Better Life with Steem|| The Diary Game||21 april 2024

in Incredible India2 years ago
Picsart_24-04-22_18-14-04-866.jpg

বন্ধুরা বর্তমানে দিনগুলো অনেক বেশি খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে। সব সময় মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খায় এদিকে দুলাভাই অসুস্থতার চিন্তা ওদিকে পরীক্ষার সব মিলিয়ে দিনগুলো একটু খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে।।

IMG_20240421_175531.jpg

গতকালকে একটু তাড়াতাড়ি সকালে উঠে ছিলাম যেহেতু একদিন পর পরীক্ষা আর পড়াশোনার অবস্থা খুব বেশি ভালো না। তাই সকালে উঠে ফ্রেশ হয়ে একটু বারান্দায় বসে থাকি, কোন কিছুই ভালো লাগছিল না তার একটু পরেই পড়তে বসি আসলে মাথার মধ্যে চিন্তা থাকলে পড়তেও ভালো লাগে না। তারপরও পড়তে হবে ,তা না হয় পরীক্ষা অনেক বেশি খারাপ হবে।

IMG_20240421_175518.jpg

যাইহোক বেশ কিছু সময় পড়াশোনা করার পর সকালে নাস্তা করে নেয়। আর তার একটু পরেই বোনের সাথে বসে বেশ কিছু সময় গল্প করি। তারপর আবার ও কিছু সময় পড়তে বসে। আর কিছু সময় পড়ার পর বাইরে বের হয়ে বাসার কিছু কাজ করি। যেহেতু ভাই হসপিটালে তাই বাসার কাজ আমাকে একটু করতে হচ্ছে।

কিছু সময় কাজ করার পর ভাই কে ফোন দিলাম যে দুলাভাইয়ের কি অবস্থা? সে বলল আগের চাইতে একটু ভালো, আসলেই ভালো কথাটা শুনলে কতটা যে ভালো লাগে সেটা বলে বোঝানোর মত না। পরে ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি রুমে আছি আর কিছু সময় বসে থাকি।

IMG_20240421_175457.jpg

আর তার একটু পরেই দুপুরের আজান হয়ে যায় পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে কিছু সময় আমার ভাগ্নের সাথে দুষ্টামি করি। যেহেতু বোন অসুস্থ তাই ভাগ্নে আমার সাথে বেশি থাকে আর আমার পড়াশোনার জন্য ভাগনাকে বেশি সময় দিতে পারছি না।

IMG_20240421_175427.jpg

তার কিছু সময় পরে দুপুরের খাবার খেয়ে নেই আর দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুম ঘুম ভাব হয় পরে ঘুমিয়ে যাই। পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠি আর ফ্রেশ হয়ে বসে থাকি। পরে বোন এসে আমার পাশে বসে থাকে আর বোনের মনটা অনেক বেশি খারাপ। পরে বোনের সাথে বেশ কিছু সময় গল্প করলাম আর ওর মনটা একটু হালকা করার চেষ্টা করলাম।

আর একটু পরে বাইরে হাঁটাহাঁটি করতে যায় আর বেশ কিছু সময় হাঁটাহাঁটি করে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে বিকাল মুহূর্তে একটু কাজ করে রুমে চলে আসি আর বোনের সাথে হালকা নাস্তা করে পড়তে বসি। কিছু সময় পড়াশোনা করার পর ভাইয়া ফোন দেয় আর বলে ভাইকে অপারেশন করানোর কথা আর দুই বাক রক্ত লাগবে। আর রক্তের গ্রুপ হল B+ পরে আমার আঙ্কেলকে বললাম, সে বলল তার রক্তের গ্রুপ B+ সেই সাথে আমার একটা চাচাতো ভাইয়ের। পরে তাদেরকে বলে রাখলাম অপারেশন করার আগে হসপিটালে যেতে তারা বললো ঠিক আছে।।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ভাই পরীক্ষার আগে সবারই এমনটা হয়। বিশেষ করে আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরি। পরীক্ষার এক মাস আগে থেকে সবাই পড়াশোনা শুরু করি। তবে থিউরিক্যাল সাবজেক্টগুলো কম কঠিন হলেও ম্যাথ সাবজেক্টগুলো কিন্তু বেশ কঠিন হয়।

যাইহোক ভাই আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইলো। আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন সেই কামনা করছি। ভালো থাকবেন।

Loading...
 2 years ago 

আপনার সামনে পরীক্ষা এর মাঝে বাসায় একটু ঝামেলার মাঝে আছেন। পরীক্ষার প্রস্তুতি কেমন একটা ভালো না। তবে দোয়া রইল আপনার পরীক্ষা যেন ভালো হয়। যাক আপনার দুলাভাই আগের থেকে একটু সুস্থ হয়েছে যেন ভালো লাগলো।

সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার দুলাভাই আগের থেকে ভালো এটা জেনে ভালো লাগলো। ঠিকই বলেছেন প্রিয়জন অসুস্থ থাকলে তাদের সুস্থ হওয়ার কথা শুনলে মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। দুপুরে স্নান শেষ করে ভাগ্নের সাথে দুষ্টামি করছিলেন।

ভালো লাগলো আপনার কার্যক্রম পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

জি ভাই ডাক্তার বলেছে সম্পূর্ণ ভালো হতে তিন মাস সময় লাগবে জানিনা সৃষ্টিকর্তা কপালে কি রেখেছে তবে দোয়া করবেন।।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101693.82
ETH 3376.39
USDT 1.00
SBD 0.57