Better Life with Steem|| The Diary Game||12 February 2024||

in Incredible India4 months ago

Picsart_24-02-12_18-08-35-977.jpg

বন্ধুরা গতকালকে তুলনামূলক সকালে একটু তাড়াতাড়ি উঠে ছিলাম। আর সকালে উঠার কারণ হচ্ছে আমার একটা আন্টি ডাকতে এসেছিল। তারপরও উঠতে উঠতে ৮.০০ বেজে যায়। পরে উঠে সেই আন্টিটার সাথে একটু কথা বলি পরে সে চলে যায় আর আমি প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে নেয় সেই সাথে সকালের খাবার খেয়ে নেয়।

IMG_20240211_163305.jpg

তারপর রুমে এসে বেশ কিছু সময় ফোন ব্যবহার করি। তার একটু পরে বাইরে বের হয় আর আমার আঙ্কেলের চাতালে যেয়ে বসে থেকে ছোট ভাইদের সাথে গল্প করি। পরে বাসায় এসে আমাদের কয়েকটা বেগুন গাছ রয়েছে সেখানে পানি দেয়।। গাছগুলো পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল আর বেশ কিছুদিন হয় বৃষ্টিও হচ্ছে না।

IMG_20240211_163159.jpg
IMG_20240211_163139.jpg

আর বেগুন ক্ষেতের পাশে আমাদের কুমড়ার গাছ রয়েছে সেখানে যাই কুমড়া দেখতে। প্রচুর পরিমাণে কুমড়ার ফুল এসেছে কিন্তু সকল ফুল পচে যাচ্ছে। অনেক প্রকার ওষুধ দেওয়া হয়েছে কিন্তু কাজ করছে না। মনে হচ্ছে এ বছরে বাড়ির গাছের কুমড়া খাওয়া হবে না।

IMG_20240128_151128.jpg

পরে আমি বাহিরে থেকে বাসায় চলে আসি আর ইতিমধ্যেই দুপুরের আযান হয়ে যায়। তাই প্রতিদিনের নিয়মে গোসল করে নেয়। আর বাইরে যেয়ে রোদে কিছু সময় দাঁড়িয়ে থাকি।

IMG_20240211_163240.jpg

আর সেখানে দেখি আমার মা হলুদ শুকাতে দিয়েছে। আপনারা তো জানেন হলুদ কিভাবে শুকাতে হয়? সর্বপ্রথম এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর রোদ্দুরে ভালোভাবে শুকাতে হয় তারপরে এটাকে ভাঙ্গাতে হয়।

IMG_20240211_163441.jpg

পরে আমি বাহিরে থেকে এসে দুপুরের খাবার খেয়ে নেয়। আর প্রতিদিনের মতোই রুমে চলে আসি। আর বেশ কিছুদিন হয় দুপুরে ঘুমানো হয় না তাই গতকালকে ভেবেছি দুপুরে আগে শুয়ে ঘুমাবো। যেমন ভাবনা তেমনি কাজ রুমে এসে সর্বপ্রথম ঘুমিয়ে পড়ি।।

দুপুরে ঘুমালে আমার বিকালের মুহূর্তটা বেশ ভালো কাটে আর রাতে ঘুম একটু দেরি করে আসে যেটা আমার জন্য অনেক বেশি ভালো। আর দিনের বেলায় না ঘুমালে রাতে ঘুমের চাপ তাড়াতাড়ি দেয়। তাই প্রতিদিন দুপুরে ঘুমাতে চাই কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না।

যাইহোক পরে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে পোষ্ট লেখতে বসি। আর পোস্ট লিখতে লিখতে আমার সন্ধ্যা হয়ে যায়। তাই আর বাইরের বের হয় না রুমে বসে থেকেই ফোনের আরো কিছু কাজ শেষ করে ফেলি।

IMG_20240211_180451.jpg

তার একটু পরে আমি লাউয়ের মিস্ত্রি খাই। যেটা বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। আর এটা খেতে প্রথমে মুখে দিলে অনেক বেশি সুস্বাদু লাগে কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে বেশি মজা লাগে না। পরে আমি সেটা খেয়ে প্রতিদিনের মতোই পড়তে বসি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64024.15
ETH 3515.24
USDT 1.00
SBD 2.55