You are viewing a single comment's thread from:

RE: মোমো তৈরির প্রস্তুত প্রণালী

in Incredible India9 months ago

হ্যাঁ আপু খেতে ও খুব ভালো লেগেছিল। বাসার সবাই খুব পছন্দ করেছিল। আর শীতে যে কোন গরম খাবারই ভালো লাগে। ধোয়া উড়ানো মম খাওয়ার মজাই আলাদা। আপনার বাসায় চেষ্টা
করবেন। সময় সুযোগ করে আমাদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 9 months ago 

উফ আপু আপনার লেখায় তো জাদু আছে, সত্যি একদম তাই ধোয়া উঠানো মম দেখতে যেমন অসাধারণ আর মুখের ভিতর একটা ঢুকিয়ে দিয়ে হালকা করে চাপ দিতে যে কি ভালো লাগে,,,
অবশ্যই বাসায় তৈরি করব ভাবছি আগামীকালই তৈরি করব আর আপনার সাথে শেয়ারও করবে ইনশাআল্লাহ।

 9 months ago 

এই না হলে নারী। নারীরা সবই পারে। ঘরে বাইরে সমান তালে তাল মিলিয়ে চলতে পারে। আপনার মোমো রেসিপি দেখার অপেক্ষায় রইলাম ,ইনশাআল্লাহ ভালই হবে।

 9 months ago 

একদম তাই আমি নারী সব পারি,,
কথা টা ১০০% সিওর আমরা নারীরা এমন কোন জিনিস আছে যেটা পারিনা,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগির পাওয়া যেমন পিল পিল করতে থাকে খাবারের খোঁজে,
আর নারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা সংসার গোছানো বাহির সামলানো বাচ্চা সামলানো হাসবেন্ডকে দেখাশোনা করা শশুর শাশুড়ির খেদমত করা কি করেন আসে খুব সুন্দর ভাবে গুছিয়ে থাকে। কাজ করতে করতে হাঁপিয়ে গেলেও মনে হয় ওই কাজটা রয়ে গেল। যাইহোক একটু বেশি বলে ফেললাম মনে হয়,

এত কিছু যখন একটা নারী সামলাতে পারে তাহলে মম তৈরি করাটাও খুব একটা কঠিন মনে হবে না তার কাছে। 😜🥰🥰🥰

অবশ্যই মমো তৈরি করব আর আপনার অপেক্ষার প্রহর শেষ করব ভালো থাকবেন

 9 months ago 

বাহ বাহ বাহ। দারুন আপনার জন্য মোমো তৈরি করা কোন ব্যাপারই না জটপট লেগে যান আর তৈরি করে ফেলুন, গরম গরম মোমো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61852.16
ETH 2402.53
USDT 1.00
SBD 2.60