You are viewing a single comment's thread from:

RE: What should be done if bitten by a snake?

in Incredible India9 months ago

এটা জেনে ভালো লাগল আমার পোষ্টটি আপনার উপকারে আসবে।এটা আসলেই সবার জানা থাকা জরুরি। কারন বিপদ আপদ যেকোনো সময় আসতেই পারে।
সাপ বর্তমানে আরও বেশি বেড়েছে। তাই সাপের কারনে যাতে মৃত্যু না ঘটে তার জন্য আমাদের সচেতন হতে হবে।
ধন্যবাদ আপনাকে।

Sort:  
 9 months ago 

কি আর বলবো বর্তমান সময় নোয়াখালীতে দুই ধরনের সাপের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এইসব বেশিরভাগ ধান ক্ষেতের মধ্যে থাকে আর যদি একবার কামড় দেয় তাহলে নাকি ৯০ মিনিটের মধ্যে মারা যায়। যেটা আমি শুনেছি এবং বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে। আমি ঠিক জানিনা কতটুকু সঠিক, তবে আমার মনে হয় সতর্ক থাকা উচিত।

তাহলে তো খুবই বিপদজনক একটা সংবাদ এটা।কি সাপ দেখা যায় ওখানে?
কিছু সাপের কামড়ে অনেক দ্রুত রক্তকনিকা ভেঙে যায়,যার ফলে দ্রুত মৃত্যু ঘটে।
সাবধানে থাকবেন আপু,ভালো থাকুন।

 9 months ago 

সাপের নাম কথা উল্লেখ করা ছিল না। তবে সাপের ছবি ছিল, দুইটা সাপ একই রকম তারা দুইজন নাকি একই সাথে চলাফেরা করে। বিশেষ করে যতজন দেখেছে সবাই দুইজনকে একসাথে দেখেছে। এবং কামড় দিলেও দুইজন এক সাথেই কামড় দেয়। যার কারণে অতি তাড়াতাড়ি বেশ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এবং মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি।

বেশ ভয়ানক ব্যাপারতো।এরকম টা কখনো শুনিনি আগে।আপনার সব সময় সাবধানে থাকবেন, আর ছেলে মেয়েদেরও সাবধানে থাকার পরামর্শ দিবেন।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

 9 months ago 

হ্যাঁ এটা খুবই ভয়ানক একটা ব্যাপার সাবধানতা অবলম্বন করে থাকার চেষ্টা করি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের কপালে কি রেখেছে সেটা আমরা কখনোই বলতে পারি না। অবশ্যই নিজের সাবধান থাকি এবং পরিবারকে বলি সবসময় সাবধান থেকে চলাফেরা করার জন্য। কখন কি হয় সেটা কেউ জানে না।

সৃষ্টিকর্তা কপালে যা লিখেছেন সেটা যেভাবে হোক হবেই সৃষ্টিকর্তার উপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই।তবে আমাদের উচিৎ সাবধানে চলা। তাহলে সব কিছু ঠিক থাকবে।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61852.16
ETH 2402.53
USDT 1.00
SBD 2.60