You are viewing a single comment's thread from:

RE: সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে কিছু সময়

in Incredible India8 days ago

সরকারি চাকরিকে বলা হয়ে থাকে সোনার হরিণ আর এই জন্যই বলা হয়ে থাকে চাকরির শেষে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পায় প্রতি মাসে আর এটাতেই বৃদ্ধ বয়সে তারা চলে থাকে।। আসলে অনেক সময় দেখা যায় সরকারি চাকরি থাকার জন্য বয়স্ক হওয়ার পরও ছেলেমেয়েরা খোঁজ খবর রাখে আর অনেক সময় দেখা যায় বাবা-মার রোজগার না করতে পারলে তাদেরকে বৃদ্ধাশ্রম রেখে আসে।।

আর হ্যাঁ বর্তমান সময়ে শুনতেছি সরকারি চাকরির কোন পেনশন রাখবে না।। ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।।

Sort:  

বর্তমান সময়ে যারা সরকারি চাকরিতে জয়েন করবে তারা অবসর এর পর পেনশন পাবে না, তাদেরকেও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে হবে, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য, ভাল থাকবেন।

 7 days ago 

এখন অনেক কিছুর নিয়মই পরিবর্তন করা হচ্ছে হয়তো অনেক কিছু ভেবেই এমন পরিবর্তন।। যেরকম পরিবর্তন করুক না কেন সবকিছুই মেনে নিতে হবে তা ছাড়া কিছু করার নেই।।

ঠিকই বলেছেন ভাই, যত নিয়ম পরিবর্তন হোক আমরা সেটা মেনে নিতে বাধ্য, বর্তমানে এই বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করতেছে, তারপরেও নিয়ম যখন করেছে মানতে হবেই।

 7 days ago 

আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এরকম নিয়ম যত আন্দোলন করা হোক না কেন সেটার পরিবর্তন হয় না তাই আন্দোলন না করে সবকিছু মাথা পেতে নিতে হয়।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58635.35
ETH 3152.96
USDT 1.00
SBD 2.44