You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 04 June 2024 ||

in Incredible Indialast year

মেহেক বোধহয় একদম বাবার মতনই হয়েছে। বাবারও রান্নায় বেশ আগ্ৰহ রয়েছে দেখে মেয়েও ছোটবেলা থেকে সেই দিকেই আগ্রহে দেখাতে শুরু করেছে। তবে যাইহোক আপনার স্ত্রী রান্নার হাত ভালোই, তার উপরে আবার মেহেক সাহায্য করেছে, তাই বোধহয় পুডিং টি দেখতে এত লোভনীয় এবং খেতে এত সুস্বাদু হয়েছিলো। খাওয়ার সুযোগ না হলেও, দেখে চোখ জুড়িয়ে গেলো। পোস্ট পড়ে বুঝলাম, গ্রামে যাওয়ার প্রস্তুতি বেশি ভালোই চলছে, তবে কর্মব্যস্ততাও বেশ ভালোই রয়েছে। অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম দিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 last year 

বাবা মায়ের রান্না দেখে দেখে মেয়েও এখন টুকটাক রান্নায় আগ্রহ দেখাচ্ছে, পাশাপাশি যাই রান্না হোক ও জানে বাবা এসে ফটোগ্রাফি করবে, আমি কোন কারণে কোনদিন ভূলে গেলেও মেয়ে এখন মনে করিয়ে দেয়। সে মনে হয় এটাকে এখন নিয়ম ভাবে।

গিন্নি স্পেশাল কিছু রান্না জানে, বাংলাদেশে এলে আশা করি আপনাদের সেগুলো খাওয়ানো আওম্ভব হবে।

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109632.17
ETH 3837.16
USDT 1.00
SBD 0.58