What should be done if bitten by a snake?

in Incredible India8 months ago
Hello Friends

pexels-pixabay-80474.jpg

Source

Consistently many individuals pass on because of snake bites in our country. Snakebite death are more normal in village than in urban communities. Absence of mindfulness, absence of legitimate treatment or defer in seeking treatment is one of the reasons for death because of venomous snake bites. There is still a superstition in many villages, if bitten by a snake, one should take it to Ojha. Many individuals don't have the idea how to treat snake bites scientifically or what to do assuming that they are bitten by snakes. Thus, by and large the patient, however there is an opportunity of survival, dies on simply because of absence of knowledge.

The victim must be repeatedly reassured and encouraged, not allowed to panic. People can die from mental trauma after being bitten by a non-venomous snake. Most of the snakes in Bangladesh are non-venomous, few snakes are venomous. Again, venomous snakes may fail to inject enough venom. By telling these things the patient can be reassured.

pexels-skyler-ewing-8338549.jpg

Source

Let's see what we should do if bitten by a snake:

The affected limb must be immobilized. If the hand is bitten, the hand cannot be moved. When bitten on the leg, you cannot walk, you have to sit still.

The affected part should be patched with the help of bandage with a little pressure. This is called pressure immobilization. If a bandage is not available, a towel, veil or similar can be used.The affected area should be gently washed with soap or gently wiped with a wet cloth.

Remove watches or ornaments or talismans, clothes etc.Keep the patient in a semi-sedated position. If the patient is not breathing, administer mouth-to-mouth resuscitation.

pexels-anil-sharma-10509708.jpg

Source

If you have already killed the snake, bring it to the hospital. Can't be caught by hand in any way. Some snakes pretend to die. But don't waste time killing the snake.The affected person should be taken to the hospital as soon as possible.

Again we do something without knowing it, which becomes harmful for the patient. So it is important to have a correct understanding in this regard. For example-

No tight knots of any kind shall be given. Usually, if the hand or foot is bitten, the bite is tied up with a rope or something similar, so that the venom does not spread. But it has no scientific basis. Rather it causes blockage of blood flow to the hands/feet. As a result, the lack of blood flow can lead to tissue necrosis.

So friends, that's it for today. Let me know in the comments what you think of my post.

Thanks
Sort:  
 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। সাপে কামড় দিলে অধিকাংশ লোকই
মারা যায় অজ্ঞতার কারণে। ওকে অনেকগুলো
বিষয় তুলে ধরেছেন। এ বিষয়গুলো ফলো
করলে মৃত্যুর হাত থেকে বাঁচাও অনেকাংশই
সম্ভব। আমি কোন এক বিজ্ঞান বইয়ে পড়েছিলাম সাপে কামড় দিলে কি কি করতে
হবে। সেখানে উল্লেখ্য ছিল, যেখানে সফল কামড় দিবে ওই তার শক্ত করে ভালোমতো বেঁধে নিতে হবে যাতে শরীরের অন্য জায়গায় সে বিষ না সরাতে পারে। বেশি বেশি করে ক্ষতস্থান দ্রুত
হবে। দ্রুত নিকটস্থ হসপিটালে যেতে হবে। এখন হিংস জীবজন্তু বা পশু দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ইনজেকশন দেওয়া হয়। যাতে কোন মারাত্মক সমস্যা সৃষ্টি না হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে পোস্টটি মনোযোগ সহকারে পড়ে মন্তব্য করার জন্য। সাপের কামড়ে বহু লোকের মৃত্যু হয় আমাদের দেশে।বেশিরভাগই মারা যায় অজ্ঞতার কারনে।তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
আশা করি পোস্টটি অনেকের কাজে লাগবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

 8 months ago 

নিঃসন্দেহে, অনেকেরই কাজে লাগবে। আমি আপনার পোস্টটি সব পড়ে অনেক কিছু জানতে পেরেছি ।এত বিস্তারিত আগে জানতাম না । হালকা পাতলা ধারণা ছিল তবে এত কিছু জানা
ছিল না। ধন্যবাদ আপনাকে।

খুব ভালো লাগে তখন, যখন দেখি আমার কোনো পোস্টের মাধ্যমে কেউ উপকৃত হয়।আমি যতটা বিস্তারিত সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি।
ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন।

 8 months ago 

একদমই ঠিক বলেছেন আপনি। আমাদের পোস্ট করে যদি অন্য কেউ উপকৃত হয় তাইলে আমাদের পোষ্টের সার্থকতা খুঁজে পাই। আমারও খুব ভালো লাগে যখন আমার পোস্টগুলো পড়ে সুন্দর সুন্দর কমেন্টস করে এবং বলে যে উপকৃত হয়েছি।

জীবনের প্রতি ক্ষেত্রেই এই প্রশংসা আমাদেরকে দ্বিগুণ উৎসাহিত করে সেই কাজের পুনরাবৃত্তি ঘটানোর জন্য। আর এই প্লাটফর্মে কাজ করার পর থেকে এমন কথা বার বার শুনি যেটা অবশ্যই অনেক ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

একদম ঠিক, কোন কাজে স্বীকৃতি পেলে, তা ভালো লাগে। প্রশংসা এমন একটি জিনিস যা কাজের গতিকে বাড়িয়ে দেয়। উৎসব উদ্দীপনা র সাথে কাজ করতে ইচ্ছে করে। গুরুত্বপূর্ণ ছিল পোস্টে আসলে।

Loading...
 8 months ago 

প্রিয় ভাই, আমাদের দেশের কমন একটি সমস্যা নিয়ে আপনি আজ অনেক সুন্দর একটি আলোচনা করেছেন। সাপে কামড়ানো নিয়ে আমাদের দেশে অনেক কুসংস্কার রচিত আছে। বিশেষ করে গ্রামে। গ্রামের মানুষগুলোই কিন্তু সাপের কামড়ে বেশি মারা যায়। আপনি নিজেও সেটি উল্লেখ করেছেন। এর প্রধান কারণ হলো সঠিক চিকিৎসার অভাব। আমরা অনেকেই ওঝায় বিশ্বাসি। কিন্তু এটি কখনো বেটার কিছু আমাদের দিতে পারে না।

আপনি সাপে কামড়ালে কী কী করতে হবে তা আমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলেছেন। আপনার লিখাটি পড়ে নতুন করে আবারো কিছু বিষয় জানলাম। ভালো থাকবেন ভাই।

ধন্যবাদ ভাই আমার পোষ্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলে সাপে কামড়ালে প্রথম কাজই হলো ওখানে হালকা করে বেধে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।কিন্তু গ্রামের মানুষ ডাক্তারের কাছে না গিয়ে ওঝা/বৈদ্যর কাছে যায়।আর তার পরিনতি হয় খারাপ।

তাই সচেতন হতে হবে আমাদের।ভালো থাকবেন,সুস্হ থাকবেন।

People often die due to mental trauma after being bitten by non-venomous snakes. Several villagers die every year due to snake bites. Victims should not be taken to so-called ojhas; instead, they should be taken to the nearby hospital or health center to receive an anti-venom injection. This way, their lives can be saved.

Thank you for reading my post carefully and giving such a nice comment. Village people take the snake bitten patient to Ojha. In these cases most of the people die due to this mistake. So we have to be aware that the snake bitten should be taken to the hospital as soon as possible.

 8 months ago 

আজকে আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে জানতে পারলাম। সাপে কামড় দিলে আমাদের কি কি করা উচিত। আসলে বর্তমান সময়ে আমরা অনেকেই এই বিষয়টা জানিনা। যার কারণে সঠিক চিকিৎসা না থাকার কারণে অনেক মানুষ মারা যায়। আসলে আমরা সঠিক চিকিৎসা করতে পারি না। মূলত বিষয় হচ্ছে এইটা, ধন্যবাদ আপনাকে চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য। আপনার পোস্ট পড়ে অনেক বেশি উপকৃত হলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি এরকম কোন পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয়। তাহলে কাজে লাগাতে পারবো। ভালো থাকবেন

এটা জেনে ভালো লাগল আমার পোষ্টটি আপনার উপকারে আসবে।এটা আসলেই সবার জানা থাকা জরুরি। কারন বিপদ আপদ যেকোনো সময় আসতেই পারে।
সাপ বর্তমানে আরও বেশি বেড়েছে। তাই সাপের কারনে যাতে মৃত্যু না ঘটে তার জন্য আমাদের সচেতন হতে হবে।
ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

কি আর বলবো বর্তমান সময় নোয়াখালীতে দুই ধরনের সাপের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এইসব বেশিরভাগ ধান ক্ষেতের মধ্যে থাকে আর যদি একবার কামড় দেয় তাহলে নাকি ৯০ মিনিটের মধ্যে মারা যায়। যেটা আমি শুনেছি এবং বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে। আমি ঠিক জানিনা কতটুকু সঠিক, তবে আমার মনে হয় সতর্ক থাকা উচিত।

তাহলে তো খুবই বিপদজনক একটা সংবাদ এটা।কি সাপ দেখা যায় ওখানে?
কিছু সাপের কামড়ে অনেক দ্রুত রক্তকনিকা ভেঙে যায়,যার ফলে দ্রুত মৃত্যু ঘটে।
সাবধানে থাকবেন আপু,ভালো থাকুন।

 8 months ago 

সাপের নাম কথা উল্লেখ করা ছিল না। তবে সাপের ছবি ছিল, দুইটা সাপ একই রকম তারা দুইজন নাকি একই সাথে চলাফেরা করে। বিশেষ করে যতজন দেখেছে সবাই দুইজনকে একসাথে দেখেছে। এবং কামড় দিলেও দুইজন এক সাথেই কামড় দেয়। যার কারণে অতি তাড়াতাড়ি বেশ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এবং মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি।

বেশ ভয়ানক ব্যাপারতো।এরকম টা কখনো শুনিনি আগে।আপনার সব সময় সাবধানে থাকবেন, আর ছেলে মেয়েদেরও সাবধানে থাকার পরামর্শ দিবেন।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

 8 months ago 

হ্যাঁ এটা খুবই ভয়ানক একটা ব্যাপার সাবধানতা অবলম্বন করে থাকার চেষ্টা করি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের কপালে কি রেখেছে সেটা আমরা কখনোই বলতে পারি না। অবশ্যই নিজের সাবধান থাকি এবং পরিবারকে বলি সবসময় সাবধান থেকে চলাফেরা করার জন্য। কখন কি হয় সেটা কেউ জানে না।

সৃষ্টিকর্তা কপালে যা লিখেছেন সেটা যেভাবে হোক হবেই সৃষ্টিকর্তার উপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই।তবে আমাদের উচিৎ সাবধানে চলা। তাহলে সব কিছু ঠিক থাকবে।
ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

সাপে কামড়ালে কি করতে হবে এ বিষয়ে আপনি বিশদ ভাবে বর্ণনা করেছেন। তবে নাটক সিনেমা দেখে অনেকে মনে করে সাপের বিষ মুখে দিয়ে বের করা যায়। কিন্তু এটা প্রায় অসম্ভব। সাপে কামড়ালে শক্ত করে সাপে কাটা অংশের ওপরে বেঁধে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এন্টিভেনম ওষুধের মাধ্যমে সাপের বিষপূর্ণ রূপে ধ্বংস করা যায়। চমৎকার একটি বিষয় নিয়ে আপনি লিখেছেন ।খুব ভালো লাগলো পড়ে।

হ্যাঁ, বাংলা সিনেমা স্টাইলে যদি কেউ মুখ দিয়ে বিষ তুলতে যায় তাহলে তো সেটা অসম্ভব হবে তাই কেউ এই অবান্তর নিয়ম ফলো করবেন না।যত তাড়াতাড়ি সম্ভব এন্টিভেনম ইনজেকশন দিবেন।
ভালো থাকবেন।

 8 months ago 

সাপে কামড় দিলে কি করতে হয় জানা ছিলো কিন্তু এতো বিস্তারিত জানা ছিলো না।আপনার লেখা পড়ে এ বিষয়ে বিস্তারিত ধারণা পেলাম। সেই সাথে আমার মতো অনেকেই উপকৃত হবে আপনার লেখা পড়ে।
এত চমৎকার একটা লেখা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য। এটা জেনে খুচি হলাম যে সাপে কাটলে কি করতে হবে তা আমার পোষ্টের মাধ্যমে জানতে পেরেছেন।
আশা করি এটা মাথায় রাখবেন সব সময়।
সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।

 8 months ago 

রিপলাই দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59185.02
ETH 2522.04
USDT 1.00
SBD 2.47