"স্মৃতির পাতায় বাসুগাঁও-এর গৌড়ীয় মঠ" (অন্তিম পর্ব)

in Incredible Indialast year
Neutral Torn Paper Happy Birthday Photo Collage (1)_121312.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কয়েকদিন আগে আমি আপনাদের সাথে আসামে ঘুরতে গিয়ে, যে গৌড়ীয় মাঠে গিয়েছিলাম সেখানকার একটি পোস্ট শেয়ার করেছিলাম।

যারা এখনো পর্যন্ত পোস্টে পড়েননি তাদের জন্য আর একবার আমি লিংকটি দিলাম অনুরোধ রইল প্রথম পর্বটি পড়ার জন্য। এরপর অন্যান্য কারণে পরবর্তী পোস্টটা শেয়ার করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই পোস্টটি শেয়ার করি।

IMG_20230720_000356_120900.jpg
"মঠের ভিতরে ভগবত গীতা পাঠ চলা চলাকালীন তোলা ছবি"

আগের দিন আমি গৌড়ীয় মঠের কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে, আমরা যেদিন সেখানে গিয়েছিলাম সেদিন সেখানে ভগবত গীতা পাঠ হচ্ছিল। শুধুমাত্র সেই গীতা পাঠের আওয়াজ এই আমরা সম্পূর্ণ মন্দিরের মধ্যে শুনতে পেয়েছিলাম। আসলে ভগবত গীতা পাঠ শোনা আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য পূণ্যের কাজ।

তবে সত্যি কথা বলতে সবাই কিন্তু সঠিক ও সুন্দরভাবে ভগবত গীতা পাঠ করতে পারবে এমনটা নয়।।ভগবত গীতাপাঠ করারও একটা শ্রুতি মাধুর্যতা আছে। যে মাধুর্যতায় ভক্তরা সেখানে বসে ঘন্টার পর ঘন্টা ভগবত গীতা পাঠ শুনতে পারে।

IMG_20230720_000334_120834.jpg
"মঠের ভিতরের সৌন্দর্য"

সেখানকার স্থানীয় কিছু মানুষদের কাছ থেকে জেনেছিলাম, এখানে প্রতিদিন সন্ধ্যা বেলাতেই ভগবত গীতা পাঠ হয় এবং মুষ্টিমেয় কয়েকজন মানুষ আছেন যারা প্রতিদিন সন্ধ্যায় সেই ভগবত গীতা পাঠ শুনতে আসেন।

সত্যি কথা বলতে মঠের ভিতরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে, সেখানে যদি ভগবত গীতা পাঠ নাও হতো, তবুও নির্দ্বিধায় আপনি সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারতেন। বলতে পারেন ওই পরিবেশে ভগবত গীতা পাঠ শোনা আপনার ভালো লাগায় একটি উপরি পাওনা।

IMG_20230720_001730.jpg
"মঠের দেওয়ালে হাতে তৈরি করা বিভিন্ন দেবদেবীর মূর্তি"

এরপর যেমনটা আপনাদের বললাম গোটা মঠে আমি, মামি ও মামা ঘুরে দেখলাম। সেখানকার দেওয়ালে রাধা কৃষ্ণের পাশাপাশি নারায়ন দেব, রাম-লক্ষ্মন-সীতা, বৃন্দাবন সব। কিছুর বিভিন্ন মূর্তি অঙ্কিতা ছিল।সবথেকে যেটা আকর্ষণীয় ছিলো, সেখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার সম্পূর্ণ জীবনের একটার পর একটা অধ্যায় অঙ্কন করা ছিল। কারাগারে জন্মগ্রহণ থেকে শুরু করে রাধা কৃষ্ণের বিরহ পর্যায় পর্যন্ত।

IMG_20230720_000334_120834.jpg
IMG_20230720_000308_120737.jpg
"বিভিন্ন রং এর আলো প্রতিটি দেওয়ালে অঙ্কিত ছবিগুলো আরও সুন্দর করে তুলেছে"

এই প্রত্যেকটা দৃশ্য দেখতে দেখতে আমিও মামি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। তবে সব থেকে যেটা ভালো লেগেছে এই সমস্ত মঠে যত ছবি অঙ্কিত আছে, সমস্তটাই কিন্তু শিল্পীর হাতে আঁকা। যেখানে নিখুঁতভাবে তিনি তার অসাধারণ প্রতিভা তুলে ধরেছেন। আর সব থেকে বেশি ভালো লেগেছে সেখানকার লাইটিং গুলো। প্রত্যেকটা ছবির উপরে এবং নিচে লাইন করে খুব সুন্দর এল.ই.ডি লাইট লাগানো ছিল। যেগুলো এই ছবির সৌন্দর্যকে আরো বহু গুনে বাড়িয়ে দিয়েছিল।

IMG_20230720_000459_120916.jpg
"মূল মন্দিরে অঙ্কিত একটি সুন্দর নারী মূর্তি"

মঠের মূল মন্দিরের দেয়ালেও খুব সুন্দর সুন্দর মূর্তি অঙ্কিত রয়েছে। মন্দিরের সামনে সেগুলো দেখে যেন জীবন্ত মনে হচ্ছিল। সত্যি কথা বলতে আমাদের এখানে অর্থাৎ কলকাতায় যে বেলুড় মঠ রয়েছে, যদিও আমি অনেক ছোটবেলায় বেলুড় মঠে গিয়েছি, তবে আমার কেন জানি না মনে হয় যে কোনো গৌড়ীয় মঠ আমার মনকে অনেক বেশি শান্ত করে। সেই জায়গায় প্রবেশ করলে নিজের মন এমনিতেই যেন অনেক আত্মতৃপ্তি অনুভব করে।

সত্যি কথা বলতে বাসুগাঁও এর মতন একটি গ্রামের মধ্যে এত সুন্দর একটি গৌড়ীয় মঠ আমাকে অবাক করেছে। তবে সেখানকার মানুষের ব্যবহার, তাদের ভক্তি কিন্তু সত্যিই প্রশংসনীয়। আমি হয়তো জীবনে অনেক বেশি জায়গায় ঘুরতে যেতে পারিনি, তবে আমার স্মৃতিতে আসাম ঘুরতে যাওয়ার পর এই গৌড়ীয় মঠে কাটানো ওই কিছুক্ষণ সময় আজীবন উপভোগ্য হয়ে থাকবে।

সেখানকারী একজন প্রভুর কাছ থেকে জেনেছিলাম প্রতিদিন সেখানে প্রসাদ বিতরণ হয়। অন্ন প্রসাদ নেওয়ার জন্য প্রতিদিন সকালে সেখানে নাম লেখাতে হয়, সেই অনুযায়ী তারা প্রসাদের ব্যবস্থা করেন।

IMG_20230720_000521_120939.jpg
"গৌড়ীয় মঠের মূল মন্দিরের সামনে স্মৃতি হিসেবে তুলে রাখা মামা ও মামীর ছবি"

খুব ইচ্ছে ছিল সেখানকার প্রসাদ একদিন গ্রহণ করার, কিন্তু যেহেতু আমরা একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে গিয়েছি, তাই পরের দিনগুলোতে আর সময় করে মঠে গিয়ে নিজেদের নাম লিখিয়ে, দুপুরবেলার প্রসাদ গ্রহণ করা সম্ভব হয়নি। তবে এই ইচ্ছাটা মনের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে, যদি কখনো সম্ভব হয়, নিশ্চয়ই এই মঠে আমি আরো একবার যেতে চাই।

আপনাদের সাথে মঠের সমস্ত ছবিগুলো শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।

Sort:  

¡Congratulations!

This post has been supported through the account Steemcurator06. for containing good quality content.

Curated by : @adeljose

 last year 

Thank you so much @adeljose and @steemcurator06 for supporting my post. 🙏

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58635.35
ETH 3152.96
USDT 1.00
SBD 2.44