"The weekly job I concluded being a Co-Admin"
|
---|
Hello,
Everyone,
যদিও কিছুক্ষণ আগেই আমি কমিউনিটিতে চলমান একটি কনটেস্টে অংশগ্রহণ করেছি। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে আমি আপনাদের সকলের সাথে, আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করি। যার মাধ্যমে একটি সপ্তাহ জুড়ে, এই কমিউনিটিতে আমি কি কি কাজ করেছি, তার একটা সংক্ষিপ্ত বিবরণ শেয়ার করে থাকি।
আর আপনারা সকলেই সেই রিপোর্ট পড়ে সকল কার্যক্রম গুলো সম্পর্কে অবগত হতে পারেন। আজ গত সপ্তাহের কার্যক্রম শেয়ার করার জন্য, আমি আপনাদের সাথে এই পোস্টটি উপস্থাপন করতে চলেছি। চলুন তাহলে শুরু করি, -
|
---|
কিছুক্ষণ আগেই আমাদের সাপ্তাহিক হ্যাংআউট শেষ হলো। আজ যদিও দীর্ঘ সময় হ্যাংআউট করা হয়নি, কারণ শুরুর দিকে বেশ কিছু সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলে কাটিয়েছিলাম। প্রসঙ্গত মনে পড়ল, আমাদের কমিউনিটি এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন -১৭ তে সিলেক্ট হয়েছে।
যেহেতু আমাদের কমিউনিটিতে বর্তমানে বেশ কিছু নতুন সদস্য যুক্ত হয়েছেন, তাই তাদের এনগেজমেন্ট চ্যালেঞ্জের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলার মাধ্যমে, আজকের হ্যাংআউট শুরু করেছিলাম।
এমনকি ইতিমধ্যে আমাদের অ্যাডমিন ম্যাম সেই সংক্রান্ত একটি পোস্টও শেয়ার করেছেন, যার লিংক আমি নীচে শেয়ার করলাম। যারা এখনো পর্যন্ত পোস্টটি পড়েননি, তাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা সকলেই মন দিয়ে পোস্টটি পড়ে নিয়ে, এনগেজমেন্ট চ্যালেঞ্জের নিয়মাবলী গুলো জেনে নেবেন।
এনগেজমেন্ট চ্যালেঞ্জ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।(Essential information related to the SEC-17)
যাইহোক এর কিছুক্ষণ বাদে অ্যাডমিন ম্যাম আমাদের সঙ্গে যুক্ত হলে, আমরা আমাদের বিনোদন পর্ব শুরু করি। আজ আমাদের সঙ্গে যুক্ত হওয়া একজন নতুন সদস্য যার নাম ইশা, সুন্দর একটি রবীন্দ্র সংগীত গেয়ে হ্যাংআউট একদম জমিয়ে তুলেছিলেন। তারপর এক এক করে বাকি অনেকেই পারফর্ম করলেন।
আজকে মন ভালো করার মতন পারফরমেন্স ছিল আমাদেরই একজন সদস্য অ্যামি দিদির মেয়ের পারফরমেন্স। ছোট্ট একটি বাচ্চা মেয়ে, অদ্ভুত সুন্দর একটি গান গাইলো, আর এই বিষয়ে আমার সাথে আজকের হ্যাংআউটে উপস্থিত প্রতিটি সদস্য নিশ্চয়ই সহমত হবেন। যাইহোক এইসব কিছুর মাধ্যমে আজকের সাপ্তাহিক হ্যাংআউট সুন্দরভাবেই শেষ হলো।
|
---|
আপনারা প্রত্যেকেই জানেন, গত মাসের শেষ সপ্তাহে আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট শেষ হয়েছিল। আপনারা সকলেই জানেন, প্রতি সপ্তাহের মতন এই কনটেস্টের সম্পূর্ণ ডিটেলস আমি মেলের মাধ্যমে অ্যাডমিন ম্যামের কাছে পাঠিয়েছিলাম।
তারপর তিনি ওই উইনার্স সিলেক্ট করে, কনটেস্টের উইনার অ্যামাউন্সমেন্ট পোস্ট করেছিলেন। যার মাধ্যমে আমরা তিনজন বিজয়ীকে পেয়েছিলাম, যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেছিলেন।
|
---|
এনগেজমেন্ট আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরী এবং সেই বিষয়টিকে মাথায় রেখে, সিনিয়র মডারেটর প্রিয়া দিদিকে সাথে নিয়ে, সকল ইউজারদের জন্য আমরা কমিউনিটিতে একটি কমেন্ট কনটেস্টের আয়োজন করেছি।
যেখানে সর্বোচ্চ এংগেজমেন্ট যে তিনজনের থাকবে, তাদেরকে আমরা সাপ্তাহিক ভাবে পুরস্কৃত করে থাকি। তবে গত সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্ট এতটাই নিরাশাজনক ছিল যে, সেটা নিয়ে আর আলাদা করে বলার কিছুই নেই।
আমি আশাবাদী আগামীকাল আমি যে রিপোর্ট উপস্থাপন করবো, সেখানে ইউজারদের কার্যক্রমের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যাবে। যদিও এখন থেকে এই কনটেস্টের বিজয়ী হতে গেলে, বেশকিছু ক্রাইটেরিয়া অ্যাডমিন ম্যাম সিলেক্ট করেছেন, কেবলমাত্র সেই সকল ইউজারদেরকেই পুরস্কৃত করা হবে, যারা এই ক্রাইটেরিয়া গুলো মেনে চলবেন।
|
---|
বুমিং সংক্রান্ত দায়িত্বটি প্রতিদিনকার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেখানে বুমিং সাপোর্টের জন্য পোস্ট সিলেক্ট করা, সেগুলোর ভেরিফিকেশন রিচেক করা এবং প্রত্যেকটি ক্রাইটেরিয়াকে সঠিকভাবে পুনরায় চেক করে, তবেই সেগুলো মেইল করে ম্যামের কাছে পাঠাতে হয়।
প্রতিদিন এই দায়িত্বটি কতটা সচেতনার তার সাথে পালন করতে হয়, সেটা বোধহয় বলে বোঝানো সম্ভব হবে না। তবে আমি চেষ্টা করি, যারা সঠিকভাবে এই কমিউনিটিতে নিজেদের কাজগুলো করেন, তাদেরকে যথাযথভাবে সাপোর্ট দেওয়ার।
|
---|
পোস্ট ভেরিফিকেশনের জন্য প্রত্যেকটি মডারেটরের নির্দিষ্ট সময় রয়েছে। সেই অনুযায়ী আমিও আমার নির্দিষ্ট সময়ে পোস্ট ভেরিফাই করে থাকি। বেশ কিছু ইউজারের ক্ষেত্রে ভোটিং সিএসআই বেশ কম লক্ষিত হয়। সেই বিষয়েও আজ হ্যাংআউটের শুরুতে আমি কিছু কথা সকলকেই বলেছি। আশা করছি এই বিষয়গুলি সকলেই গুরুত্ব দিয়ে দেখবেন।
|
---|
এই কমিউনিটির শুরুর দিন থেকে আমি এই কমিউনিটির একজন ইউজার হিসেবে কাজ করছি। পরে ধীরে ধীরে পদোন্নতি হলেও, এখনো আমি একজন ইউজার হিসেবে কাজ করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
একজন ইউজারের দায়িত্ব, কমিউনিটিতে প্রতিদিন নিজের লেখা একটি পোস্ট শেয়ার করা। যেটা এই সপ্তাহেও আমি পালন করেছি। গত সপ্তাহে আমি আপনাদের সাথে কি কি পোস্ট শেয়ার করেছি, চলুন একবার দেখে নেওয়া যাক, -
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 28-03-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 29-03-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 30-03-2024 | Better life with steem - The Diary Game - 29th March, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 31-03-2024 | Better life with steem -The Diary Game -30th March, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 01-04-2024 | "At last accomplished the path of double dolphins!" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 02-04-2024 | My Travel Diary - Dakshineswar Temple - A place to find peace of mind -31st March, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 03-04-2024 | Contest of April#1 by @sduttaskitchen - My all time favorite comedian. |
|
---|
এই ছিল আমার গত সপ্তাহের কার্যক্রম। এছাড়াও কমিউনিটির আরো ছোটখাটো কাজের ব্যাপারে প্রায়শই ডিসকর্ডে ইউজারদের পাশাপাশি, অন্য সকল মডারেটরদের সাথেও কথা বলতে হয়। যাতে করে কমিউনিটির কাজগুলো আমরা মিলিত উদ্যোগে, সঠিকভাবে করতে পারি। কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য এই কমিউনিটির উন্নতি।
আপনাদের আমার আজকের পোস্ট পড়ে কেমন লাগলো, সেই বিষয়ে অবশ্যই নিজের মতামত, কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
সত্যিই আপনার তুলনা হয় না। নিজের সংসারের পাশাপাশি কমিউনিটির দায়িত্ব গুলো খুব সুন্দর ভাবে পালন করে যাচ্ছেন বুমিং সমর্থন এবং ডিসকর্ড তার সাথে পোস্ট ভেরিফিকেশন। সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এংগেজমেন্ট আমাদেরকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ চমৎকারভাবে একটা সপ্তাহের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
প্রিয় কমিউনিটি এনগেজমেন্ট চ্যালেঞ্জে মনোনীত হয়েছে জেনে অনেক ভালো লাগছে।
ধন্যবাদ গত এক সপ্তাহের প্রতিবেদন আমাদেরবসাথে ভাগ করে নেবার জন্য। আশা করি সাম্নের দিন গুলি অনেক ভালো কাটিবে।
আমাদের কমিউনিটি এনগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য নির্বাচিত হয়েছে এটা খুবই আনন্দের বিষয়। আমি জানি আমাদের অনেকেরই পারফরম্যান্স হতাশা জনক। কিন্তু নিরলস প্রচেষ্টায় আপনারা বারবার আমাদের কে উদ্বুদ্ধ করে যাচ্ছেন।
পুরো সপ্তাহের কার্যাবলী আপনি এই প্রতিবেদনের মাধ্যমে খুব সুন্দরভাবেই বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সপ্তাহিক প্রতিবেদনটি প্রকাশ করার জন্য।
আমিও আপনাকে ধন্যবাদ জানাই, আমার পোস্ট পড়ে নিজের মতামত এতো সুন্দর ভাবে ব্যক্ত করার জন্য। আশাকরি আপনাদের সকলকে উদ্বুদ্ধ করার যে চেষ্টা আমরা করে চলেছি, তার মূল্যায়ন আপনারা করবেন। ভালো থাকবেন।
সংসার সামলেও আপনি যে কমিউনিটির প্রতি কতটা দায়বদ্ধ সেটা আপনার কার্যক্রম দেখলেই বোঝা যায়। ইশার গান শুনে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। অনবদ্য গলা ওনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাপ্তাহিক কার্যক্রম শেয়ার করার জন্য। এই ভাবেই এগিয়ে যান।