"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"steemCreated with Sketch.

in Incredible Indialast year (edited)
20231104_004116_0000_124124.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং প্রত্যেকেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আমার দিনটাও আজ অনেক ভালো কেটেছে, তবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে পারছি না। কারণ আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি,কমিউনিটির সকল অ্যাক্টিভ ইউজারদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট।

অ্যাক্টিভ ইউজার অর্থাৎ যে সকল ইউজার কমিউনিটিতে আয়োজিত সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউটে উপস্থিত থাকেন, নিয়মিতভাবে কমিউনিটি ও এই প্লাটফর্মের সমস্ত নিয়ম মেনে নিজের লেখা পোস্ট কমিউনিটিতে শেয়ার করেন, এছাড়াও কমিউনিটির অন্যান্য ইউজারদের পোস্ট মনোযোগ সহকারে পড়ে, তাতে যথাযথ মন্তব্য করেন।

শুধুমাত্র সেই সকল ইউজারদেরকে এখন থেকে অ্যাক্টিভ ইউজার হিসাবে ধরা হবে। অ্যাডমিন ম্যামের নির্দেশ অনুসারে, যে সকল ইউজার এই সমস্ত ক্রাইটেরিয়া পালন করতে পারবেন,শুধুমাত্র সেই সকল ইউজারদের নাম এখন থেকে এনগেজমেন্ট রিপোর্টের তালিকাভুক্ত করা হবে।

IMG-20220907-WA0007.jpg

আমার বিশ্বাস আপনারা যারা গত বুধবার দিন টিউটোরিয়াল ক্লাসে শুরু থেকে উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তবে যারা টিউটোরিয়াল ক্লাসে কিছুক্ষণ বাদে জয়েন করেছিলেন, আর যারা একেবারেই ক্লাসে জয়েন করেননি, শুধুমাত্র তাদেরকে জানানোর জন্যই আজকের রিপোর্টের মধ্যে আমি বিষয়টি উল্লেখ করলাম।

সুতরাং এখন থেকে কমিউনিটিতে নিজের লেখা পোস্ট শেয়ার করা নয়, অন্যদের পোস্ট পড়ে কমেন্ট করা শুধু নয়, কমিউনিটিতে আয়োজিত টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউটে উপস্থিত হওয়াটাও আপনাদের প্রত্যেকের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। আশা করছি এই বিষয়টি সকলেই মনে রাখবেন এবং নিজেদের অ্যাক্টিভিটি এই কমিউনিটিতে অব্যাহত রাখবেন।

IMG-20220907-WA0007.jpg

এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -

Moderator's engagement details

UsernameNo.of Postcomments
@piya37142
@rubina2037136
@sampabiswas742
@crismenia335

IMG-20220907-WA0007.jpg

মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস এর পরে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কমিউনিটির সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

User's engagement details

UsernameNo.of Postcomments
@sayeedasultana9101
@sairazerin7192
@sabus7105
@karobiamin717102
@mukitsalafi785
@hasnahena755
@mdsahin111754
@jakaria121652
@famillycooking1554
@farhanahossin550
@monikarmakar528
@saha10522
@muktaseo431
@yousha4358

IMG-20220907-WA0007.jpg

যে সকল ইউজারদের নাম আমি এই সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্টের তালিকাভুক্ত করিনি, আমার বিশ্বাস তারা প্রত্যেকেই নিজেদের কার্যক্রম সম্পর্কে অবগত। তাই এই রিপোর্টটি পড়ার পর তাদের মনে এই জিজ্ঞাসা থাকবে না যে, কেন তাদের নাম এই রিপোর্টে নতিভুক্ত করা হয়নি।

IMG-20220907-WA0007.jpg

তবে কমিউনিটিতে পুরনো বেশ কিছু ইউজার আবার নতুন করে কাজ করছেন দেখে সত্যিই খুব ভালো লাগলো। কারণ একটা সময় তারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। হয়তো ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার কারণে, তারা মাঝে বেশ কিছু মাস কাজ করতে পারেননি। তবে আমি বিশ্বাস করি তারা যখন পুনরায় আমাদের মাঝে ফিরে এসেছেন, তখন নিজেদের কাজটা তারা এতটাই ভালো ভাবে করবেন যে, আমরা পুনরায় তাদের নাম এই এনগেজমেন্ট রিপোর্টের মধ্যে দেখতে পারব।

শুধু তাদেরকে নয়, কমিউনিটিতে যুক্ত প্রত্যেককে অনুরোধ করব এই কমিউনিটিতে নিজেদের অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। যাতে পরবর্তী সপ্তাহে তাদের নাম আমি নথিভুক্ত করতে পারি।

IMG-20220907-WA0007.jpg

উপসংহার

ব্যক্তিগত জীবনে আমাদের সকলেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে যখন একটি কাজের জায়গায় আমরা একত্রিতভাবে কোনো কাজের দায়িত্ব নিয়ে থাকি, তখন তা পালনের চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে।

ঠিক যেমন ভাবে এই কমিউনিটিকে আরো ভালো জায়গায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। তাই অনুরোধ করবো, সকলে নিজেদের কাজটি সঠিক ভাবে করুন। তাহলে কমিউনিটির পাশাপাশি এই প্লাটফর্মে নিজের পরিচিতিও বৃদ্ধি পাবে।

সকলের সুস্থতা কামনা করে এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমি এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

IMG-20220907-WA0008.jpg

Sort:  
Loading...
 last year 

আবারো নতুন একটা সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম। আমরা আমাদের এনগেজমেন্ট যত বৃদ্ধি করি, আমাদের কাজ করার ক্ষেত্রে, আমাদের অনুপ্রেরণা তত বেশি বৃদ্ধি পায়। চমৎকারভাবে এংগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করেছেন ৷ তারপর কমিউনিটিতে আয়োজিত টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউটে উপস্থিত হওয়াটাও আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। সাথে নিজেদের এক্টিভিটি বৃদ্ধি করতে হবে সেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংক্রান্ত আলোচনা করেছেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকেও ধন্যবাদ, আশাকরি পরবর্তীতে সকল টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউটে উপস্থিত থাকবেন।

 last year 

আলহামদুলিল্লাহ অক্টোবর মাসের সপ্তাহে শেষে আবারো নতুন একটা সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহ আমি অনেকটা এনগেজমেন্ট বাড়াতে পেরেছি।

আপনি এই কথাগুলো একদমই সত্য তবে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার জন্য।

ব্যক্তিগত জীবনে আমাদের সকলেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে যখন একটি কাজের জায়গায় আমরা একত্রিতভাবে কোনো কাজের দায়িত্ব নিয়ে থাকি, তখন তা পালনের চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে।

 last year 

চেষ্টা করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এইভাবেই কমিউনিটিতে যুক্ত থাকুক। ধন্যবাদ আপনাকে আমার এনগেজমেন্ট রিপোর্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

দিদি ইনশাল্লাহ আছি থাকবো আপনাদের সাথে অনেক পথ পাড়ি দেওয়ার ইচ্ছা আছে।

 last year 

আবারও একটি নতুন সাপ্তাহের একটি এংগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এংগেজমেন্ট বৃদ্ধি করা নিজের কাজের প্রতি আগ্রহ বজায় রাখা আমাদের দায়িত্ব। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে গুছিয়ে রিপোর্ট টি উপস্থাপন করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আমার শেয়ার করা এনগেজমেন্ট রিপোর্ট পড়ার পরে, এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সাথে রিপোর্ট টি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Thank for the weekly engagement report which is really helpful in understanding the relative engagement performance in the community.

 last year 

Thank you for visiting my post. Stay blessed.

 last year (edited)

প্রতি সপ্তাহের মতো,
এই সপ্তাহে এংগেজমেন্ট রিপোর্ট খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সত্যি বলতে এই রিপোর্টটা দেখলে কাজের আগ্রহ আরো বেশি বেড়ে যায়। আমি চেষ্টা করব নিজের নামটা আরো একটু উপরে নেওয়ার জন্য। সত্যি পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন।

 last year 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। আশাকরি আগামী সপ্তাহে আপনি এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন। ভালো থাকবেন।

 last year 

ইনশাআল্লাহ দিদি‌, চেষ্টা করছি।
আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটর ম্যামকে, এরকম একটি এনগেজমেন্ট তালিকা আমাদের সামনে প্রকাশ করার জন্য। এই সাপ্তাহিক এনগেজমেন্ট তালিকায় স্থান পাওয়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দ।

 last year 

আপনাকে অনুরোধ করবো, কমিউনিটিতে নিজের অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ আমার রিপোর্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

প্রতিবার এর মত এইবারও প্রকাশ করা সকলের সাপ্তাহিক একটি এনগেজমেন্ট এর রিপোর্ট। অবশ্যই আমরা সকলেই সকলের কাজ নিয়ে অবগত থাকি, আর তাইএই বিষয়ে প্রশ্ন তুলা ঠিক নয়। বরং নিজের কাজের আরো গতি বাড়িয়ে পরবর্তী সপ্তাহে যেন আরো ভালো ফলাফল করা উচিত।
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিবার এর মতো এইবার ও একটি সপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে রিপোর্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

You are most welcome 🤗

 last year 

দিদি ,আপনি আর একটি সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আমি চেস্টা করব আমার এংগেজমেন্ট বৃদ্ধি করার ।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ।

 last year 

আপনাকেও ধন্যবাদ রিপোর্ট পড়ার জন্য। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 96549.02
ETH 3409.65
SBD 3.18