You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 18 May 2024||

in Incredible Indialast month

এই গরমের মধ্যে হঠাৎ করেই যদি বৃষ্টি হয় তাহলে অনেক বেশি ভালো লাগে।। আজ সকাল থেকেই সংসারের একটু কাজ করেছেন আবার দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করেছেন।।।। এ বছরে এখনো আম খাওয়া হয়নি আপু খুব শীঘ্রই খাব।।

Sort:  
 28 days ago 

আসলে গরম যখন লাগে তখন এত পরিমানে খারাপ লাগে, যেটা বলে বোঝানো সম্ভব না। হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে খুব ভালই লেগেছিল, আর সবাই মিলে মিষ্টি আম এ বছরের প্রথম খাওয়ার কারণে, অন্য রকমের আনন্দ উপভোগ করেছিলাম। অবশ্যই খাবেন আম পাকা চারপাশে শুরু হয়ে গেছে। আপনাদের ওখানেও নিশ্চয়ই আম পাকা শুরু হয়ে গেছে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 28 days ago 

অতিরিক্ত গরম আর অতিরিক্ত ঠান্ডা আমার মনে হয় কারোই পছন্দ না।। আর হ্যাঁ গরমের সময় হঠাৎ করে বৃষ্টি আসলে অনেক বেশি ভালো লাগে আর এটা সকল মানুষই পছন্দ করে।।

আমাদের এখানেও আম পাকা শুরু হয়েছে কিন্তু আমাদের গাছে এখনও শুরু হয়নি আশা করছি খুব শীঘ্রই শুরু হবে।।

 27 days ago 

আমার কাছে অতিরিক্ত গরম পছন্দ না হলে। অতিরিক্ত ঠান্ডা আমার কাছে বেশ ভালোই লাগে। কেননা ঠান্ডার সময় বেশ ভালো একটা মুহূর্ত পার করা যায়। বিশেষ করে শীতের সময় পিকনিক করতে যেমন বেশ ভালো লাগে। ঠিক তেমন নেই বিভিন্ন ধরনের তাজা শাক-সবজি ফলমূল পাওয়া যায়। যেটা আসলে অন্যান্য সময় তেমন একটা তাজা পাওয়া যায় না। এখন জৈষ্ঠ্য মাসের প্রায় শেষের দিকে, আশা করি আপনারা খুব তাড়াতাড়ি পাকা আমার দেখা পেয়ে যাবেন, এবং পরিবারের সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন।

 27 days ago 

মানুষ যেমন ভিন্ন ভিন্ন তাদের পছন্দগুলো ভিন্ন ভিন্ন।। আপনার শীত পছন্দ এটা আমি আগে থেকে জানতাম।। আমার খুব বেশি শীত পছন্দ না আবার খুব বেশি গরম।। কিন্তু আমরা চাইলে আমাদের মনের মত কোন কিছুই পাবো না সৃষ্টিকর্তা যখন যেটা দেয় সেটাই শুকরিয়া।।

 26 days ago 

তা তো অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের ভালোর জন্য সব কিছু করে থাকেন। কিন্তু অতিরিক্ত গরমে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে পড়েছে। আকাশের দিকে বারবার তাকায় কিন্তু মেঘের বিন্দুমাত্র ফোটা চোখে পড়ে না। জানি না হয়তো বা এটা আমাদের অপকর্মের ফল হতে পারে। আমরা যদি আল্লাহতালার দিক নির্দেশনা অনুযায়ী পথ চলতাম। তাহলে নিশ্চয়ই আল্লাহতালা আমাদেরকে এত কষ্ট দিত না। তবে উনি আমাদের যতটুকু ভালোর কথা চিন্তা করে। আমরা কিন্তু আমাদের ভালো থাকার জন্য ততটুকু চিন্তা করি না। তারপরেও আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36