"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT " (9th june to 15th june, 2024)
|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। একটি সপ্তাহ পার করে আজ আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট।
আপনারা প্রত্যেকেই গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট পড়ে জেনেছেন, শ্বশুর মশাইয়ের শারীরিক অসুস্থতার কারণে আমি আগের সপ্তাহটা প্রতিদিন হসপিটালে সময় কাটিয়েছি। তার মধ্য দিয়েও চেষ্টা করেছিলাম সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করার।
তবে গত সপ্তাহের তুলনায় আমার নিজের এনগেজমেন্ট এই সপ্তাহে অনেকটাই খারাপ হয়েছে, সেই কারণে দুঃখিত। তবে এই সপ্তাহ থেকে আমি আবার পুনরায় নিজের কাজ সঠিকভাবে করবো।
পারিবারিক অসুবিধার কারণে আমি বেশ কিছুটা পিছিয়ে পড়লেও, আমার পাশাপাশি আরও অনেকের আমার থেকেও অনেকর খারাপ এনগেজমেন্ট রয়েছে এই সপ্তাহে। আশাকরি সবটাই আপনারা আজ এই রিপোর্টের মাধ্যমে জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট, -
চলুন তার আগে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজেদের কাজকে আরও একটু উন্নত করতে পারেন।
নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ
সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।
যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।
আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।
সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।
বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।
সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।
নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।
ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।
মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।
যাইহোক, এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -
"Moderators Engagement Details"
Username | No.of Post | comments |
---|---|---|
@piya3 | 7 | 63 |
@sampabiswas | 6 | 31 |
@sur-riti | 1 | 35 |
@whizzbro4eva | 1 | 27 |
@sualeha | 1 | 22 |
@miftahulrizky | 1 | 20 |
@awesononso | 1 | 15 |
এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -
"Users Engagement Details"
Username | No.of Post | comments |
---|---|---|
@rubina203 | 7 | 182 |
@shuhad | 6 | 141 |
@mou.sumi | 6 | 101 |
@baizid123 | 6 | 67 |
@sayeedasultana | 6 | 62 |
@shariarprottoy | 6 | 56 |
@mdsahin111 | 6 | 50 |
@sifat420 | 6 | 6 |
@sabus | 5 | 81 |
@alamin125 | 5 | 52 |
@jahidul21 | 5 | 19 |
@amekhan | 5 | 10 |
@isha.ish | 5 | 1 |
@sairazerin | 4 | 23 |
@karobiamin71 | 4 | 18 |
@hasnahena | 4 | 0 |
@tanay123 | 3 | 84 |
@rakibal | 3 | 26 |
@sanaula | 3 | 22 |
@muktaseo | 3 | 20 |
@mukitsalafi | 3 | 9 |
@hafizur46n | 3 | 5 |
@mratik | 3 | 0 |
@yoyopk | 2 | 1 |
@crafter | 1 | 3 |
@shariful12 | 1 | 1 |
@jakaria121 | 1 | 0 |
@shasan705 | 1 | 0 |
@farhanahossin | 1 | 0 |
প্রতি সপ্তাহে মাত্র কয়েকটি কমেন্টের জন্য বেশ কিছু ইউজার পিছিয়ে পড়ছে, যেটা আমার জন্য অনেকটাই খারাপ লাগার।এই সপ্তাহে কিছু ইউজারের কার্যক্রম অনেকটা উন্নত হলেও, পুরোনো বেশ কিছু ইউজারের এনগেজমেন্ট এতটাই খারাপ যে, সেটা যথেষ্ট লজ্জাজনকও বটে।
কমেন্টের পাশাপাশি তাদের পোস্টের সংখ্যাও যথেষ্ট নিরাশাজনক। আশাকরি তারা প্রত্যেকে নিজেদের কার্যক্রম আজকের রিপোর্টের মাধ্যমে দেখে, এই সপ্তাহে এনগেজমেন্ট অনেকটাই উন্নত করার চেষ্টা করবেন। যার ফলাফল আমরা আগামী সপ্তাহের রিপোর্টে নিশ্চয়ই দেখতে পাবো।
|
---|
রিপোর্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই সপ্তাহেও আমরা মাত্র একজনকে বিজয়ী হিসেবে বেছে নিতে পারবো। তাই শুভেচ্ছা জানাই @rubina203 দিদিকে, এই সপ্তাহে নিজের কার্যক্রম এতখানি উন্নত করে, বিজয়ী নির্বাচিত হওয়ার জন্য। আশাকরি এই রকম ভাবে আগামী সপ্তাহেও নিজের কার্যক্রম ধরে রাখবেন। ইতিমধ্যে আমি আপনাকে পুরস্কৃত করেছি।
"Conclusions"
এই ছিল আজকের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট। যার মাধ্যমে কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের কার্যক্রম আমি উপস্থাপন করলাম। আশাকরছি প্রত্যেকেই এই রিপোর্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হবেন। আর চেষ্টা করবেন যাতে পরবর্তী সপ্তাহে নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করা সম্ভব হয়। সকলকে শুভকামনা জানিয়ে এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।
@rubina203, অভিনন্দন এই সপ্তাহের সেরা সক্রিয় তালিকাভুক্ত হওয়ার জন্য। আমি করবো আর করার মধ্যে অনেক পার্থক্য। তবে আপনার এই সক্রিয়তা দেখে অন্যদের অনুসরণ এবং সক্রিয়তা বৃদ্ধি করা উচিত।
দুঃখজনক হলেও সত্য মন্তব্য কম বেশি পাশাপাশি পোস্টের সংখ্যা ও অনেক কম। সকলকে অনুরোধ করবো এই প্রতিবেদনটি মনোযোগের সাথে পরিদর্শন করার জন্য। কো-এডমিন ম্যামকে অনেক ধন্যবাদ এই তথ্যবহুল সাপ্তাহিক সক্রিয়তার প্রতিবেদনটি প্রকাশ করার জন্য।
We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .
Regards
@piya3 (Senior Moderator)
Incredible India
আসলে আমি যখন চিন্তা করি আমি এই কাজ করব। তখন আমার মনে হয় আমার মধ্যে একটা নেশা কাজ করে। আমি যখনই সে কাজের কথা মাথায় আসে। সেই কাজ কখন শেষ করব এটা নিয়েই অনেক বেশি চিন্তা থাকে। আর সেটা সম্পূর্ণ করার চেষ্টা করি। ইনশাল্লাহ অবশ্যই সামনের সপ্তাহে ও সক্রিয়তার কাতারে নিজেকে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ভাল থাকবেন।
হ্যাঁ এই সপ্তাহে সকলের পোস্টের সংখ্যাও অনেক বেশি খারাপ। আসলে কমেন্টের সংখ্যার পাশাপাশি যখন পোস্টের সংখ্যাও কম থাকে, তখন সেটা অনেক বেশি হতাশাজনক। তবে আমি আশাবাদী এই সপ্তাহে অন্তত সকলে ভালো ভাবে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট ভেরিফাই করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
প্রথমেই আপনি পোস্ট সম্পর্কিত কিছু পরামর্শ আমাদের সাথে শেয়ার করেছেন।চেষ্টা করবো সেগুলো ফলোয়াপ করার।আর দ্বিতীয়ত আপনি আমাদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশিত করেছেন।তাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।আর @rubina203 আপুকে অভিনন্দন জানাই। আশা করি তিনি এই সেরার ধারা অব্যাহত রাখবেন।
আসলে আমাদের, যাদের মাতৃভাষা বাংলা তারাই অনেক সময় বাংলা লেখা নির্ভুল ভাবে লিখতে পারি না। সেখানে যদি অন্য ভাষায় লেখার চেষ্টা করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পরামর্শ গুলি আমি আমার অভিজ্ঞতা থেকে দিয়েছি, সেগুলো মেনে চললে ক্ষতি হবে না, তার গ্যারান্টি আছে। তবে মেনে চলাটা বাধ্যতামূলক নয়, আপনাদের পছন্দ। মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
Respected, @sampabiswas
I found your weekly report very impressive, you have strung all the facts very beautifully like pearls on a string, your suggestions are very accurate, after reading these suggestions, there is definitely hope of desired improvement in the posts of the users. I myself will also use your suggestions carefully in my upcoming posts.
With respect.
Thank you so much for visiting my post, and for this beautiful comments. It's means a lot for me. Stay blessed🙏.
Hi friend,
I am one of your big fan , so don't say it , and by the way you are my first teacher at this platform .
with respect.
I'm overwhelmed Sir. I also respect your dedication. 🙏
my pleasure ma'am .
Congratulations to the winner it's not a easy task coming first, it takes lot of dedication and commitment.
Thanks for visiting my post.🙏
@rubina203 অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপু খুবই সুন্দর কাজ করেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন আশা রাখি।
এবং অসংখ্য ধন্যবাদ কো-এডমিন ম্যামকে তিনি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে সুন্দর করে সাজিয়ে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এবং আরো ভালো কিছু করার জন্য সামনের সপ্তাহে চেষ্টা করব ইনশাল্লাহ।শুভকামনা রইল আপনার দিন শুভ হোক।
আপনার কাজে আগের তুলনায় অনেকটাই পরিবর্তন লক্ষ্য করছি, যেটা আমার জন্য সত্যিই ভালো লাগার। এমন ভাবেই নিজের কাজের প্রতি সচেষ্ট থাকুন, আশাকরি তা আপনার আগামী পথ চলার জন্য উত্তম হবে। মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ভাবে এই সপ্তাহের সাপ্তাহিক এংগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার শ্বশুর মশাই অসুস্থ থাকার কারণে আপনি গত সপ্তাহে ঠিকভাবে কাজ করতে পারেননি। তবে এইটা কোন বড় বিষয় নয় তারপরও আপনি খুব সুন্দর ভাবি এই সপ্তাহের ও গত সপ্তাহের পোস্ট টি ভালোভাবেই সম্পূর্ণ করেছে আমাদের সাথে। আপনি আপনার পোস্টে কমিউনিটি ছোট বড় সকল ইউজারের এংগেজমেন্ট রিপোর্টের ডিটেলস শেয়ার করেছেন। আপনার পোষ্টের মধ্যে ভাষা নিয়ে একটা কথা শেয়ার করেছেন। সেই কথাটা আমার খুব ভালো লেগেছে। যে যার নিজ ভাষায় পোস্ট লিখলে তাতে তার মনের অনুভূতিটাও লেখা হয় পোস্টে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
একদমই তাই মনের ভাব প্রকাশ করার জন্য নিজের মাতৃভাষার কোনো বিকল্প নেই। এটা যদিও আমার ব্যক্তিগত অভিমত ছিলো, তবে আপনিও এমনটাই বিশ্বাস করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
প্রথমেই কো-এডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর ভাবে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে প্রকাশ করার জন্য।
সত্যিই এবারের এনগেজমেন্ট অনেকটাই হতাশাজনক। এমনকি নিজের এনগেজমেন্ট দেখেও খুব খারাপ লাগলো। কারণ অল্প কিছু কমেন্টের জন্য নিজের এনগেজমেন্ট খারাপ হলে খুব খারাপ লাগে।
ইনশাআল্লাহ আগামীতে নিজের এনগেজমেন্ট আবারো বৃদ্ধি করব।
@rubina203 আপুকে অভিনন্দন জানাই। এভাবেই নিজের কাজ চালিয়ে যাবেন।
একদমই তাই, অল্প কিছু কমেন্টের জন্য আপনার পিছিয়ে পড়ি আমার জন্যেও খুব খারাপ লাগার একটি বিষয়। কারন সারা সপ্তাহ জুড়ে ব্যক্তিগত কাজের জায়গা সামলে, কমিউনিটিতে আপনি যথেষ্ট পরিশ্রম করেন। কিন্তু অল্প কিছু মন্তব্যের কারনে বিজয়ী হতে না পারলে সেটা কষ্টদায়ক। তবে নিরাশ হবেন না, বরং সচেষ্ট হন। কারন, আপনি পারবেন, এটা আমি বিশ্বাস করি। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।