My weekly report (Moderator )|| 11 May 2024||

in Incredible Indialast month

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyXBkkKh5kn3mZ7AJarYvkbLQHDEdtEmTYuq2frq885RkNtgXkxWms24woPuv...q3mXFEthbRQdEwmuzJHuADmMNgHWjnaixtbNStHRFAgmDafpLttLYmeHwxyweJ43dVMYPC2XUDEWWpi3DNHrYtbKvekg3R4CTeXngEuqKdZ8fweG5CMX4dvbjt.png

হ্যালো স্টিমিট বন্ধুরা

সময় চলমান,সে তার নিজস্ব গতিতেই চলছে। মনে হচ্ছে,এই তো সেদিন মাএ আমার সাপ্তাহিক রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে টেরই পেলাম না কি ভাবে এটা সপ্তাহ পার হয়ে গেল চোখের নিমেষেই।যাই হোক বন্ধুরা, কিছু ই কারোর জন্য থেমে থাকে না তাই না বন্ধুরা।

যাই হোক,আমি গত সপ্তাহে ব্যক্তিগত কারণে খুব একটা সময় দিতে পারিনি কমিউনিটিতে। তারপর ও চেষ্টা করছি আমার কাজের বিবরণ সম্বলিত একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে টিউটোরিয়াল ক্লাস।

টিউটোরিয়াল ক্লাস:

দক্ষতা এমনি এমনিই তৈরি হয় না ,সঠিকভাবে এবং ধারাবাহিকতা বজায় রেখে কোন কাজ করলেই দক্ষতা অর্জন হয়। আর টিউটোরিয়াল ক্লাস হচ্ছে দক্ষতা অর্জনের মূল হাতিয়ার। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। তাই আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে হয় এবং প্রতিদিনই নতুনের সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি ও নিজেকে নতুন পরিবেশের সাথে খাপ খায়িয়ে নেওয়ার চেষ্টা করছি ।সেজন্য আমাদেরকে প্রতিনিয়তই পরিবর্তন হতে হচ্ছে , পরিবর্তনের ডাকে।

Picsart_24-05-11_15-58-32-574.jpg

তাই যত ঝামেলাই থাকুক না কেন বা যত ব্যস্ততাই থাকুক না কেন বিশেষ কোনো কারণ ছাড়া টিউটোরিয়াল ক্লাস গুলো সাধারণত বাদ পড়ে না আমাদের কমিউনিটি তে। গত বুধবারেই ছিল আমাদের টিউটোরিয়াল ক্লাস। এবং আমাদের কো-এডমিন ম্যাম নতুন অনেক তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন , যা প্রতিটি ইউজারের জন্য ই খুবই গুরুত্বপূর্ণ ছিল।

নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে এই ধরনের ক্লাসের বিকল্প নেই ।তাই আমি মনে করি টিউটোরিয়াল ক্লাসগুলোতে অনুপস্থিত থাকা মানে নিজে পিছিয়ে পড়া। তাই সকলকেই অনুরোধ করব সঠিক সময়ে টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকার জন্য ।

হ্যাং আউট:

হ্যাঁং আউট টি হচ্ছে একটি বিনোদনমূলক ক্লাস। যেহেতু আমাদের কমিউনিটিতে চ্যালেঞ্জ চলছে। তাই আপাতত হ্যাংআউট হচ্ছে না অথ্যাৎ হ্যাং আউট এর পরিবর্তে টিউটোরিয়াল ক্লাস হয়েছে। তবে আমার বিশ্বাস আমাদের এডমিন ম্যাম বিশেষ চমক নিয়েই আসবে আমাদের মাঝে। কারণ ওনার প্রতিটি বিষয়ে ধারণা রয়েছে, যেহেতু গত সপ্তাহে হ্যাংআউট হয়নি , তাই উনি আমাদের জন্য কোন না কোন সারপ্রাইজ নিয়ে ই আসবেন। এর কারণ হচ্ছে প্রতিটি হ্যাংআউটে ব্যতিক্রমধর্মী এমন কিছু করেন যা সম্পর্কে উনি পূর্বে কারো সাথেই শেয়ার করেন না। এর ফলে প্রতিটি ইউজার খুব ইনজয় করে এই বিনোদনমূলক অনুষ্ঠানটি ।

কমিউনিটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন কালে যে বিষয় গুলো নজরে পরেছিল:

যে কোন কাজ করতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমিও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এবং তা সমাধান করার ও চেষ্টা করেছি।

Picsart_24-05-11_16-47-08-499.jpg

কারোর ভোটিং সি,এস,আই নেই, আবার কারোর হ্যাশট্যাগে বানান ভুল , আবার কেউ সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করিনি ইত্যাদি।

আমার বিগত সাপ্তাহের পোস্ট যাচাইকরণের তালিকা:

হঠাৎ করে আমার ছোট মেয়েটা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তাই মেয়েকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা চলে যায় এর মাঝেও আমি সঠিক সময়ে পোস্টিং করার চেষ্টা করেছি। আপনাদের মাঝে পেশ করলাম।

DatePost Count
👉05-05-202406
👉06-05-202408
👉07-05-202408
👉08-05-202406
👉09-05-202405
👉10-05-202410

একজন ইউজার হিসেবে কমিউনিটির মধ্যে আমার বিগত সপ্তাহের পোস্ট:-::

NoDatTitleThumbnail
105-05-2024weekly report
206-05-2024Creativewriting
307-05-2024life style
408-05-2024Lifestyle
509-05-2024life style
610-05-2024contest

আমি পূর্বে ই উল্লেখ করেছি যে, আমার পারিবারিক ভাবে একটু সমস্যা থাকার কারণে আমার কমিউনিটির কাজে একটু ব্যাঘাত ঘটেছে।

উপসংহার:


পরিশেষে বলতে চাই ,আমি আমার মতন করে বিগত সপ্তাহের কার্যক্রমের কিছু অংশ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ।আশা করছি আপনাদের ভালো লাগবে ।সবাইকে অসংখ্য ধন্যবাদ ।আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই পোস্টটি পড়ার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের উৎসাহই আমার একমাত্র ভরসা।

Sort:  
 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সাপ্তাহিক রুটিন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পোস্টে ট্যাগ জাতীয় একটি বিষয় আমার বিশেষ করে নজর কেড়েছে। পোস্ট করার সময় যদি একটু ভালোভাবে সবকিছু যাচাই-বাছাই করে পোস্ট করা হয় তাহলে আর এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় না। আমরা দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যাই তাই তাড়া হুড়ায় পোস্ট করে বেরিয়ে যেতে চাই তাই আমাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সাপ্তাহিক রুটিন আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last month (edited)

এই সপ্তাহ আপনি আপনার সাপ্তাহিক রিপোর্টের ডিটেলস আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আপনার মেয়ে অসুস্থ থাকার পরও আপনি আপনার ব্যাক্তিগত এবং কমিউনিটি কর্তৃক অর্পিত দায়িত্ব খুবই চমৎকার ভাবে পালন
করেছেন, যা আসলেই প্রশংসার দাবিদার।
আচ্ছা ঠিকই বলেছেন হ্যাংআউট এবং টিউটোরিয়াল ক্লাস বিশেষ করে টিউটোরিয়াল ক্লাসটা আমাদের একদমই ফাঁকি দেওয়া উচিত না আমাদের নিজেদের কল্যাণেই।
এত চমৎকার ভাবে এই রিপোর্টটি আমাদের মাঝে মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো এবং সুস্থ থাকবেন সবসময় এই শুভকামনা রইল আপনার জন্য।

Loading...

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 last month 

হ্যাংআউট এর পরিবর্তে টিউটোরিয়াল ক্লাস এর সেই দিনে দেওয়া হয়েছে কেননা বর্তমানে এনগেজমেন্ট চ্যালেঞ্জ কমিউনিটিতে চলমান। এই কারণে প্রচুর ব্যস্তর মধ্যে থাকতে হচ্ছে।

এছাড়াও পোস্ট ভেরিফিকেশন করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন অর্থাৎ কেউ ভোটিং CSI মেইনটেইন করতেছে না আবার কেউবা ট্যাগ সংক্রান্ত সমস্যা রেখেছে এগুলো নিয়েও কথা হয়েছে। আপনার নিজের অ্যাক্টিভিটিসহ তুলে ধরেছেন চমৎকারভাবে।

 last month 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রিপোর্ট পড়লে অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।
বিশেষ করে আপনি হ্যাশট্যাগ নিয়ে অনেক তথ্য শেয়ার করেছেন যেগুলো আমাদের জন্য খুব প্রয়োজনীয়।
এত ব্যস্ততার মাঝেও এই কমিউনিটির সাথে সক্রিয়তার মাঝে কাজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

বরাবরের মতো আবারো আপনি আপনার সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার পোস্ট পরিদর্শন করেই বোঝা যায়, আপনি কমিউনিটির মধ্যে কতটা সংক্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন।

আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা জিনিস মাথায় রেখে, সঠিকভাবে কমিউনিটিতে কাজ করা। অনেকেই আছে একটা পোস্ট করে দিয়ে তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যায় না। অনেকেই আছে টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হয় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি, ভুলটা কিন্তু তাদেরই বেশি হয়।

কমিউনিটি থেকে আমরা যতটুকু পেয়েছি, তার জন্য অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত, এবং কমিউনিটির যে নিয়মগুলো রয়েছে। সেগুলো সঠিকভাবে পালন করা উচিত। ধন্যবাদ সাপ্তাহিক রিপোর্ট এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট টা খুব সুন্দর করে উপস্থাপন করার পাশাপাশি বর্ণনা করার জন্য। ভালো থাকবেন

 last month 
  • আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54