আমি খুব সুন্দর কথা বলেছেন, একটা কথা আছে না হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন রকমের গুণাবলী দিয়ে তৈরি করেছে। মানুষ যত বড় হয় তত তার দায়িত্ব বেড়ে যায়, মানুষ যত বড় হয় ঠিক ততই একা হতে থাকে, কারণ তখন মানুষ ম্যাচিউরড হয় সহজেই অন্য মানুষের আচরণ বুঝতে পারে।