The August #2 contest by @sduttaskitchen || My Creation

in Incredible Indialast month
Grey Pastel Aesthetic Modern Fashion Photo Collage Facebook Post_20240824_031144_0000.png
"Edited by canva"

Hello,

Everyone,

অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত অগাস্ট মাসে দ্বিতীয় সপ্তাহের কনটেস্টের বিষয়বস্তু বেশ অভিনব মনে হয়েছে আমার। এখানেই শুধুমাত্র যে নিজের কোনো ক্রিয়েটিভিটি তুলে ধরার কথা বলা হয়েছে এমনটা নয়, পাশাপাশি নিজের পছন্দের রং সম্পর্কে নিজস্ব অনুভূতি শেয়ার করার কথাও বলা হয়েছে।

আজ কনটেস্টে অংশগ্রহণের শেষ দিন। মাঝের কয়েকটা দিন ব্যস্ততার কারণে আলাদাভাবে কোনো কিছু তৈরি করার সুযোগ হয়ে ওঠেনি। তবে এই কনটেস্টে অংশগ্রহণ করার ইচ্ছে ছিল প্রথম দিন থেকেই। তাই আজ ব্যস্ততার মধ্যে থেকেও কিছুটা সময় বের করে, এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য একটা কার্ড তৈরি করেছি। যার পদ্ধতি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো।

IMG_20240824_012115.jpg
"আমাদের গাছের সাদা টগর ফুল"
1724442829853.jpg
"সাদা রঙের মাঝে ‌বেগুনী রঙের ‌দাগগুলো‌ ফুলটিকে ‌আরও সুন্দর করে ‌তুলেছে"

তবে তার পূর্বে আমি আমার নিজস্ব পছন্দের রং সম্পর্কে কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানিনা আপনারা সকলে আমার সাথে একমত হবেন কিনা, তবে আমি বিশ্বাস করি বয়সের সাথে সাথে রঙের প্রতি আমাদের আকর্ষণও পরিবর্তন হয়।

খুব ছোটবেলায় আমাদের কাছে উজ্জ্বল রংগুলো খুব পছন্দের হয়। তারপর ধীরে ধীরে অনেক রংয়ের মধ্যে থেকে একটা বা দুটো আমাদের পছন্দের হয়ে ওঠে। আমার মনে পড়ে একটা সময় আমার খুব পছন্দের রং ছিল পিঙ্ক অর্থাৎ গোলাপি। ছোটবেলা থেকেই মা আমাদেরকে হালকা রঙের জামাকাপড় পড়াতেন। ফলত হালকা রঙের প্রতি ছোটবেলা থেকেই একটা পছন্দ তৈরি হয়ে গিয়েছিল।

খুব বেশি গাঢ় রঙের জামা কাপড় আমি কোনোদিনই খুব একটা পছন্দ করতাম না, এখনও করি না। তবে হ্যাঁ পছন্দ না করলেও এখন বেশ কিছু গাঢ় রং এর জামা পড়া হয়।

1724441921229.jpg
"কালো রঙের প্রিয় শাড়িতে আমি"

যাইহোক বর্তমানে আমার সবথেকে পছন্দের রং সাদা। আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা অনেকেই জানেন, সাদা রঙের যেকোনো ফুল আমার বড্ড বেশি প্রিয়। পাশাপাশি আমার আরও একটি পছন্দের রং হচ্ছে কালো। কালো রংয়ের ড্রেসের থেকেও শাড়ি আমার বেশি পছন্দ।

তাই আজ এই সাদা এবং কালো দুটি পছন্দের রং দিয়ে একটি জিনিস তৈরি করার চেষ্টা করেছি। জানিনা সেটা আপনাদের কেমন লাগবে। সত্যি কথা বলতে ক্রাফটের কাজ যে আমি খুব ভালো জানি এরকমটা নয়, তবে নিজের হাতে কি তৈরি করবো, সেটা বুঝে উঠতে পারছিলাম না।

IMG_20240823_212227.jpg
"আজকের তৈরি কার্ড"

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম একটা কার্ড তৈরি করি। কোনো ব্যক্তির জন্য কার্ডটি তৈরি করিনি। কার্ডটির মাধ্যমে আমি সেই সকল মানুষের উদ্দেশ্যে একট মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যারা পোষ্যদের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি রাখেন না। একটা সময় আমিও তাদের দলেরই অন্তর্ভুক্ত ছিলাম। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে পিকলু আসার পর থেকে এবং আমি বুঝেছি, এদের নিঃস্বার্থ ভালোবাসার থেকে মূল্যবান এই পৃথিবীতে কারোর ভালোবাসা হতে পারে না।

"কার্ড তৈরীতে ব্যবহৃত উপকরন"

চলুন এবার আমি কার্ড তৈরি করার ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে জানাই এই কার্ড তৈরি করতে আমি কি কি জিনিস ব্যবহার করেছি।

👉কাগজের বাক্স
👉কালো রঙের আর্ট পেপার
👉স্যালু টেপ
👉ফেভিকল
👉আমাদের গাছে ফোটা সাদা রঙের ফুল
👉জবা ফুলের মঞ্জুরি
👉পিকলুর একটি সাদা কালো ছবি
👉সাদা রংয়ের কাগজ
👉কালো কালির পেন
👉কাঁচি

"কার্ড তৈরীর পদ্ধতি"

IMG_20240822_184433.jpg
"ডাইরির ভিতরে রাখার সময়"
IMG_20240822_184256.jpg
"গতকাল এই ফুল ও পানটি রেখেছিলাম"

আজকে কার্ডটি তৈরি করবো বলে গতকাল কয়েকটি ফুল আমার ডায়েরির মধ্যে রেখে, সারারাত চাপা দিয়ে রেখেছিলাম। যাতে ফুলটি আজ ব্যবহার করতে পারি। সাথে একটা পান পাতাও রেখেছিলাম। যদিও আজ সেটি আর কাজে লাগে নি।

IMG_20240823_202428.jpg
"লাল রঙের আর্ট পেপার দিয়ে ‌মুড়ে নেওয়ার পর"
IMG_20240823_202752.jpg
"কাগজের বক্স থেকে কেটে নেওয়া ‌অংশ"

আজ সেগুলোকে তুলে দেখি মোটামুটি ভাবে যেমন চাইছিলাম তেমনটা হয়ে গেছে। এরপর আমি একটা কাগজের বাক্স থেকে কার্ড তৈরি করার জন্য কাগজ কেটে নিলাম। এরপর সেটাকে লাল রঙের আর্ট পেপার দিয়ে মুড়ে নিয়েছিলাম।

IMG_20240823_202914.jpg
"স্যালুটেপ দিয়ে ‌আটকানোর‌ সময়"
IMG_20240823_202601.jpg
"কালো‌রঙের‌ আর্ট পেপার কেটে নেওয়ার পর"
IMG_20240823_203302.jpg
"কোণগুলো ‌এইভাবে‌ কেটে নিতে হবে"
IMG_20240823_203155.jpg
"স্যালুটেপ দিয়ে ভালো করে আটকে নেওয়ার পর"

যেহেতু ফাইনালি আমি কালো রঙের আর্ট পেপার দেবো, তাই সেই মাপে কালো আর্ট পেপার কেটে নিয়ে, স্যালুটেপের মাধ্যমে আমি ভালোভাবে কভার করে নিলাম। সাইট থেকে যাতে কোনো অংশ দেখা না যায়, তাই কাঁচির সাহায্য কেটে নিয়েছিলাম। ঠিক যেমন ভাবে আমরা খাতা বা বইতে মলাট লাগানোর সময় কেটে নিতাম।

IMG_20240823_210216.jpg
"ছবিটির মাপ নিয়ে সাদা কাগজ কেটে নিতে হবে"
IMG_20240823_204123.jpg
"পছন্দসই ছবি বেছে নেওয়ার সময়"
IMG_20240824_014213.jpg
"সাদা‌ কাগজটি‌‌ সহ ছবিটি কার্ডে লাগানোর পর"

এরপর পিকলুর অনেকগুলো ছবির প্রিন্ট আউট এর মধ্যে থেকে, যদি আমার পছন্দের ছবিটিকে কেটে নিলাম এবং সাদা রঙের একটা পেপার এর উপরে বসালাম। ছবিটিকে এমনভাবে বসিয়েছি, যাতে চারিদিকে বেশ কিছুটা সাদা রঙের কাগজ দেখা যায়। কারণ এখানে আমি সাদা রঙটাকে গুরুত্ব দিতে চেয়েছিলাম। এরপর আঠা দিয়ে প্রথমে ছবিটা সাদা কাগজটার উপরে লাগিয়ে নিলাম এবং তারপর সাদা কাগজটা কার্ডের মাঝ বরাবর লাগালাম।

IMG_20240823_211423.jpg
"আজকের টগর ফুল ও জবাফুলের মঞ্জুরি"
IMG_20240823_211247.jpg
"গতকালের ফুলগুলো ‌দেখতে‌ ভালো‌ লাগছে না"

গতকাল রাতে ডায়রিতে রেখে দেওয়া ফুলগুলো এতটাই শুকিয়ে গিয়েছিল যে, আঠা দিয়ে লাগানোর পর সেগুলো দেখতে খুব একটা ভালো লাগছিল না। তাই আজকে পুজো দিয়ে ফুলগুলো যেখানে নামিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি টাটকা কিছু ফুল নিয়ে নিলাম এবং সেগুলোকে এই কার্ডে ব্যবহার করেছি।

IMG_20240823_211558.jpg
"ফুলের ডাঁটটা কেটে ‌নিতে‌ হবে"
IMG_20240823_211547.jpg
"টগর ফুল "

শুধুমাত্র ফুলের পাঁপড়ি গুলো ব্যবহার করতে চেয়েছিলাম, তাই ফুলের ডাঁটটা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন।

IMG_20240823_211648.jpg
"আগে লাগানো ফুলটির‌ উপরে সাবধানে ‌বসিয়ে দিতে হবে"
IMG_20240823_211624.jpg
"আঠা লাগিয়ে নিতে হবে"
IMG_20240823_211815.jpg
"তিনটে ফুল লাগিয়ে নেওয়ার পর"

তারপর পাঁপড়ি গুলোতে আঠা লাগিয়ে, আগে থেকে কার্ডের ওপরে লাগিয়ে রাখা ফুলের ওপরে বসিয়ে দিয়েছিলাম। দেখতে বেশ ভালো লাগছিলো। আসলে এই ফুলের পাঁপড়ি গুলো অনেকটা বড় ছিলো, তাই আরও বেশি সুন্দর লাগছিল দেখতে।

IMG_20240823_211951.jpg
"জবা ফুলের মঞ্জুরি গুলো ‌ফাঁকা অংশে লাগিয়েছি"

জবা ফুল অনেকটাই বড়, সেই কারণে আমি কার্ডে জায়গা অনুযায়ী শুধুমাত্র জবা ফুলের মঞ্জুরীগুলো ব্যবহার করেছি। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র কালো এবং সাদা রং দিয়েই কার্ডটা তৈরি করবো, তবে এই জবা ফুলের মঞ্জুরি গুলো কার্ডটাকে একটু অন্যরকম সৌন্দর্য্য দেবে ভেবেই, এটা ব্যবহার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।

IMG_20240823_212227.jpg
"ছোটো‌ ফুল দুটো পিকুর ছবির কোণাকুণি লাগিয়েছি"
IMG_20240823_212045.jpg
"ছোটো ফুল‌ দুটি"
IMG_20240823_212227.jpg
"অবশেষে ‌সম্পন্ন হলো"

যাইহোক এরপরে আরও দুটো ছোট ছোট ফুল নিয়েছিলাম যেটা কার্ডের দুই দিকে অর্থাৎ কোনাকুনিভাবে লাগিয়েছিলাম। সেক্ষেত্রেও আমি ওই ফুলটির ডাঁটটা কেটে বাদ দিয়েছি। এরপর এই সমস্ত ফুল গুলো যেহেতু আঁঠার সাহায্যে লাগিয়েছি, তাই সেটা শুকিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর, একটা ফাইনাল ছবি তুলেছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20240823_212930.jpg
"Bruce Cameron উক্তিটি আমার দারুন ‌লেগেছিলো,তাই সেটাই ‌লিখলাম"
IMG_20240823_212923.jpg
"এবার‌ পুরোপুরি তৈরি হলো। জবা ফুলের মঞ্জুরির নীচের কাগজে ‌পিকলুর নাম লিখেছি"

আমার কার্ডের ভিতরে আমি একটা মেসেজ লিখেছি, যেটা পিকলুকে ডাক্তার দেখাতে গিয়ে আমি সেখানে পড়েছিলাম। আমি জানিনা আপনাদের কার কার এই লেখাটা ভালো লাগবে, তবে আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছিলো বলে আজ সেই কথাটা আমি কার্ডের মধ্যে লিখলাম। যাতে এই সুন্দর মেসেজটা আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে পারি।

IMG_20240823_230719.jpg
"পিকুর ছবিগুলোর পাশে‌ রেখেছি কার্ডটা"
IMG_20240823_213044.jpg
"আমার হাতে তৈরি করা,তাই একটা ছবি তুললাম"

শেষ করার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের অ্যাডমিন ম্যামকে, এতো সুন্দর একটি বিষয়বস্তু নির্বাচন করার জন্য। আপনাদের সকলের আমার কার্ড তৈরীর চেষ্টা কেমন লাগলো, সেটি অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলের সুস্বাস্থ্য প্রার্থনা করে, আজকের লেখা এখানে শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65811.45
ETH 2675.69
USDT 1.00
SBD 2.88