You are viewing a single comment's thread from:
RE: Better Life With Steem || The Diary Game || 23 January 2024.
সকালে ঘুম থেকে উঠে রান্না ঘরে ঢুকে শীতের মাঝে নাস্তা বানানোটা বেশ কঠিন কাজ। কিন্তু কিছু করার নেই এই কাজটা অপছন্দ সত্যেও করতেই হয়।আপনি ভাইকে রুটি আর ডিম ভাজি করে দিয়ে আবার কম্বল এর মাঝে ঢুকে পরেছিলেন।
বাসায় মাছওয়ালা আসলে অনেক সুবিধা হয়। কিন্তু আমআদের বাসার উপরে উঠতে দেয় না। আর নিচ থেকে ডাকলে শুনতে কম পাই যার কারনে বাজারই ভরসা।
মাথায় কেউ তেল দিয়ে দিলে আসলেই খুব ভালো লাগে। আমার মা আগে দিয়ে দিতো তারপর আর কেউ কোনদিন দেয় নাই । মিস করি জিনিসটা।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন।
আমাদের বাসা দোতালায় হওয়াতে এই দিক দিয়ে সুবিধা আছে আপু। বারান্দা থেকে রশির সাথে ব্যাগ বেধে ধুলিয়ে দিয়েই বাজার করা যায়।
আমাকেও আগে সব সময় আম্মু চুলে তেল দিয়ে দিতো, কিন্তু এখন আম্মুর হাতের ব্যাথার কারণে আর হয়ে উঠে না।
মন খারাপ করবেন না আপু।