সন্তানের হাসি বাবা মায়ের আনন্দের কারণ।। মাঝে মাঝে সন্তানের হাসির জন্য তাদের পছন্দের কাজগুলো করা উচিত যেমন আপনার মেয়ে বল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে।। আর বাচ্চারা অন্য বাচ্চাদের দেখলে এমনি অনেক আনন্দ পায় সেইসাথে যদি তাদের সাথে খেলতে শুরু করে তাহলে অন্যরকম এক আনন্দ তাদের মধ্যে দেখা যায়।।