You are viewing a single comment's thread from:

RE: Better Life with Steem|| The Diary Game||27 may 2024

in Incredible India2 months ago

ঘূর্ণিঝড়ের পর থেকে আবহাওয়া বা একটু ঠান্ডাই আছে আর সকালে উঠতে একটু দেরি হয় যেহেতু আবহাওয়া ঠান্ডা।। আর হ্যাঁ বোন জামাইকে প্রতিদিনই একটু একটু করে হাটানো হয়।।

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এত সুন্দর হবে প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Sort:  
 2 months ago 

ঘূর্ণিঝড় হওয়ার পর আমাদের এখানে আজকে যে পরিমাণে রোদ আমরা দেখতে পেয়েছি। সেটা একেবারেই আগের মত অতিরিক্ত গরম যেটা সহ্য করার মতো না। তবে সামান্য পরিমাণে বাতাস ছিল আগের মত নয়। অবশ্যই আপনার বোনের জামাইয়ের পেছনে, এখন অতিরিক্ত সময় আপনাদেরকে ব্যয় করতে হবে। কেননা উনি এখন ভয় পাচ্ছে। যখন উনার ভয় কেটে যাবে তখন নিজেই হাঁটার চেষ্টা করবে। আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন।

 2 months ago 

অতিরিক্ত গরম আসলেই বিরক্তিকর। আর হ্যাঁ গরমের সাথে যদি বাতাস থাকে তখন একটু ভালো লাগে।। এটা একদম সঠিক বলেছে যে বোন জামাইয়ের পেছনে আরো অনেক সময় ব্যয় করতে হবে।। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হবে বলে আমরা আশাবাদী।।।

 2 months ago 

আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন সবকিছুই ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আপনাদের ও নিশ্চয়ই ধৈর্যের পরীক্ষা নেয়া হচ্ছে। তবে আগের চাইতে আপনার বোনের জামাই অনেক ভালো আছে। সেটা আপনার ফোটোগ্রাফিতে দেখে বেশ ভালো লাগছে। আশা করি খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে উঠবেন। গরমের সময় বাতাস আমাদের জন্য কতটা উপকারী। সেটা একমাত্র আমরাই বুঝতে পারি। যারা গ্রামে বসবাস করি।

 last month 

জীবনে বিপদ আসমানে পরীক্ষা আর এই বিপদে থেকে যদি সৃষ্টিকর্তা নাম স্মরণ না করা হয় তাহলে সৃষ্টিকর্তা নারাজ হয়।। তাই বিপদে পড়লে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানানো উচিত কারণ এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার থাকে।।

 last month 

আমাদের মানুষের মধ্যে একটা অভ্যাস আছে। আমরা শুধুমাত্র বিপদে পড়লে আল্লাহ তালাকে স্মরণ করি। অথচ আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে কতটা সুন্দর করেছে। আমরা বিপদে পড়লেই ওনার কাছে ফরিয়াদ করি সেজদায় পড়ে যাই। আমাদেরকে প্রত্যেকটা সময় আল্লাহতালার সেজদা করা এবং স্মরণ করা উচিত। তাহলে আমরা আরো বেশি ভালো থাকতে পারতাম। অবশ্যই বিপদের সময় নয় প্রত্যেকটা সময় আল্লাহ তায়ালাকে স্মরণ করার চেষ্টা করুন, দেখবেন জীবন আর সুন্দর হবে।

 last month 

এটা আপনি একদম সঠিক বলেছেন আর প্রতিটি মানুষ এরকমটাই বেশি করে থাকে বিপদে পড়ার পর সৃষ্টিকর্তাকে খুব বেশি স্মরণ করে আর তখন থেকে নামাজ ও আদায় করে।। কিন্তু আমাদের এরকমটা করা ঠিক না সৃষ্টিকর্তাকে সব সময় স্মরণ করা উচিত।।

 last month 

জীবনের প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে আমরা ওয়াকিবহুল নই। তাই যতটুকু সম্ভব আমরা যতটুকু সময় পাই, ওই সময়টা আল্লাহর পথে ব্যয় করা উত্তম। আল্লাহ তাআলা আমাদের জীবনের 24 ঘন্টা তার পথে ব্যয় করার জন্য বলেননি। অন্ততপক্ষে পাঁচবার আমাদেরকে যেভাবে ডাকা হয়, তার সেই ডাকে সাড়া দেয়াটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65359.95
ETH 3492.90
USDT 1.00
SBD 2.51