Mera India Weekly Comments Contest || Weekly Report || 09/04/2023

in Incredible Indialast year
png_20230409_011147_0000_011156.png
Edited by canva:-

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, আমাদের কমিউনিটিতে যে নতুন কনটেস্ট চলছে অর্থাৎ miwcc (mera india weekly comments contest) কনটেস্টের প্রথম সাপ্তাহিক রিপোর্ট।

আপনারা সকলেই জানেন এই মাসের প্রথম থেকে আমাদের কমিউনিটিতে এই কনটেস্টটি আয়োজন করা হয়েছে। আমার জানাতে ভালো লাগছে যে, কমিউনিটির প্রত্যেকটি ইউজার এই কনটেস্টে খুবই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন।

সত্যি কথা বলতে আমাদের কমিউনিটিতে প্রতিদিন নতুন ইউজার যুক্ত হচ্ছেন, যেটা খুবই আনন্দের বিষয়। আর আমার বিশ্বাস, যে সকল ইউজার আমাদের কমিউনিটিতে নতুন যুক্ত হচ্ছেন, তারা সকলেই কমিউনিটির সমস্ত নিয়ম মেনে নিজেদের কাজটি সঠিকভাবে করবেন।

সকলেই জানেন গতমাসেও আমরা প্রতি সপ্তাহে আপনাদের এনগেজমেন্ট এর উপরে একটি সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতাম, যার মাধ্যমে আমরা কমিউনিটিতে আপনাদের সক্রিয়তাকে তুলে ধরতাম।

গত মাসের মত এই মাসেও আমি আপনাদের সকলের এনগেজমেন্ট আমার রিপোর্টে উপস্থাপন করব। পাশাপাশি আমাদের নতুন কনটেস্ট অনুযায়ী আমরা সেই তিনজন বিজয়ীর নামও উল্লেখ করবো, যারা এই কনটেস্টের প্রথম সপ্তাহে নিজেদের সক্রিয়তা সব থেকে বেশি বজায় রেখেছেন।
যদিও আমাদের কমিউনিটিতে এর আগেও সকল ইউজার একে অপরের পোস্ট পড়ে মন্তব্য করতেন,কিন্তু আমাদের এডমিন ম্যাম এই কনটেস্টটি যুক্ত করে, আপনার করা মন্তব্য গুলিকে সঠিক মূল্যায়ন করার সুযোগ দিয়েছেন।

miwcc কনটেস্টের নিয়ম অনুসারে, আপনি সকল ইউজারের পোস্ট পড়ে সেই পোস্ট সম্পর্কিত ও মানসম্মত কমেন্ট করবেন এবং কমেন্টের শেষে এই #miwcc হ্যাশট্যাগটি ব্যবহার করবেন, এর মাধ্যমে আপনি যেমন সেই ব্যক্তিকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন, তেমনি এই হ্যাশট্যাগটি ব্যবহার করার মাধ্যমে আপনি কনটেস্টে অংশগ্রহণ করবেন।

আসলে জীবনের সব ক্ষেত্রেই কেউ প্রথম হয়, আবার কেউ প্রথম হতে পারে না, কিন্তু যেহেতু এটিকে আমরা আমাদের পরিবার মনে করি, তাই আমরা সব সময় চেষ্টা করি যাতে আমরা সকলেই একে অপরকে উৎসাহ প্রদান করে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাতে আমাদের সকলের সক্রিয়তার কারণে আমাদের কমিউনিটি উচ্চতার শিখরে পৌঁছে যেতে পারে।

আমার সত্যিই এটা দেখে খুব ভালো লাগছে যে,আমাদের কমিউনিটির প্রত্যেকজন ইউজার খুব ভালোভাবে এই কনটেস্টে অংশগ্রহণ করছেন।

IMG-20220907-WA0007.jpg

গত মাসের মতন আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো কমিউনিটির সকল ইউজারদের এনগেজমেন্টর তালিকা, -

1st April 2023 to 7th April 2023

Moderator - @piya3

UsernameNo.of PostNo.of CommentEngagement
@rubina20308148Super Active
@Hafizur46n0756Super Active
@shariful120559Super Active
@sanaula0514Active
@shahinalam12326Average
@rjabdullah0302Average(new member)
@rakibal434Average(new member)
@mrnazrul010Average
@xhadhin537Active
@farhan45624Average

IMG-20220907-WA0007.jpg

1st April 2023 to 7th April 2023

Moderator - @sampabiswas

UsernameNo.of PostNo.of CommentEngagement
@jakaria1210542Super Active
@yoyopk06110Super Active
@happy-mondal0331Average
@memamun0402Average
@baizid12307113Super Active
@rxsajib0416Active(new member)
@mjmoshiur0501Active(new member)
@sofiulislam0205Active(new member)
@joyanta-mondal0103Average
@mamun1234560721Active
@Saminularefin67Active

IMG-20220907-WA0007.jpg

1st April 2023 to 7th April 2023

Moderator - @noelisdc

UsernameNo.of PostNo.of CommentEngagement
@nasir040438Active
@zhanavic690102Average
@ninfa180109Average
@joeljaimes19820004Average
@oguzvic0100Average
@ahlawat0100Average
@ariful20001Average
@poorvik0604Average
@jacklab1407330Active
@jesaf7220Active

IMG-20220907-WA0007.jpg

যেমনটি আমি আগেও আপনাদের জানালাম, আমাদের কমিউনিটিতে নতুন অনেক ইউজার যুক্ত হচ্ছেন, আমি আশা করছি তাদের সঙ্গে আমাদের পথ চলাটা অনেক সুদীর্ঘ হবে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন,

@aparajitoalamin
@kamrul21
@sabbir-raj
@munna2580
@rabeya1

আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই কমিউনিটির নিয়ম মেনে, নিজেদের কাজটি সঠিকভাবে করবেন, যাতে করে আগামী সপ্তাহের রিপোর্টে আমি আপনাদের সক্রিয়তা উল্লেখ করতে পারি।

এই সপ্তাহে আমি আপনাদের সক্রিয়তা উল্লেখ করতে পারলাম না,কারণ আমাদের এডমিন ম্যামের নির্দেশ অনুসারে কমিউনিটির সঠিক নিয়ম মেনে, টানা এক সপ্তাহ কাজ করার পরেই আপনাদেরকে আমরা এই রিপোর্টের তালিকাভূক্ত করতে পারবো। আশা করছি আপনারা প্রত্যেকেই এইরকম ভাবে আমাদের পাশে থাকবেন।

IMG-20220907-WA0007.jpg

আপনারা জানেন এই মাসের ১ তারিখ থেকে এই কনটেস্ট শুরু হয়েছে। তাই আজকে আমি এই রিপোর্টের মাধ্যমে ১ থেকে ৭ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রথম সপ্তাহে তিনজন বিজয়ীর নাম উল্লেখ করতে চলেছি। তারা হলেন,-

@rubina203 (প্রথম)
@baizid123 (দ্বিতীয়)
@yoyopk (তৃতীয়)

আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই কমিউনিটিতে নিজেদের সক্রিয়তা বজায় রাখার জন্য। আশা করছি আগামী দিনেও আপনারা এইরকম নিজেদের কাজ করবেন, যাতে আপনাদের কাজ দেখে অন্য আরো অনেকে উৎসাহ পেতে পারে।

IMG-20220907-WA0007.jpg

উপসংহার:-

রিপোর্টটি শেষ করার আগে কমিউনিটির সকল ইউজারদের উদ্দেশ্যে একটাই কথা বলব,আমাদের প্রত্যেকেরই যে কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে খুবই ভালো লাগে। কিন্তু এই প্রথম স্থান পাওয়ার জন্য অনেক পরিশ্রম করার দরকার পড়ে।

তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, নিজেদের কমিউনিটিতে,নিজেদের সক্রিয়তা বৃদ্ধির জন্য আপনারাও চেষ্টা করবেন। যাতে আগামী সপ্তাহের রিপোর্টে আপনাদের নাম শীর্ষে থাকে।

সকলকে ধন্যবাদ কমিউনিটির পাশে থাকার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার লেখা রিপোর্টটি আপনাদের কেমন লাগলো,সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। শুভরাত্রি।

Sort:  
 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর করে, সাপ্তাহিক রিপোর্ট তৈরি করে, আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।আমরা আমাদের আগামী দিনগুলোতে ও আমাদের এই স্থান ধরে রাখার চেষ্টা করবো।

আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের ভবিষ্যৎ ভালো কিছু করার জন্য, কমিউনিটির এংগেজমেন্ট বৃদ্ধি করতে হবে।আর তাহলেই আমরা সবাই মিলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

 last year 

আপনাদের সবাইকে ধন্যবাদ ৷ এই সপ্তাহে একটি সুন্দর রিপোর্ট আমাদের উপহার দেওয়ার জন্য ৷

তার সাথে বলবো আমাদের কমিউনিটি তে থাকা সকল মেম্বারগন দারাই সম্ভব আমাদের কমিউনিটি কে অনেক দুর নিয়ে যেতে ৷ তার জন্য সকলকে বলবো আপনারা নিয়মিত এই প্লাটফর্মে কাজ করতে থাকেন ৷ এবং কমিউনিটির জন্য সুনাম ধন্য নিয়ে আসুন ৷

#miwcc

Loading...

নবগত হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এই ধরনের সুন্দর সুশীল প্রতিযোগীতায় অংশগ্রহন করে মান সম্মত ও গঠনমূলক মন্তব্য করা শিখতে ও অভ্যাস করতে। ধন্যবাদ।

 last year (edited)

ধন্যবাদ দিদি শত ব্যাস্ততা থাকা সত্বেও সেগুলো কাটিয়ে উঠে আমাদের মাঝে এত সুন্দর একটা উইকলি কিউরেশন রিপোর্ট উপস্থাপন করার জন্য।

শারিরিক অসুস্থতা ও কিছু ভুল বোঝাবুঝির কারণে গত দুই সপ্তাহে আমি এক্টিভ থাকা সত্বেও তেমনটা এক্টিভিটি দেখাতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত😔😔।

তবে আশা করি এই সপ্তাহ থেকে আমি আবার আমার এক্টিভিটি প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য দিদি। ভালো থাকবেন🥰।

@aparajitoalamin @kamrul21 @sabbir-raj @munna2580 @rabeya1 ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের কমিউনিটিতে যোগদান করার জন্য।আশা করি নিয়মিত পোস্ট কমেন্ট করে আমাদের কমিউনিটির পাশে তাকার পাশাপাশি নিজেদেরকে উন্নতির পথে নিয়ে যাবেন।আমি আপনাদের ভবিষ্যৎ স্টিমিট জার্নির জন্য সার্বিক মঙ্গল কামনা করছি🥰🥰।

সবশেষে @rubina203 @baizid123@yoyopk আপনাদের সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এ সপ্তাহের উইকলি এনগেজমেন্টে বিজয়ী হবার জন্য।আশা করি এভাবেই নিজেদের এক্টিভিটি বজায় রাখবেন কমিউনিটিতে।

পরিশেষে আপনাদের সকলের সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি।ভালো থাকবেন সবাই🥰🥰

#miw

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

অসংখ্য ধন্যবাদ দিদি আসলে অনেক ভালো লাগে আপনার এই সাপ্তাহিক রিপোর্টটি পড়ে পাশাপাশি আমরা সবাই চেষ্টা করব এভাবেই আমাদের কমিউনিটিতে সব সময় একটিভ থাকার জন্য।

#miwcc

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাই সাপ্তাহিক কমেন্ট এর এংগেজমেন্ট কনটেস্ট পরিচালিত করার জন্য। এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন সকলেই কিন্তু বিজড়িত সকলেই হতে পারেনা। যে তিনজন ব্যক্তি উইনার তাদেরকে শুভেচ্ছা জানাই।

কমিউনিটিতে যে সমস্ত ইউজার এসেছে তাদেরকে স্বাগতম জানাই। আশা করি নতুন ইউজার সমস্ত নিয়ম অনুসরণ করে আমাদের সাথে একসাথে পথ চলবে।

ধন্যবাদ কনটেস্ট রানিং রাখার জন্য এবং উইনারদের কে ঘোষণা করার জন্য।
#miwcc

 last year 

Thank you very much first. I really enjoyed reading your weekly report. Best wishes and congratulations to all the winners of this weekly comment contest. InshAllah, I will try to be super active in our community all the time. Be well, sister.

#miwcc

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93