You are viewing a single comment's thread from:

RE: Better Life with Steem|| The Diary Game||04 June 2024||

in Incredible Indialast year
  • একদম ঠিক বলেছেন অলসতা হচ্ছে কাজের শত্রু বিশেষ করে সফলকাম হওয়ার বড় অন্তরায় হচ্ছে অলসতা। তবে এটিও সত্য শরীর ও মনের সাথে কাজের একটি সম্পর্ক রয়েছে শরীর এবং মন ভালো না থাকলে কোন কাজ করতে আগ্রহ পাওয়া যায় না যেমনটা বর্তমানে আমার হচ্ছে। তবে ইনশাল্লাহ অচিরেই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাব বলে আমার বিশ্বাস।
Sort:  
 last year 

বিশ্বাস রাখুন একমাত্র সৃষ্টিকর্তার উপর, তিনি যখন যে পরিস্থিতিতে আমাদেরকে রাখে না কেন? অবশ্যই তার শুকরিয়া আদায় করা উচিত! আমরা চাইলেই কিন্তু ভালো থাকতে পারবো না! যদি উনি না চায়। তাই মনে মনে বিশ্বাস এবং আস্থা একজনের উপর রাখাটাই উত্তম। তিনি অবশ্যই আমাদের জন্য সুখের দিন সামনে রেখে দিয়েছে।

 last year 
  • একদমই তাই অন্ধকারের পরে আলোর দেখা গেলে নিশ্চয় আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। তাই সর্ব অবস্থায় উনার সাহায্য চাই এবং ধৈর্যধারণ করার তৌফিক যাতে দেন সেই আশা ও ব্যক্ত করি। খুব ভালো লাগলো আপনার মন্তব্য দিয়ে পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111264.29
ETH 4348.99
SBD 0.84