You are viewing a single comment's thread from:
RE: Better life with steem|| The Diary Game || 26th December 2023.
সকাল বেলার দৃশ্য টা কিন্তু অসাধারণ ছিলো। কুয়াশা মাখানো সকাল সত্যিই দেখার মতো।আপনি সকাল ৫ টার সময় আপনার বাপ্পির ফোন পেয়ে ঘুম থেকে উঠেছেন। আর কুয়াশায় আপনি রাস্তার সামনে অংশ দেখতে পাচ্ছিল না ।আর এর ফলেই এক্সিডেন্ট হয় অনেক। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সকাল বেলা খুব সহজেই আপনি দেখতে পারবেন না,কারণ আমরা ভয়ানক প্রকারের আলসে।কুয়াশার কারনে শীতকালে বেশি দুর্ঘটনা হয়ে থাকে।
ধন্যবাদ আপনাকে।
মানুষ চাইলে পারে না এমন কোন ও কাজ নেই ভাই কিন্তু আমার ভিতর সেই চাওয়া টাই নাই আর আপনি একদম সঠিক কথা বলেছেন আমি অনেক অলস আমার পরিবারের মানুষ ও তাই বলে।
এই যে আপনি নিজে বলছেন আপনি অলস এই বোঝাটাই অনেকে বুঝতে পারে না বিধায় সেখান থেকে বেরিয়ে আসতে পারে না।কিন্তু আপনি পারবেন অলসতা কাটিয়ে ভাল কিছু করতে।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
ভাই নিজের ভিতরে থাকা অভ্যাসগুলো আমরা বুঝতে চাই না শুধু অন্যের অভ্যাসগুলো ধরে আলোচনা করি। আসলে অলসতা হলো অনেক খারাপ একটি অভ্যাস যার ভিতরে থাকে সেই সফলতা অর্জন করতে সক্ষম হয় না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমরা অন্যের খারাপ গুন বা ভাল গুন সহজেই বুঝতে পারি কিন্তু নিজের ভালটা সব সময় দেখি কিন্তু নিজের খরাপ গুন দেখতেই পাইনা।
অলসতা আসলেই অনেক খারাপ গুন।এটা থাকলে এই সমাজে পিছিয়ে পড়তে হয়।
ভালো থাকবেন আপনি।
আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন আমরা নিজের ভিতরে কি আছে তা না দেখে অন্যকে বলি তুই এমন। আসলে মানুষ যদি নিজের দিকটা দেখে কথা বলতো ।আমি আমার টাই বলি আমিও কিন্তু অনেক অলস কিন্তু আমি আপনাকে বলি অলস যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন।
গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে," চালন সুইকে বলছে তোর পাছায় ফুটো কেনো'- এরকমই ব্যাপার আমাদের সমাজে এখন।
আমরা নিজের টা দেখি না,বলা যায় দেখতেই পায় না।
ধন্যবাদ আপনাকে পুনরায় মন্তব্য করার জন্য।
ভাই আমি এই প্রবাদটা অনেক বার শুনেছি আর আমার কাছে অনেক ভালো লাগে এটা।আর আগের যুগের মানুষ এই সব প্রবাদ গুলো বর্তমান সত্যি কারের রুপ ধারণ করছে। আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ।