিপড়া গেলেও সেটা দেখে কিন্তু পেছন দিয়ে হাতি গেলেও চোখে দেখে না।
আমিও এই জিনিসটা মানি। তাই সামনে হয়তো কোন একটা বিষয়ে সাময়িক লাভবান হতে পারবো কিন্তু সেই চিন্তা বাদ দিয়ে কিংবা সেই লাভটা বাদ দিয়ে কিছুদিন পরে যদি বেশি পরিমান লাভবান হওয়া যায় সেটাই করা উচিত।
আর এমন কোন কাজও করা উচিত না যাতে আমার সন্মান এর ওপর বিন্দুমাত্র প্রভাব পরে।কেউ যেন পেছনে কিছু না বলতে পারে সেভাবেই চলা উচিত।
ভালো থাকবেন সবসময়।