Better Life with Steem|| The Diary Game||15 July 2024||

in Incredible Indialast month
IMG_20240717_002038.jpg

Hello friends

আবার ও চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আমার আজকের দিনের কার্যক্রম শেয়ার করার জন্য। মন ভাল থাকলে সবই ভালো থাকে, একটি বিশেষ কারণে মনটা খুব খারাপ ।তাই পোস্ট লিখতে ও ইচ্ছে করছে না। তারপরও অনেকটা মনের সাথে যুদ্ধ করেই লিখতে বসলাম। একটু নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য। দেশের বর্তমান পরিস্থিতিও খুবই খারাপ তাছাড়া আপনারা সকলে জানেন আমার ছোট মেয়েটা ঢাকা ভার্সিটিতে পড়ে ।বিভিন্ন কারণে অনেক চিন্তার মধ্যেই আছি ।সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সব কিছুর সঠিক ফয়সালা দান করেন।

সকালের কার্যক্রম সমূহ

যাইহোক বন্ধুরা যেহেতু আমার স্কুলে পরীক্ষা চলছে তাই সকালে রেডি হয়ে স্কুলে চলে গেলাম পরীক্ষা নেওয়ার জন্য। যেহেতু দিনের বেশিরভাগ সময় স্কুলে কাটাবো তাই স্কুলে যাওয়ার আগে মোটামুটি

IMG20240715075711.jpg

অনেকগুলো কাজই আমাকে সেরে যেতে হয় ,কারণ স্কুল থেকে এসে ওই কাজগুলো করতে আর ভালো লাগেনা। আজকের সকালের নাস্তা ছিল রুটি আমি বেশিরভাগ সময়ই সকালের নাস্তাটা রুচি দিয়েই করি।

IMG20240715075211.jpg

নাস্তা খেয়ে দুপুরে রান্নাটা সাথে সাথে সেরে ফেলেছি। কারণ আমি দুপুরে এসে রান্না করার সময় পাবো না। এসে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার খেতে হয়। তাই স্কুলে যাওয়ার আগেই আমি রান্না শেষ করে ফেলি বাকি যতোটুকু থাকে খালাকে বুঝিয়ে দিয়ে যাই খালা সেই গুলো মোটামুটি করে ফেলতে পারে।

দুপুরের কার্যক্রম সমূহ

আমার স্কুলে মূল্যায়ন উৎসব চলছে,তাই বাচ্চারা প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা বসে মূল্যায়ন পরীক্ষা দিচ্ছে। বাচ্চারা তো ওদের মত করে লিখছে ,কিন্তু আমরা যারা শিক্ষক তাদের তো ৫ ঘন্টা কাটানো বড়ই মুশকিলের ব্যাপার। অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাছাড়া প্রথম এরকম পরীক্ষা নিচ্ছি।

IMG20240715114606.jpg
IMG20240715114432.jpg

আমার জন্য বিষয়টা একেবারেই নতুন। হঠাৎ করে প্রচন্ড ঘুম পাচ্ছিল ।কিন্তু পরীক্ষার হলে তো আর ঘুমানোর সময় নেই । সম্ভাবনাতো নেই ই এটা কল্পনা করাই তো বোকামি। তাইতো মনকে হালকা করার জন্য বা ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য কয়েকটি ছবি তুলে নিলাম। তারপর অফিস রুমে চলে গিয়েছিলাম চা খেতে ।কারণ চা খেলে ঘুম কেটে যাবে চায়ের সাথে বিস্কিট ও ছিল। পরীক্ষা চলাকালী সময় আমাদের স্কুলে চা বিস্কুটের ব্যবস্থা করা হয়।

সন্ধ্যা ও রাতের কার্যক্রম সমূহ

আজ সন্ধ্যার নাস্তা টা ছিল বড়ই মজাদার নিজের হাতে তৈরি করা ডেলিসিয়াস খাবার। ভেজিটেবল স চিকেন ফ্রাই । এই সময় বাজারে খুব একটা সবজি পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করে ফ্রাইড রাইস রান্না করার জন্য পেঁপে ,ক্যাপসিকাম ,ও বরবটি কিনে নিয়ে এসেছি। মেয়েদের পছন্দ মত সবজি কিনে এনেছি ।কারণ তারা বিকেল বেলা বাসায় চাইনিজ খাবার রান্না করবে। তাছাড়া ইদানিং আমার খুব বেশি রান্না করতে যেতে ইচ্ছে করে না ।তাই অনেকটা ওদের কাছে দিয়ে রেখেছি ওরা যেরকম করে রান্না করেছে তাতেই আলহামদুলিল্লাহ।

IMG20240715210737.jpg

সন্তানের হাতের যে কোন খাবারই অসাধারণ লাগে। সত্যিই খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। কিন্তু আপনাদের সাথে পোস্ট করতে পারিনি একটু বিলম্ব হয়ে গেল ।তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আজকের দিনের কার্যক্রম গুলো আপনাদের সময় ও ধৈর্য নেই পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি ,শুভরাত্রি।

Sort:  
Loading...

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 last month 

স্কুলে যাওয়ার আগে বাড়ির কাজগুলো করে যাওয়াই ভালো, স্কুল থেকে এসে আর বাড়ির কোন কাজ করার ইচ্ছা হয় না, সকালে রুটি দিয়ে নাস্তা খাওয়া খুবই ভালো, পরীক্ষার সময় ক্লাস না নিলেও পরীক্ষার হলে ব্যস্ত সময় পার করতে হয়, ধন্যবাদ আপনার সারাদিনের কার্যকর আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63707.00
ETH 2746.91
USDT 1.00
SBD 2.64