Better life with steem || The Diary Game || 19th June, 2024 ||

in Incredible Indialast year
IMG_20240620_011259.jpg
"গতকালকের কিছু মুহুর্ত"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আমার দিনটি কেমন কেটেছে সেই গল্পই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই পোস্টের মাধ্যমে। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"সকালবেলা"

IMG_20240619_005042.jpg
"ছাদে ফোঁটা টাইম ফুল"

রোজকার মতন আজ সকালেও ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। যদিও কাল একটু তাড়াতাড়ি শুয়ে ছিলাম তবুও যেন ঘুম ভাঙাতেই চাইছিল না। খুব ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ শুয়ে থাকি, কিন্তু গরমও লাগছিল ভীষণ, তাই ভাবলাম এত কষ্ট করে শুয়ে না থাকাই ভালো, উঠে বরং কাজগুলো গুছিয়ে নিই। যেমন ভাবা তেমন কাজ।ঝটপট উঠে ফ্রেশ হয়ে নিলাম।

IMG_20240619_005250.jpg
"শুভর সকালের চা"

তারপর রান্নাঘরে গিয়ে প্রথমে ভাত বসিয়ে দিলাম। তারপর চায়ের জল বসালাম। টেবিলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ইতিমধ্যে শ্বশুর মশায়ের ছাতু খাওয়া হয়ে গেছে। সুগার বেশি থাকার কারণে উনি খিদে একদমই কন্ট্রোল করতে পারেন না। যাইহোক এরপর চা করে ওনাকে চা দিয়ে শুভর জন্য চা নিয়ে উপরে গেলাম।

সবাইকে চা দিয়ে ছাদের সব ফুলগুলো তুলে আনলাম। সকাল বেলায় ফুল তুলতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যায়, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ছায়া ছিলো, কারণ সকাল থেকেই আকাশটা মেঘলা হয়েছিল। ফুলগুলো তুলে নিচে এসে, রান্নাঘরে গিয়ে অফিসের টিফিন তৈরি করলাম এবং তার সাথে সকালে ব্রেকফাস্ট করার জন্য রুটিও বানালাম।

IMG_20240619_005215.jpg
"ব্রেকফাস্ট(হরলিক্স ও চকোস্)"

গত কয়েকদিন ধরে শুভ গরমে রুটি খেতে পছন্দ চাইছে না বলে, ওকে সকালে হরলিক্স এবং কনফ্লেক্স/চকোস্ দিচ্ছি। গতকাল অবশ্য আম দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম।

শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি কমিউনিটির পোস্ট গুলো একবার দেখে নিলাম। তার পাশাপাশি ঘরেরও বেশ কিছু কাজ গোছানোর ছিলো, তাই ফাঁকে ফাঁকে সেগুলো করছিলাম।

1672344690977_010726.jpg

"দুপুরবেলা"

সকাল থেকে মেঘলা হয়ে থাকার কারণে বাইরে একদমই হাওয়া ছিল না, দুপুরবেলায় একদম দম বন্ধকর অবস্থা হয়ে গিয়েছিলো। আমি সচরাচর ফ্রিজের ঠান্ডা জল খাই না, তবে আজ এত বেশি গরম লাগছিল যে, নরমাল জলের সাথে একটু ঠান্ডা জল মিলিয়ে খেয়েছি সারাদিন।

IMG_20240619_114354.jpg
"নিমপাতা,অ্যালোভেরা ও হলুদ একসাথে পেস্ট করে মাখিয়েছি"
IMG_20240619_114328.jpg
"রেগে গিয়েছিল,তাও চুপচাপ বসে ছিলো"

ঘরের বেশ কিছু কাজ আজ গুছিয়েছি বলে গরমটা আরও বেশি লাগছিলো। এরপর একটা বিছানার চাদরও শুয়ে ছিলেন। তার পাশাপাশি আজ দুপুরে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করেছি সেটি হল পিপলুকে নিমপাতা, এলোভেরা পাতা ও হলুদ দিয়ে একসাথে বেটে সারা গায়ে মাখিয়ে দিয়েছিলাম।

এটা আসলে কুকুরদের জন্য শুধু নয়, মানুষের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে যাদের ইচিং প্রবলেম আছে তাদের জন্য খুবই উপকারী। বর্তমান সময়ে বাড়িতে তৈরি ওষুধ হিসেবে এটা খুব ভালো।

অনেকদিন ধরেই ভাবছিলাম পিকলুকে এটি মাখাবো। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে ফাইনালি আজ একটি করেছি, তবে এটা করতে গিয়ে পিকলু আমার উপরে বেশি রেগে গিয়েছিল।

যাইহোক ঘরের টুকটাক সমস্ত কাজ গুছিয়ে নিয়ে শেষমেশ পিকলুকে স্নান করিয়ে, আমি নিজেও স্নান করে নিয়েছিলাম। আমার দেরি হচ্ছে দেখে আজ স্নান করে শাশুড়ি মা পুজোটা সেরে নিয়েছিলেন। সমস্ত কাজ গুছিয়ে স্নান করার পর বেশ কষ্ট হয়ে গিয়েছিলো।

IMG_20240619_005429.jpg
"আজকের লাঞ্চ"

দুপুরবেলায় খেতে বসেছিলাম ঠিকই, কিন্তু কেন জানি না খেতে ইচ্ছে করছিল না। অল্প একটু খেয়ে আজ উঠে পড়েছিলাম। এরপর কমিউনিটির কাজ করব বলে ফোনটা হাতে নিয়ে শুয়েছিলাম, তবে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ করে ঘুম ভাঙলো তখন ঘড়িতে পাঁচটা পাঁচ বাজে।

1672344690977_010726.jpg

"বিকালবেলা"

IMG_20240619_005737.jpg
"মেঘলা আকাশ"

বাইরের দিকে তাকিয়ে দেখলাম তখনো মেঘলা আকাশ হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না মাঝে বৃষ্টি হয়েছে কিনা, তাই একটু তাড়াহুড়ো করেই ছাদে গেলাম। কারণ বিছানার চাদর ও আরো বেশ কিছু জামা কাপড় ছাদে মেলা ছিল। গিয়ে দেখলাম বৃষ্টি হয়নি বরং জামা কাপড় গুলো সব শুকিয়ে গেছে।

তাই সেগুলো সব তুলে এনে গুছিয়ে রাখলাম। তারপর নিচে এসে ফ্রেশ হয়ে আমি আর্ট ক্লাসের জন্য প্রস্তুতি নিলাম। তবে দুঃখের বিষয় আজকে আমাদের আর্ট ক্লাসটি হয়নি। অবশ্য এর জন্য কিয়দাংশে আমি দায়ী, কারণ আর্ট ক্লাসের অ্যানাউন্সমেন্ট গতকাল দেওয়া উচিত ছিলো, যেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম।

তবে যে দু একজন এখনও পর্যন্ত নিয়মিত আর্ট ক্লাসে আসে, তাদেরকে অনলাইনে দেখতে পাইনি। তাই অ্যাডমিন ম্যাম সিদ্ধান্ত নিয়েছেন এই সপ্তাহের সাপ্তাহিক আর্ট ক্লাস আজকের জন্য বন্ধ থাকবে। এই আর্ট ক্লাস কবে হবে সেই বিষয়ে জানার জন্য অবশ্যই অ্যানাউন্সমেন্ট চ্যানেলের দিকে নজর রাখবেন।

1672344690977_010726.jpg

"সন্ধ্যাবেলা"

যাইহোক এরপর আমি সন্ধ্যা পুজো দিয়ে কমিউনিটির বুমিং সংক্রান্ত কাজ নিয়ে বসলাম এবং সেই কাজগুলো করার পাশাপাশি কমিউনিটির দু-একটা পোস্ট পড়লাম। ততক্ষণে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে এসেছিলো। বৃষ্টি না হলেও, ঠান্ডা হয়েছে অনেকটাই।

IMG_20240619_010014.jpg
"পিকলু লোভ দিচ্ছিলো"
IMG_20240619_005959.jpg
"চিপস ও বিস্কুট"

কিছুক্ষণ বাদে আমার ননদের বড় ছেলে এলো, ওর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর, ও আবার বাড়িতে ফিরে গেলো। শুভ বাড়িতে এসে আজ আর কিছু খায়নি, কারন অফিসে কারোর জন্মদিন ছিলো, সেখানে খাওয়া-দাওয়া করে এসেছে। তবে আমি অল্প আলুর চিপস ও এক প্যাকেট বিস্কুট (হ্যাপী হ্যাপী) খেয়েছিলাম। আর পিকলু অপলকে দেখছিলো।

1672344690977_010726.jpg

"রাত্রিবেলা"

শশুর মশাইয়ের পিকলুর জন্য রাত্রে বেলায় রুটি করলাম। পিকলুকে ডিম দিয়ে আজ রুটি খাইয়ে দিয়েছি, বেশ তৃপ্তি করে খেয়েছে। দুপুরবেলায় আমার ওপর প্রচন্ড রেগে ছিলো, তবে রাতে বোধহয় একটু খুশি হয়েছে ডিম দেওয়ার জন্য।

যাইহোক এরপর এক এক করে আমরাও সকলে খাওয়া দাওয়া করে নিলাম। আমিও কাজ নিয়ে বসলাম। আজ পোস্ট লেখার কাজটাও বাকি ছিলো, তাই সেটি আগে শেষ করলাম।

এরপর কিছু পোস্ট পর্যবেক্ষণ করে, আমিও আজ ঘুমিয়ে পড়বো,আর এভাবেই কাটল আমার আজকের দিনটি। আপনাদের আমার পোস্ট পড়ে কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  
 last year 

ফোনের এলার্মের শব্দে আপনার ঘুম ভাঙ্গে তবে আমি যখন খুলনাতে থাকি তখনই শুধুমাত্র এলার্মের ব্যবহার করি কারন বাড়িতে থাকলে আমার মা থাকতে অযথা এলার্মের কি প্রয়োজন, সময় হলে মা ই ডেকে তোলে।

আপনার শশুরমশাইকে প্রণাম জানাই! আশা করি উনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে। এখন তার প্রতি সব সময় খেয়াল রাখতে হবে এবং সময় মতো খাবার ও ঔষধ দিতে হবে কারন এগুলোর উপরেই তার সুস্থতা নির্ভর করছে।

আপনার পিকলুকে দেখলে আমার বিড়ালটার কথা মনে পড়ে, আমিও অনেক আদর করতাম ওকে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি,আপনার কার্যক্রমগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last year 

ছেলেদের এটাই সৌভাগ্য নিজের বাড়িতে আজীবন মায়ের কাছে থেকে যেতে পারেন। মেয়েদের ক্ষেত্রে তো সেটা সম্ভব হয় না। তাই জীবনে পরিস্থিতি অনুযায়ী ঘুম ভাঙার জন্য মায়ের ডাক পরিবর্তন হয়ে একসময় তা ফোনের অ্যালার্ম হয়ে যায়। পিকলুকে দেখে আপনার বিড়ালের কথা মনে পড়া খুব স্বাভাবিক। কারন পোষ্যদের প্রতি আমাদের অনুভূতি তো একই রকম। তাই না? ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে নিজের মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
 last year 

একজন গৃহিনীর সংসারে অনেক কাজ থাকে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন শ্বশুরমশাই আগেই ছাতু খেয়ে নিয়েছেন। যারা ডায়াবেটিস রোগে ভোগেন তাদের জন্য ক্ষুধা সহ্য করাটা যে কতটা কষ্টকর সেটা আমি আমার পরিবারের লোকদের দেখে বুঝেছি। পিকলুকে নিমপাতা, এলোভেরা পেস্ট করে মাখিয়েছেন। এটা কী সবার জন্যই কার্যকর? আমার বিড়ালকেও কী দিতে পারবো? পিকলু রাগ করেছে। আমাদের টুকটুককে গোসল করাতে খেলে সেও খেঁপে যায়। আপনার সারা দিনের দিনলিপি পরে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ যে পেস্ট আমি ব্যবহার করেছি, আপনি চাইলে ওটাই আপনার টুকটুকের জন্য ব্যবহার করতে পারেন। কারন, এই সময় অর্থাৎ বর্ষাকালে বেশিরভাগ কুকুর বিড়ালের ফাংগাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। তখন এই পেস্টটি ব্যবহার করা খুব উপকারী। এরসাথে অল্প নারকেল তেল ব্যবহার করবেন। আমার বাড়িতে না থাকার কারণে আমি দিতে পারিনি। ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।

 last year 

আসলে একটা কথা আছে না, মন ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগেনা। যাইহোক, রোজকার মতো ঘুম থেকে উঠে সবার জন্য চা বানিয়েছেন। কিন্তু দাদার প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না। আসলেই সকালবেলা প্রতিদিন এক নাস্তা খেতে একদম বিরক্ত লাগে।
ঠিকই বলেছেন, শুধু পোষা প্রাণী নয় মানুষদের জন্য এই নিম পাতা, অ্যালোভেরা শরীরের জন্য অনেক উপকারী।
দুপুরবেলা খেতে বসে ভালোভাবে খেতে পারেননি। পিকলু আপনার উপর বেশ রেগেই ছিল মনে হচ্ছে।

সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

স্নান করতে গেলে যতটা না রাগে তার থেকে অনেক বেশি রেগে গিয়েছিল পিকলু আজ। অনেক কষ্টে আজ ঐ পেস্ট লাগিয়েছি ওর গায়ে, এক প্রকার জোর করেই, তাই এতো রাগ তার। সত্যিই অ্যালোভেরা পাতার অনেক গুনাগুন, আর নিম পাতার উপকারিতা সম্পর্কে আলাদা করে আর কিছু বলার নেই। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন।



Oh yes! We support ANY quality post and
good comment ANYWHERE and at ANYTIME
Curated by : @wilmer1988

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115373.25
ETH 4611.91
SBD 0.88