You are viewing a single comment's thread from:

RE: মনের কালবৈশাখী (Storm in mind)

in Incredible India3 months ago

নিজেকে মানিয়ে নিতে পারি না এদের মাঝে তাই হয়তো অনেকখানি পিছিয়ে আর সকলের থেকে!

  • ভাগ্যিস মানিয়ে নিতে পারেন না, তাই ভীড়ের মাঝে আপনি হারিয়ে যান নি। আপনার এই না পারাটুকুই আপনার অস্তিত্ব, আপনার অহংকার, আর আমার মতো ক্ষুদ্র কিছু মানুষের অনুপ্রেরণা।

  • কিছু ক্ষেত্রে পিছিয়ে পরলেও, এক জায়গায় অনেকের থেকে অনেক বেশি এগিয়ে আপনি। আর এখানেই আপনার পিছিয়ে পরার স্বার্থকতা। সম্পুর্ণ লেখার কোনটুকু নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করবো, সেটাই বুঝে উঠতে পারছি না।

  • তবে একটা কথা অবশ্যই বলবো, কখনো কখনো কালবৈশাখী ভালো, তাতে অন্তত অনেক দিনের জমা ধুলো উড়ে যায়, সেটা মনের হোক কিংবা প্রকৃতির।

  • আপনার সম্পূর্ণ লেখা পড়ে একটা বাংলা গানের লাইন মনে পড়লো, - "তুমি ঠিক মায়ের মতোই ভালো।"ভালো থেকো। আমি আছি।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66750.69
ETH 3470.59
USDT 1.00
SBD 3.23