You are viewing a single comment's thread from:

RE: দেশকে বাঁচাতে হলে নৈতিক বিপ্লব দরকার।

in Incredible Indialast month

আজকে দরকার সমাজ হিতৈষীর, বক্তৃতার নয়।কাজে ভাল হতে হবে। কথায় ও কাজে এক ও অভিন্ন ব্যক্তি নেতৃত্ব দিবে। সাধারণ মানুষ রাজনীতির কেরামতি বোঝেনা।শুধু এ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তারা বোঝে নেতা যা বলেন তা হলো কিনা

  • প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এমন অসাধারণ একটি লেখা উপহার দেওয়ার জন্য। আপনার সম্পূর্ণ লেখার মধ্যে অনেকগুলি লাইন আমার ভীষণ ভালো লেগেছে, তবে সবথেকে মন ছুঁয়েছে উপরের লাইনগুলো। সত্যি কথা বলতে আজ আপনি পোস্টে যে কথাগুলো লিখেছেন,সেটি শুধু আপনার নয়, আপনার/আমার মতন প্রতিটি সাধারণ মানুষের মনের জিজ্ঞাসাও বলতে পারেন।

  • তবে সমাজে এই প্রশ্নগুলো করার মতন ও তার সঠিক উত্তর দেওয়ার মতন যোগ্য ব্যক্তির বড্ড অভাব। শুধু তাই নয় সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সঠিক নেতৃত্ব দেওয়ার মতন ব্যক্তিও আজ বিরল। এই কারণেই অনৈতিক কার্যে লিপ্ত মানুষগুলি রাজনীতির নামে নিজেদের কেরামতি দেখানোর সুযোগ পায়। আর সাধারণ মানুষেরা তাদের সেই কেরামতিকে সামাজিক উন্নয়ন ভেবে নিয়ে তাদেরকে অনুসরণ করে।

  • আর এখানেই সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে অসাধু ব্যক্তিরা এগিয়ে চলে, আর সমাজ পিছিয়ে পড়ে নিঃশব্দে। নৈতিক বিপ্লবের সম্পর্কে নিজস্ব চিন্তা ভাবনা গুলি এতো সুন্দরভাবে একটি পোস্টের মাধ্যমে উপস্থাপন করার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। ভালো থাকবেন।

Sort:  
 last month 

লেখাটি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 59198.54
ETH 3287.69
USDT 1.00
SBD 2.43