Better Life with Steem|| The Diary Game||3 February 2024||

in Incredible India6 months ago
" হ্যালো স্টিমিট বন্ধুরা "

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো গতকাল এর সকল কার্যক্রম গুলো।

🌺 সকাল বেলা 🌺
Picsart_24-02-04_21-35-07-654.jpg

Editing by PicsArt

আমি গতকাল সকাল বেলা ঘুম থেকে উঠে ছিলাম ১০ টার দিকে আর তার পরে ফ্রেশ হলাম। এরপরে আমাকে আমার মা বাজারে পাঠিয়ে দিলেন বাসায় সকাল বেলা খাবার মতো কিছু ছিল না।আমি মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে আমার পরিচিত এক দোকান থেকে চানাচুর, বিস্কুট নিলাম।আর সেখানে আমার নেওয়া জিনিস দুইটার দাম আসে ২৪০ টাকা।আমি টাকা দিয়ে দিলাম।আর সেই সময় আমার একটা বন্ধু ফোন দিল আর জিজ্ঞেস করল আমি কোথায় আছি বর্তমানে।আমি বললাম আমি বাজারের ভিতরে।আর তার পরে ও বলে আচ্ছা বাজার করা হয়ে গেলে আমার সাথে একটু দেখা করিস।আমি বন্ধুকে বলে দিয়েছি যে এখন না বিকাল বেলা দেখা করবো।

IMG_20240203_125410-01.jpeg

আমি এর পরে গেলাম মায়ের জন্য পান আর মিষ্টি জর্দা কিনার জন্য। আমি সেখানে পান আর জর্দা কিনেছিলাম ৮০ টাকা দিয়ে আর তার পরে সামনের দিকে গিয়ে একটা মুদি দোকান থেকে ২ কেজি আলু নিলাম ৭০ টাকা দিয়ে আর এক কেজি পেঁয়াজ নিলাম ৯০ টাকা দিয়ে।এর পরে আমার মায়ের বলা সকল বাজার করা হয়ে গেল ও।

IMG_20240203_125939-01.jpeg

বাজার গুলো নিয়ে আমি গেলাম একটা হোটেলে সেখানে গিয়ে আমি ৫ টা সিঙ্গারা নিলাম।আর সিঙ্গারা গুলোর প্রতি পিছ এর দাম ছিল ১০ টাকা করে। আমাদের এইখানে এই একটা দোকান আছে যেখানে ১০ টাকা দামের সিঙ্গারা বানানো হয়।এই হোটেলের সিঙ্গারা খেতে ও অনেক ভালো হয়।আমি সিঙ্গারা নিয়ে বাসায় চলে আসলাম আর তার পরে আমি ২ টা নিলাম আর মা ও ছোট বোন কে ৩ টা খেতে দিলাম। সিঙ্গারা গুলো আমি শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে খেয়েছিলাম।

🌺 দুপুর বেলা + বিকাল বেলা 🌺
IMG_20240203_155746-01.jpeg

আমি গতকাল ১:৩৬ এর সময় গোসল করতে গেলাম আর কিছু সময় এর ভিতরে আমার গোসল করা শেষ হয়ে যায় আর আমি তার পরে বেলকুনিতে বসলাম চেয়ার দিয়ে। কিছুক্ষণ পর বাসার নিচ দিয়ে তাকিয়ে দেখি একটা লোক ব্যানে করে সবজি বিক্রি করছে আমি মাকে গিয়ে জিজ্ঞেস করলাম মা দেখতো তো কোন ও সবজি লাগবে নাকি।মা বললো না সবজি লাগবে না কিন্তু কাঁচা মরিচ ও ধনে পাতা আর গাজর 🥕 নিয়ে আয়।আমি তার পরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে নিচে গেলাম আর মায়ের বলা সব কিছু নিলাম আর সেখানে ১৩০ টাকা হয়েছিল সব কিছুর দাম।

IMG_20240203_171221-01.jpeg

বাসায় এসে আমি দুপুরের খাবার খেয়ে নিলাম আর তার পরে একটু বিশ্রাম নিলাম। বিকাল ৪ টার সময় আমি বাসা থেকে বের হলাম আর তার পরে আমাদের ক্রিকেট খেলার মাঠে গেলাম।২ টা ম্যাচ খেলার পরে আমি আমার বন্ধুকে ফোন দিলাম যে আমাকে দেখা করতে বলছিল।আমি বন্ধুর সাথে দেখা করলাম আর বন্ধুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম।আর সেই সময় আমি একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম আর ফটো তুলে নিলাম।

🌺 সন্ধ্যা বেলা+রাতের বেলা 🌺
IMG_20240203_182245-01.jpeg

সন্ধ্যায় হয়ে গেছে দেখে আমি আর আমার বন্ধু একটা দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য।আমরা দোকানে গিয়ে দুইজনে এক কাপ করে রং চা খেলাম আর বন্ধু এক পেকেট বিস্কুট ও খেয়ে ছিল। খাওয়া পরে খাবার বিল দিয়ে আমি বন্ধুকে বিদায় জানিয়ে চলে আসলাম।

IMG_20240203_183447-01.jpeg

আর আমি এর পরে এসে ছিলাম বোর্ড খেলার জন্য । আমি ২_৩ দিন পরে বোর্ড খেলতে গেলাম গতকাল।আমি গিয়ে একটা গেম বোর্ড খেলে বাসায় চলে আসি।আর বাসায় এসে দেখি ৯ টা বেজে গেছে আর তার পরে হ্যাং আউট জয়েন করলাম।১০:৩০ সময় আমাদের হ্যাং আউট শেষ হয় আর তার পরে খাবার খেয়ে শুয়ে পরি।

" তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  

Hi my friend that is a nice diary game post. I am here to tell you something very important.



Let me tell you some inside about Steemit Witnesses and how they play a crucial role in maintaining the decentralized nature and security of the Steem blockchain. It is very important to get a qualified witness in the top twenty. Qualified witness plays an important role in making the platform user-friendly and improving the status of the platform..
This is why your single vote is so important. Since your vote determines the position of the witness candidate, cast your valuable vote to a qualified witness. Well I'd like to introduce you to a great witness. I am talking about Bangla Witness. Bangla Witness is working to improve the Steemit ecosystem. Some of the services of Bangla Witness are given below:
Steempro Apps For Steemit:
This app is made to make Steemit easier to use. Here are some cool features that you won't find on steemit.com. Download now from Play Store.
Abuse Watcher :
Works to keep the platform free from abuse. Click here for details.
SteemPro Tools
Here are the services you will get: Cast vote on multiple posts, Author report for a community, Check community progress, Check history of post, Check curation report, Check Pending Curation Rewards, Eligibility test for Vote etc. Click here for details.

Steem One:
From here you can see the real time statistics of your account. Click here to check it.
Also Bangla Witness is working on various new developments. Bangla Witness will always work for users. Click here to know more details about Bangla Witness. Don't forget to give your valuable vote to Bangla Witness. Click here to vote>>>. Contact us on Amar Bangla Blog Discord Server:

Thank you sir 🌺.

Loading...
 6 months ago 

ভাই আপনি তো বেশ সুন্দরভাবে বাজার করতে পারেন। সত্যি বলতে বাজার করাও এক ধরনের দক্ষতা যেটা যে কেউ পারে না। যেমন আমি নিজেই পারি না। বাজারে গেলে ভুলভাল কিছু না কিছু কিনবোই আর বাড়িতে এসে কথা শুনবই। দোকানদার কেন জানিনা আমাকে ঠকায় অনেক। যাইহোক যার হিসাব সেই দেবে।

আপনার বাজার করা এবং সারাদিনের দিনলিপিটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ভাই।

ভাই আমি যে ভালো করে বাজার করতে পারি এমনটা না আসলে আমি দামাদামি করতে পারি না।ভাই আমাকে ও অনেক ঠকায় সেটা বুঝতে পারি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ।

আপনার তোলা সূর্যাস্তের ছবিটি অসাধারণ হয়েছে।আপনি বাজারে গিয়ে অনেক বাজার করলেন। আর বাইরে বের হলে সিংগাড়া খাওয়া চাই ই চাই!!
ভালো থাকবেন।

ভাই আমার শুনে অনেক ভালো লাগলো যে আপনার কাছে আমার ফটোগ্রাফি টা ভালো লেগেছে। বাজারে বাজার করা হয় আমার প্রায় সময়
ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 6 months ago 

সর্বোত্তম আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

মায়ের কথায় সকালে বাজারে গিয়েছিলেন।। আর বাজার থেকে কি কি ক্রয় করেছেন সবকিছু আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।। বিকাল মুহূর্তে ক্রিকেট খেলেছেন সেই সাথে বন্ধুর সাথে দেখা করেছেন।। সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন অতিবাহিত করেছেন।।

আপনাদের সাথে আমার দিনের কার্যক্রম গুলো ভাগ করে নেওয়ার ফলে আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করে। বিকাল বেলা একটু খেলাধুলা করাই ভালো । ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 6 months ago 

আমিও বর্তমানে বিকেল সময়ে ক্রিকেট খেলছি ভাই বেশ ভালই লাগে ‌

 6 months ago 

আসলে মানুষ যখন একটু বয়স্ক হয়ে ওঠে তখন জর্দা পান এগুলো খেয়ে থাকে। তবে জর্দা খাওয়া আমাদের জন্য একেবারেই হারাম। এগুলো অবশ্যই বর্জন করা উচিত। আপনার মাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আমার মা অনেক বছর ধরে এই পান আর জর্দা খান অনেক বার বাদ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারে না।আর এটা একদম সঠিক জর্দা খাওয়া টা হারাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

পারিবারের সাথে থাকলে এমন বাজারে যেতে হয়। প্রথম দিকে বাজার সম্পর্কে তেমন ভালো আইডিয়া না থাকলেও দিন দিন আমরা এক্সপার্ট হয়ে যাই।
সন্ধ্যার কেরামের সাথে চায়ের আড্ডাটা অনেক মিস করি এখন।

ভাই আমি আমার পরিবারের কাজেই যদি না আসি তাহলে তারা আমাকে দিয়ে কি করবে বলেন তাও তো আমি শুধু বাজার করাটাই করি বাকি সব বলে করা হয় না বেশি ভাগ সময়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 6 months ago 

সকালে বাজার গিয়েছেন আর বাজার গিয়ে বাজার খরচ গুলো নিয়ে এসেছেন ৷ তারপর দেখলাম সূর্যাস্তের একটি ফটো তুলেছেন ফটো টি আসলে অনেক চমৎকার হয়েছে ৷ তারপর রাতে ক্যারামবোর্ড খেলেছেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

ভাই আমি ফটো টা মূলত আপনাদের সাথে শেয়ার করবো বলে তুলেছি আর আমি জানতাম না যে এই ফটো টা এতো মানুষের ভালো লেগে যাবে আমি সত্যি সবার পছন্দ হয়েছে শুনে অনেক খুশি হয়েছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 6 months ago 

আপনার মায়ের কথা মতন সকালবেলা বাজারে গেলেন এবং বাজারে গিয়ে কি কিনেন তা আমাদের সাথে সবকিছু উপস্থাপনা করলেন। বাজারে গিয়ে আপনার বেস্ট খাবারটি খেলেন সিঙ্গারা।

দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলেন তারপর বিকেলের দিকে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গেলেন। আবার সন্ধ্যা বেলা দোকানে গিয়ে বন্ধুর সাথে মিলে রং চা খেলেন।

থ্যাংক ইউ আপনার সারাদিনে কার্যক্রম গুলো আমাদের সাথে উপস্থাপনা করলেন।

আমি আমার মায়ের কথা যতটা শোনা সম্ভব সেটা শুনে থাকি। একদমই তাই আমার পছন্দের খাবার সিঙ্গারা। খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নেওয়া টা শরীর জন্য অনেক ভালো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 5 months ago 

আমি প্রতিনিয়ত আপনার পোস্টে লেখা দেখতে পাই আপনার মায়ের কথা আপনি সব সময় পালন করেন।
আপনার পছন্দের খাবারটি আপনার বন্ধু ঠিকই ধরতে পেরে ছিল সেই জন্যই সিঙ্গারা অর্ডার করেছিল।

আর আমিও মনে করি দুপুরে খাওয়া-দাওয়া করে বিকেলে একটু বিশ্রাম নিলে শরীরটা খুব ভালো লাগে।

আমি যতটা সম্ভব চেষ্টা করি মায়ের কথা মতো কাজ করার । আসলে আমার সব পছন্দের খাবার ওদের ও পছন্দ তাই কোন ও সময় ভিন্ন খাবার হয় না। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 6 months ago 

ভাই পেঁয়াজের তো স্বর্ণের মত দাম দেখছি এক কেজি পেঁয়াজের দাম ৯০ টাকা আমি তো অবাক। যাই হোক ভাই আপনার লেখাটি পড়ে বেশ কিছু দ্রব্য মূল্যের দাম সম্পর্কে জানতে
পারলাম।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 67044.89
ETH 3251.74
USDT 1.00
SBD 2.64