You are viewing a single comment's thread from:
RE: Better Life With Steem | The Diary game | 21November |
জেনে খারাপ লাগল যে, আপনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।আপনার দ্রুত সুস্থতা কামনা করি। শরীর খারাপ থাকলে যখন আমরা সংসারের কাজ করতে পারি না,তখন সত্যিই একটা অদ্ভুত ধরনের অপরাধবোধ কাজ করে। কিন্তু তবুও নিজের শরীরের দিকে নজর দিতেই হবে।
সন্তান যখন দেশের বাইরে চলে যাওয়ার কথা ভাবে তখন মায়েদের মন এমনিতেই খারাপ হয়। অথচ সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে অনেকেই তার উপরে জোরে দেন না। আমার মনে হয় একটা বয়সের বয়স সকল সন্তানেরাই নিজের ভালো-মন্দ সম্পর্কে ডিসিশন নিতে পারে, তাই তাদের ডিসিশনকে সম্মান জানানো প্রত্যেক বাবা মায়ের কর্তব্য। যেটা আপনিও করেছেন জেনে সত্যিই আমার ভালো লাগলো। অনেক কষ্ট করে আপনার সারাদিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
আমার লেখা পড়ে এত চমৎকার ভাবে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো আর সুস্থ থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য
TEAM BURN
Congratulations, your comment has been successfully curated by @msharif at 5%.