বিয়ের পর আসলেই মেয়েদের জীবনটা এমনই ছন্নছাড়া হয়ে যায়। কয়েকদিন বাদে যখন আপনিও নতুন পরিবারে যাবেন, সেখানকার দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে দেখবেন এখনকার মতন আর সময় করে উঠতে পারছেন না। তখন হয়তো বান্ধবীদের একত্রিত হতে না পারার কারণগুলো আপনার কাছেও স্পষ্ট হবে।
তবে হ্যাঁ পুরনো দিনগুলোর স্মৃতি মনে পড়লে এই সকল দিনে মনটা সকলেরই একটু ভারাক্রান্ত হয়ে পড়ে, যেমনটা আপনার হয়েছিলো, তেমনটাই আমাদেরও হয়। যাইহোক সবশেষে অন্তত প্রিয়জনের সাথে বেরিয়ে পড়েছিলেন সরস্বতী ঠাকুর দেখতে।
অনেক ঠাকুর দেখেছেন এবং কি কি থিমের উপরে প্যান্ডেল হয়েছিলো, সেই সম্পর্কিত তথ্য এবং ছবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে ভালো লাগলো।
তবে এখনো আরো কিছু ছবি দেখা বাকি আছে বলেই মনে হলো। কারণ শেষের অংশে তেমনটাই আপনি উল্লেখ করেছেন। যাইহোক খানিক মন খারাপ নিয়ে হলেও দিনশেষে কিছু ভালো মুহূর্ত কাটিয়েছেন, এটাই জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ দিদি।