Better Life with Steem|| The Diary Game||21 may 2024

in Incredible India3 months ago
Picsart_24-05-22_15-23-46-092.jpg

বন্ধুরা একটা কৃষক অনেক কষ্ট করে ফসল রোপণ করে, আর একটা সময় পর সেই ফসল বাসায় নিয়ে আসে। আর সেই ফসল এমনি এমনি কখনো বড় হয় না, তার পেছনে দিতে হয় অনেক শ্রম অনেক সময় তারপরেই সেই ফসল পরিপূর্ণভাবে বেড়ে ওঠে। আপনারা জানেন আমরা ভুট্টা রোপন করেছিলাম, আর সেই ভুট্টা উঠানোর সময় হয়েছে। দীর্ঘ তিন মাস পরিচর্চা করার পর এখন সময় হয়েছে বাসায় নিয়ে আসার।

IMG_20240521_151753.jpg

গতকালকে ঘুম থেকে, একটু সকালে উঠে ছিলাম কারণ ভুট্টা উঠানো লাগবে। বাসার পাশেই একটা জমিতে ভুট্টা লাগিয়েছিলাম সেটা আপনারা ইতিমধ্যেই জানেন।। আর এখন ভুট্টা পরিপূর্ণভাবে পেকে গেছে তাই গতকালকে ঘুম থেকে ওঠার পর নাস্তা খেয়ে চলে যায় জমিতে।। আগে ভাইয়া ও বাবা কিছু উঠিয়ে ছিল আর অল্প কিছু ছিল, তাই ভাইয়া আর আমি জমিতে যাই। আর যাওয়ার পর দীর্ঘ ১ ঘন্টা ৩০ মিনিট ভুট্টা উঠায় আর উঠানোর পর সেগুলো বাসায় নিয়ে আসি আর বাসায় নিয়ে আস্তে আস্তে প্রায় ১১.০০ পার হয়ে যায়।

IMG_20240521_151919.jpg

পরে বাসায় এসে কিছু সময় রুমে বসে থাকি, আমার দুলাভাইয়ের পাশে। আপনারা হয়তো জানেন আমার দুলাভাইয়ের হাত ভেঙে গেছে, তাই ভাইয়ের সাথে বসে কিছুক্ষণ গল্প করি। রংপুর যাওয়ার পর মাথার ডাক্তারকে দেখানোর পর এখন অনেক ভালো। আগের চাইতে খুবই ভালোভাবে কথা বলে এবং আবোল তাবোল কিছু বলে না।

IMG_20240521_151727.jpg

পরে ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করার পর, আমি গোসল করতে যাই, শরীর বেশ ক্লান্ত লাগতেছে, অনেকদিন পর বেশ কাজ করলাম। পরে গোসল করে খাবার খেয়ে রুমে চলে আসি আর শুয়ে থেকে মোবাইল ব্যবহার করি। কিছু সময় মোবাইল ব্যবহার করার পর আমি ঘুমিয়ে যাই।

IMG_20240521_151959.jpg

বিকাল মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে থাকি। তারপরে আবারো চলে যায় সেই জমিতে কারণ অনেক সময় জমিতে ভুট্টা উঠানোর পর সেখানে অজান্তেই থেকে যায়, তাই সেটা দেখার জন্য যায়। পরে সেখানে যেয়ে কিছুক্ষণ সেগুলো দেখে বাসায় চলে আসি।

আর বাসায় আসার পর কিছু সময় বসে থেকে বাজারে যাই। বাজারে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার মার জন্য একটা ওষুধ নিয়ে এসেছিলাম, আর সেই ওষুধটা মা খায়নি তাই ফেরত দেওয়ার জন্য বাজারে যায়। আর বাজারে যাওয়ার পর ডাক্তার কে ফেরত দিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করি। যেহেতু বর্তমান সময়ে পড়াশুনা নিয়ে তাই ডাক্তারের দোকানে বসে থেকে অনেকক্ষণ গল্প করলাম।

IMG_20240521_152117.jpg

পরে সেখান থেকে বাসায় চলে আসি, আর বাসায় আসার পর দেখি বোন নারিকেল খাচ্ছে। পরে তার সাথে বসে আমিও নারিকেল খেয়ে কিছুক্ষণ গল্প করি। পরে শুয়ে থেকে মোবাইল ব্যবহার করতে থাকি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 3 months ago 

ভুট্টা তুলে একা একা খাচ্ছেন এটা কিন্তু মোটেও ঠিক না। অবশ্যই আমাদের জন্য পাঠিয়ে দিবেন। কেননা আমাদের এদিকে ভুট্টা তেমন একটা রোপন করা হয় না, কিনে খেতে হয়।😭 আপনার বোনের জামাই আগের চাইতে ভালো আছে জানতে পেরে ভালো লাগলো। আশা করি অনেক খুব দ্রুত আগের মত হয়ে যাবেন এবং উনার হাত ভালো হয়ে যাবে। বোনের সাথে গল্প করতে করতে নারিকেল খেলেন, নারিকেল লবণ এবং চিনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাকে ধন্যবাদ চমৎকার ভাবে একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

ভুট্টার যে মূল্য এমনি এমনি তো দেওয়া যাবে না 🤣🤣 গতকালকের কাজ করেছি ‌। আর আমরাও চাই আমার বোন জামাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারো আগের মতো হয়ে যায়।।

আর আপনি ঠিকই বলেছেন নারিকেল লবণ ও চিনি দিয়ে খেতে বেশি মজা লাগে।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 3 months ago 

আসলে ভুট্টা আমরা কিনে খাই প্রতি কেজি ১২০ টাকা করে। এখন আপনাদের ওখানে কত টাকা সেটা আমার জানা নেই। আর আমি তো এমনি এমনি নিব না। আপনি আমাকে ভুট্টা পাঠাবেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দেব। এটাই তো একটা ভালো সম্পর্কের মূল উপাদান। অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আপনাদের পরিবারের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হয়ে আগের মত যেন সুন্দর হয়ে যায় এবং সব সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ভালো থাকবেন।

 3 months ago 

আপনাদের ওখানে প্রত্যেক কেজি ১২০ টাকা করে এটা কি ভাজা ভুট্টা না এমনি শুকনা।। আমাদের এখানে শুকনা ভুট্টা প্রতি কেজি ৩০ টাকা আর এক মন ১২০০ টাকা।। আমরা সাধারণত ১২০০ টাকা করে ভোটটা বিক্রি করে থাকি।। আপনাদের ওখানে প্রতি কেজি ১২০ টাকা শুনে আমি একটু অবাক হলাম।

 3 months ago 

ভাজা ভুট্টা নয় নয় শুকনো ভুট্টা। যেটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসে তারপর তেলে ভেজে খেয়ে থাকি। আসলে আমাদের এদিকে ভুট্টা গাছ রোপন করা হয় না। তাই হয়তো বা এত পরিমাণে দাম। কিন্তু আপনাদের ওখানকার দাম শুনে আমিও নিজে অবাক হলাম। যেখানে বারো শো টাকায় দিয়ে এক মন ভুট্টা আপনারা বিক্রি করেন। কিন্তু আমাদের এখানে এক কেজি ভুট্টা ১২০ টাকা। তার মানে যারা ব্যবসা করে তারা প্রতি কেজি ভুট্টা কত টাকা লাভ করে। আপনাকে ধন্যবাদ আপনাদের ওখানকার ভুট্টার প্রতি কেজি কত টাকা দামে বিক্রি হয়। সেটা আমার সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

আপনাদের খেতের ভুট্টাগুলো সত্যিই খুব পরিপূর্ণভাবে পেকে গেছে। আমার জেনে খুব ভালো লাগলো যে আপনার দুলাভাই ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

এবারের ফলন বেশ ভালো হয়েছে ভাই আমরা অনেক খুশি কষ্টের ফল সব সময় মধুময় হয়।। আর হ্যাঁ আমার বোন জামাই আগের চাইতে অনেক ভালো আশা করছি খুব শীঘ্রই সে সুস্থ হয়ে আবারো আগের মত জীবন যাপন করবে।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 3 months ago 

ঠিক বলেছেন একটা ভালো ফসল ফলাতে গেলে সেখানে অনেক পরিশ্রম এবং সময় দিতে হয়। ভুট্টা রোপন করার তিন মাস পর আজ আপনাদের ভালো ফসল দিল। তাই সকাল থেকে ভুট্টা উঠানোর কাজে লেগে গেলেন।

আর ভুট্টা ফটোগ্রাফি টা খুব সুন্দর হয়েছে না
দেখলে বুঝাই যেত না ।আপনার দুলাভাই আগে চাইতে অনেক সুস্থ হয়েছে জেনে খুব ভালো লাগলো। আর দোয়া রইল হাত ভাঙ্গাটা যেন খুব তাড়াতাড়ি এবং শীগ্রই ভালো হয়ে যায়।

থ্যাংক ইউ আপনার সারাদিনে ডাইরি গেম খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপনা করলেন।

 3 months ago 

এবারের ফলন অনেক ভালো হয়েছে আপু।। আসলে যে জিনিসের যত যত্ন নেওয়া হবে সে জিনিসটা তো ফল দেবে।। জেনে ভালো লাগলো ভুট্টার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।।

ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন সব সময়।।

 3 months ago 

প্রথমেই বলবো আপনার ভুট্টার ফটোগ্রাফিটা খুব সুন্দর লাগছে এবং লোভও লাগছে। ফসল পরিপূর্ণ পেকে গেলে তো সংগ্রহ করতেই হবে তাই আপনি আজ জমিতে গিয়েছিলেন ভুট্টা সংগ্রহ করার জন্য।

কাজ করে আপনার শরীর বেশ ক্লান্ত লাগছে এটাই স্বাভাবিক। আপনার দুলাভাই আগের থেকে অনেকটাই সুস্থ এটা শুনে সত্যিই ভালো লাগলো। আশা করি, খুব দ্রুত সুস্থসবল জীবন যাপনে ফিরতে পারবে। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

যে কোন ফসল রোপন করার পর একটা সময় তোর বাসায় নিয়ে আসতে হয় তেমনই ভুট্টার ক্ষেত্রেও।। আজ সকালে ভুট্টা উঠেছি কারণ একদম ঠেকে গেছে যা আপনি দেখতে পাচ্ছেন।।

আর হ্যাঁ সৃষ্টিকর্তা রহমতে কোন জামাই আগে থেকে অনেক ভালো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।।

 3 months ago 

সকল ফসলই একসময় ঘরে তোলার সময় আসে। সময় মতো ফসল ঘরে তুলতে না পরলে ক্ষতির মুখে পড়ে যেতে হয়। আশা করি আপনার দুলাভাই সৃষ্টি কর্তার কৃপায় দ্রুত সুস্থ হয়ে উঠবে৷ ভালো থাকবেন।

 3 months ago 

প্রতিটি কৃষক অপেক্ষায় থাকে কখন ফসল বাসায় নিয়ে আসতে পারে আর যখন সম্পূর্ণরূপে বাসায় নিয়ে আসতে পারে তখন কৃষক সবচেয়ে বেশি খুশি হয়।।

 3 months ago 

এই ভুট্টা গাছগুলো আমরা দেখেছিলাম যখন প্রথম রোপন করেছেন আর এখন এই এই গাছে খুব সুন্দর ফলন এসেছে তবে গাছগুলো আর বেঁচে নাই।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিন লিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

 3 months ago 

আমি যখন ভুট্টার আপন করি সেগুলোর ছবি আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম আর এখন সেই ভোটটা গুলো অনেক বড় হয়ে গেছে ভাই।।

আর এখন ভুট্টা গুলো উঠিয়ে বাসায় নিয়ে আসতেছি আশা করি এবার অনেক লাভবান হব।। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

 3 months ago 

আসলে দেখে মনে হচ্ছে যে অনেক পরিমাণ ভুট্টা হয়েছে এবছর আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে আপনার লাভবান হতে পারবেন আসলে কোন জিনিস যদি লোকসান হয় তাহলে সেই জিনিস করতে আর ভালো লাগেনা।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আমার কমেন্টটি পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য।

 3 months ago 

এটা আপনি একদম সঠিক বলেছেন কোন জিনিসের লোকসান হলে সেটার প্রতি আর ইমেজ থাকেনা।। আলহামদুলিল্লাহ আগের বছরের চাইতে এ বছর ফলন অনেক ভালো হয়েছে।। আর ফলন দেখে মন একদম ভরে যায় ভাই।।

 3 months ago 

আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো আপনার এই কথাটি শুনেন ফলন ভালো হলে কৃষকের মনে আলাদা রকম শান্তি থাকে। তা ভাই আমি বলব যে যেহেতু এবছর ফলন অনেক ভালো হয়েছে তাহলে ফসলে ওসর আদায় করবেন।

 3 months ago 

জি ভাই এটা আপনি একদম সঠিক বলেছেন আর প্রতিটি কৃষকের এটা করা উচিত।। আমার মনে হয় বর্তমান সময়ে এটা কেহ করে না ভাই।। ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন।।

 3 months ago 

দেখতে দেখতে ভুট্টা গাছ বড় হয়ে গেল এবং ভুট্টা ধরেছে বেশ সুন্দর, সবচেয়ে মজার ব্যাপারটা হলো কি জানেন আমি সিদ্ধ করে খেতে ছিলাম এবং আপনার পোস্টটি পড়তে ছিলাম, বর্তমান বাজার ভুট্টার দাম বেশ চওড়া আশা করি অনেক লাভবান হবেন।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আপনার দুলাভাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। ধন্যবাদ ভালো লাগলো খুব সুন্দর একটি পোস্ট পরে

 3 months ago 

শুনে আমি অনেক মজা পেলাম যে আপনি সেদ্ধ করে খেতে ছিলেন আর আমার পোস্ট পড়তে ছিলেন।। আর হ্যাঁ দেখতে দেখতে ফসলগুলো বাসায় নিয়ে আসার সময় হয়ে গেল।।

আর দুলাভাই আগের চাইতে অনেক ভালো আছে আপু অবশ্যই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়।।

 3 months ago 

আপনার লেখাতেই পড়েছিলাম ভুট্টা লাগানোর কথা। মাঝে মাঝে পড়তাম ক্ষেতে পানি দেয়ার কথা। আর আজকে পড়লাম সেই ভুট্টা তোলার কথা। সময় খুব দ্রুত পার হয়ে যায়।
একদম ঠিক কথা কৃষক ক্ষেতে ফসল লাগায়, এরপর তার নিয়মিত যত্ন নেয় তবেই না সেই ফসল ঘরে আনার যোগ্য হয়। আমরাতো শুধু বাজার থেকে কিনে আনি।তাই এর গুরুত্বও কম বুঝতে পারি।
আজকে আপনি আপনার বাবা আর ভাই এর সাথে ভুট্টা তুলতে গিয়েছিলেন।সেখান থেকে ফিরে আপনি কিছুটা সময় আপনার দুলাভাই এর সাথে গল্প করেন।এটা একটা ভালো কাজ করেছিলেন কারন সে হাত ভেঙে ঘরে অসুস্থ হয়ে রয়েছে, কেউ পাশে থাকলে একাকিত্ব কম অনুভব করবে।
দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে তিলেন কিছুটা সময়।ঘুম থেকে উঠে বাজারে গিয়ে মায়ের জন্য ওষুধ কিনে আনেন।
বাসায় এসে বোনের সাথে নারিকেলও খান।দিনটা বেশ ভালোই কেটেছে আপনার।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

আসলে ঠিক বলেছেন একজন কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়।বিগত পোস্টে আমরা অবগত হয়েছি আপনারা ভুট্টা লাগিয়েছেন। তবে সেই ভুট্টা এখন তোলা সময় হয়ে গেছে।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিলেন।
যাক আপনার দুলাভাইয়ের কথা শুনে ভালো লাগলো এখন আগের থেকে অনেকটাই সুস্থ।
দোয়া করি, আপনার দুলাভাই যেন পরিপূর্ণভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

সারাদিনের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

যে কোন ফসল গ্রহণ করার পর একটা নির্দিষ্ট সময় আসে তখন সেই ফসল বাসায় নিয়ে আসতে হয়।। আমরা ভুট্টা লাগানোর সময় আপনাদের অবগত করেছিলাম আর আজ ভোটটা উঠানোর সময় হয়েছে ভাই।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45