আজকের পোস্টটি আপনি জীবন সংক্রান্ত নিয়ে লিখেছেন সত্যিই মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে যায় যে নিজেকে যেন একা করে দেয়।।
আর হ্যাঁ এটা একদম সঠিক বলেছেন জীবনে ভরসা করার মত মানুষ প্রয়োজন আর আমরা সবচাইতে বেশি বাবা মাকে ভরসা করে থাকি ।। আসলে পরিস্থিতি কখন কার কেমন হবে সেটা আমরা কেউ জানি না আমরা মানুষকে দেখে যেমন দেখি তার ভিতরে ঠিক অন্যটা চলে।।