You are viewing a single comment's thread from:

RE: "পিছুটান "

in Incredible India5 months ago

পড়তে গিয়ে নিজেকেই যেন খুঁজে পেলাম আপনার মাঝে। যখনই বাড়ি যাই তখনই এমন একটা অনুভুতি হয়। থাকার উদ্দেশ্য না নিয়ে গেলে রুমের ভেতর ঢুকি না আমি।

ছোটবেলা থেকে সবকিছু যেভাবে রাখা ছিলো তার আর কিছুই আগের মতো নেই।অথচ বাইরে যতক্ষণ থাকি মনে হয় ভেতরে ঢুকলেই মাকে দেখবো খাটের ওপর বসে আছে আর বাবা শুয়ে আছে।
আমার রুমে ঢুকলে পড়ার টেবিলের সামনের জানালা দিয়ে কারুকাজ করা পিলার আর শ্বেতপাথর এর বারান্দা দেখতে পাবো।অথচ সেই রুমে ঢুকলে দেখা যায় খাটের ওপর আর নিচে গোডাউন এর মতো করে জিনিসপত্র রাখা।
এমন হাজারো টুকরো টুকরো স্মৃতি ছড়িয়ে আছে বাড়ির প্রতিটি কোনায় কোনায়। তারচেয়ে বাইরে থেকে চলে আসি সেটাই ভালো। কল্পনায় থেকে যায় সবকিছু আগের মতোই।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.027
BTC 54260.16
ETH 2859.91
USDT 1.00
SBD 2.01