You are viewing a single comment's thread from:

RE: "নিজের বিবেকের কাছে,, আজ আমি সত্যিই হেরে গেছি!"

in Incredible India7 months ago
  • সরল বিশ্বাসে ভুল সেটা ভুল এর জন্য প্রচলিত আইন ও ছাড়ের ব্যবস্থা থাকে। তাছাড়া মানুষ মাত্রই ভুল করবে ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এটাই স্বাভাবিক তবে যদি অভিপ্রায় খারাপ হয় তাহলে কিন্তু সেটা ভুল নয় সেটা বরাবরই অন্যায় যা আমাদের প্রচলিত আইনেও এর শাস্তির বিধান রয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে সঠিক সময় সঠিক জ্ঞান দেন। আর ভূল থেকে যে শিক্ষা পেয়েছেন ।তা যেন মনে প্রাণে ধারণ করেন।

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

কারো কোন ক্ষতি করার সিদ্ধান্ত বা কোনরকম প্রয়াস আমার ছিল না। কিন্তু চেষ্টা করেছে সবার উপকার করার জন্য। কেউ যদি ভুল বুঝে আমাকে কোন কিছু বলে। সেটা হয়তোবা আমি মেনে নেব। কিন্তু আমি ভুল করেছি সেটাও আমি মেনে নেব। ভুল থেকে শিক্ষা গ্রহণ করবো। ভবিষ্যতে কাউকে কোনরকম কোন কিছু করার প্রয়াস করা তো দূরের কথা। তার কাছ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখার চেষ্টা করব।

কেননা বর্তমান সময়ে এসে একটা জিনিস বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি, ১০ দিনের মধ্যে ৯ দিন যদি কারো উপকার করা হয়।একদিন যদি কোন সমস্যা হয়। সবাই ওই নয় দিনের কথা ভুলে গিয়ে, একদিনের কথাই মনে রাখে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 7 months ago 
  • একদমই ঠিক বলেছেন আপনি মানুষ উপকারের কথা ভুলে যায়। সামান্য যদিও মনের অজান্তে ভুল হয়ে যায় সেটা আজীবন মনে রাখে। তবে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই। মন খারাপ করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59304.77
ETH 2534.68
USDT 1.00
SBD 2.41