You are viewing a single comment's thread from:

RE: Incredible India Monthly Contest of October # 2| Sponsored Trip with a Steemian!

in Incredible India2 months ago

আপনার পোস্ট পড়ে মনে হলো আমি যেন দার্জিলিং নিজের চোখে একবার ঘুরে দেখে এলাম। এতো দর্শনীয় স্থান আছে দার্জিলিঙে মনে হচ্ছে অন্ততপক্ষে ১০-১২ দিন হাতে নিয়ে যেতে হবে, তাহলেই বোধহয় সুন্দরভাবে প্রতিটি স্থান দর্শন করার সুযোগ হবে। এর আগে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে দার্জিলিং এর বিভিন্ন স্থান দেখার সুযোগ হয়েছে, তবে আজ আপনার লেখা ও ছবির মাধ্যমে যেন আরো স্পষ্টভাবে দার্জিলিং দেখলাম। আপনার আমন্ত্রণ আমার কাছে পৌঁছায়নি, কারণ আপনি আমার নামের বানানটা ভুল লিখেছেন। ☺আমন্ত্রণ পৌঁছাক বা না পৌছাক ভালো পোস্ট পড়ার সুযোগ আমি ছাড়ি না, সেটা হয়তো আমার মন্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনি, ঈশা দিদি ও মৌসুমী দিদি একসাথে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করবেন, সাথে অবশ্যই আমাকে ও দিদিকে নিয়ে যাবেন। একসাথে সকলে গেলে আনন্দ বহুগুণ বেড়ে যাবে। ভালো থাকবেন।

Sort:  
 2 months ago (edited)

@sampabiswas এমা দিদি আপনার নামের বানান টা ভুল করেছি সেটা একবারও খেয়াল করিনি। তবে আপনি যে আমার পোস্টটা পড়েছেন তাতে আমি খুব খুশি হয়েছি। আর সত্যিই দার্জিলিং এ অনেক দর্শনীয় স্থান রয়েছে এবং যেহেতু পাহাড়ি রাস্তা তাই একদিনে বেশি ঘোরা যায় না। তাই হাতে অন্তত ৭-৮ দিন সময় নিয়ে গেলে সমস্ত জায়গাগুলো খুব সুন্দর করে ঘুরে ফেলা যায়। আর আপনি যদি একবার দার্জিলিং যান আমি গ্যারান্টি দিতে পারিনি আপনার পাহাড় ভালো লাগবেই। আমার মনে হয় পাহাড়ি অঞ্চলের ওই আঁকাবাঁকা পথে মোশান্ সিকনেস নিয়ে ঘুরে আমার যদি ভালো লাগে তাহলে যে কারোরই এই জায়গা ভালো লাগবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আর আমি ইশা আর মৌসুমী দিদি যদি কখনো ঘুরতে যাওয়ার কোন প্ল্যানিং করি তাহলে অবশ্যই আপনাকে এবং দিদিকে সঙ্গে নেব এই বিষয়ে কোনো সন্দেহই নেই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20