Steem engagement challenge-S12/W6|"The grand festival in my country."

in Incredible Indialast year (edited)
20231013_164342_0000.pngedit canva

আমি সর্বপ্রথম এডমিন ম্যাম কে ধন্যবাদ জানাতে চাই, তিনি আজকে আমাদের জন্য এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন- 12/W6- এর ষষ্ঠ এবং শেষ এনগেজমেন্ট চ্যালেঞ্জ আমাদের মাঝে নিয়ে এসেছেন। এবারের এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর বিষয়টি খুবই চমৎকার।

আজকের এই প্রতিযোগিতায় আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। @mdimran1 @sakib012 @mdrasel442

What is the grand festival in your country, and how do you celebrate that festival?(Mention some rituals if you follow)
pexels-photo-2989625.jpegpexels

পৃথিবীতে যত দেশ রয়েছে প্রতিটি দেশেই বড় বড় কোন না কোন উৎসব হয়ে থাকে। আর এই উৎসবগুলো ধর্ম অনুযায়ী হয়ে থাকে একেক ধর্মের একেক রকম উৎসব হয়। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী রয়েছি তাদের প্রতি বছরে দুটি সবচাইতে বড় উৎসব হয়; ঈদুল ফিতর ও ঈদুল আযহা। সেইসাথে প্রতি সপ্তাহে শুক্রবারে দিন ও আমাদের অনেক আনন্দের কারণ আমাদের হাদিসে রয়েছে শুক্রবারে দিন গরিবের হজের দিন। আর অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের বছরে উৎসব আরো বেশি হয়ে থাকে।

দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর আসে আর এই ঈদুল ফিতরের প্রতি আমাদের একটা অন্যরকম আনন্দ কাজ করে। যারা একমাস রোজা রাখে তাদের কাছে এটি সবচাইতে আনন্দের ও খুশির দিন। আর এই ঈদুল ফিতরের ঠিক ২ মাস ১০ দিন পর ঈদুল আযহা আসে। ঈদুল আযহা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকে কারণ এটা আমাদের সবচাইতে বড় উৎসব। ঈদুল আযহা তে আমরা আল্লাহর রাস্তায় পশু কুরবানী করে থাকি। তাই আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা পরিকল্পনা থাকে একেক জন একেক একটি পশু কুরবানীর জন্য চিন্তা ভাবনা করে।

আমরা বছরে এই দুইটা দিন সবচাইতে বেশি আনন্দ করে থাকি। আর আমাদের এই দুইটা দিন নিয়ে অনেক বড় বড় পরিকল্পনা থাকে। এই দুইটা দিন আমরা আমাদের যত আত্মীয়-স্বজন আসে না কেন সবার সাথে যোগাযোগ করি এবং সবাই সবার বাসায় যেয়ে ঈদ উদযাপন করে থাকি। আর এইটা দুইটা দিন আমাদের সবচাইতে স্মরণীয় হয়ে থাকে। আমরা এই বিশেষ দুইটা দিনে অনেকে বিশেষ কিছু কাজ করে থাকে যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে রাখার জন্য।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN (1).png

Would you love to go on a vacation during this festive period, or would you love to stay in your country and celebrate the festival with your family? Give the reason behind your choice.
pexels-photo-8995838.jpegpexels

আমাদের মধ্যে অনেকেই রয়েছে তারা তাদের জীবিকার তাগিদে পরিবার রেখে বাইরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমারও কিছু আপন মানুষ আছে তারা তাদের জীবিকা নির্বাহ জন্য বাইরে থাকে। আমি তাদের মধ্যে দেখি যখন ঈদুল ফিতর ও ঈদুল আযহা আছে। তখন তাদের মধ্যে একটা আলাদা অনুমতি দেখতে পায়। তারা এই দুইটা দিন পরিবারের সাথে কাটানোর জন্য সব রকম কষ্ট সহ্য করে বাসায় আসে এবং পরিবারের সাথে ঈদ উদযাপন করে।

আমার বোন এবং ভাই বাইরে থাকে যখন বছরে এই দুইটা দিন আসে তখন তাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ দেখতে পাই। তারা প্রতিদিনই ফোন করে তাদের পরিকল্পনা বলে এবার বাসায় এসে কি কি করবে কোথায় কোথায় যাবে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে। যারা বাইরে থাকে সবচাইতে বেশি এই দুইটি দিনের জন্য অপেক্ষায় থাকে। আর এই আনন্দটা সবার সাথে ভাগ করার জন্যই তারা পরিবারে আসে।

আমি দেখেছি যারা বাহিরে থাকে তারা প্রতিবছরে ই এই দুইটা দিনে বাসায় আসে যত কষ্ট হোক না কেন। শুধুমাত্র ঈদের আনন্দটা সবার ভাগ করে নেওয়া জন্য।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN (1).png

Share with us if you have any memorable moments related to the festival
pexels-photo-2895295.jpegpexels

ঈদুল ফিতর নিয়ে আমার একটা স্মৃতি রয়েছে। একবার ইদুল-ফিতরের দিন সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যখন মাঠে যায়। আর দেখি সবকিছু ভিজে শেষ। এই জন্য মসজিদের ভেতর নামাজ পড়াচ্ছে কিন্তু এত পরিমাণ মানুষ হয়েছে যে একসাথে নামাজ পড়ানো সম্ভব না। সেইজন্য কয়েক দফায় নামাজ পড়ায়। নামাজ পড়তে পড়তে প্রায় দুপুর হয়ে যায়।

ঈদুল ফিতর হলো আমাদের কোরবানীর ঈদ আর আমরা নামাজ শেষ করে এসে কুরবানী দিয়ে থাকি। আমরা নামাজ শেষ করে যখন বাসায় আসি তখন কিছুটা বৃষ্টি থামে আর আমরা ওই মুহূর্তে কোরবানি দেই কোরবানি দেওয়ার কিছুক্ষণ পর এত পরিমান বৃষ্টি নামে যে আমাদের যে পশুগুলো ছিল সব একদম ভিজে যায়।। আমার কাছে এই দিনটি সবচাইতে বেশি আনন্দের ও কষ্টের ছিল এটি আমার কাছে সবচেয়ে স্মৃতিময় হয়ে আছে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN (1).png

তো বন্ধুরা আজকের প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল তার আলোকে আমি সবগুলো বিষয়ের উপর সঠিক ও সুন্দরভাবে লেখার চেষ্টা করেছে। জানিনা কতটুকু করতে পেরেছি কিন্তু আমি চেষ্টা করেছি সবগুলো বিষয়ের উপর সঠিকভাবে লেখার।

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMtnH7nFEXKcWLyTh4cS9yyByJjpmP4e7FNXcRMS8X1kXLftzCMS3ucbFmVpgG...vrGr6outJQdYHNmS4v9wUp9JbZ1E3h2WvMtQuv1kFRcjE1g17AxSGF6nL3TzrmRhvnpiaXcfpZjJUXK9m477gjBcgkwRQhSEFxh5P6tbghBf3HuXgcaf8JTEzi.png

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

Thank you so much 😊

আপনার ও পৃথিবীর সব দেশের মত ভারতীয় মুসলিম ধর্মীয় মানুষেরা ঈদুল ফিতর পালন করেন। আশাকরি আপনাদের প্রতিবারের মত এবারও উৎসব মহা সমারোহে পালিত হবে। আপনার শুভকামনা করি।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসনীয় কমেন্ট করার জন্য।

 last year 

আসলে সত্যি একজন মুসলমান হিসেবে আমাদের সবচাইতে বড় অনুষ্ঠান হচ্ছে ঈদুল ফিতল এবং ঈদুল আযহা। আপনি বলেছেন এই সময়টাতে আপনি একটা পরিবারের সাথে কাটাতে অনেক বেশি পছন্দ করে। যেটা জানতে পেরে অনেক বেশি ভালো লাগলো।

কোরবানির ঈদ সম্পর্কে আপনার একটা ঘটনা রয়েছে। যেটা আপনি আমাদের সাথে উল্লেখ করেছেন। আসলে গত বেশ কয়েক বছর ধরেই বৃষ্টি হচ্ছে, তো আপনার কাছে অনেক বেশি আনন্দের মনে হয়েছে। গরু জবাই করার পরে ওই পশুগুলো ভিজে গেছে, এবং সেই বিষয়টা আপনি অনেক বেশি উপভোগ করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।।

Loading...

A great gathering 👍

 last year 

আমাদের দেশের প্রতিটি মুসলিম এর কাছে ঈদের দিনই সবচেয়ে বড়ো উৎসব। এই উৎসব এর দিনটা নিয়ে আপনি চমৎকার ভাবে লিখেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন বিষয়টি। আসলেই মহাউৎসব বলতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার কেই বুঝি থাকি।পুরো বিশ্বের মুসলিম উম্মাহর জন্য উপহার স্বরূপ আসে এই দিন গুলো। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করায় আমার অনেক ভালো লেগেছে। সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

আপনিও ভালো থাকবেন সবসময় ভাইয়া। সেই প্রত্যাশায় করি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68565.31
ETH 2455.74
USDT 1.00
SBD 2.62