Better Life with Steem|| The Diary Game||11 april 2024

in Incredible India2 years ago
সবাইকে ঈদের শুভেচ্ছা

দীর্ঘ এক মাস রোজা রাখার পর চলে আসলো ঈদুল ফিতর যেটা মুসলমানদের সবচাইতে আনন্দের দিন। এই দিনে আমরা সবাই একত্রিত হয়ে অনেক বেশি আনন্দ করি।

Picsart_24-04-12_19-57-22-060.jpg

যেহেতু গতকাল ঈদ ছিল তাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা। আর ঘুম থেকে ওঠার পরেই বাসার কিছু কাজ করে গোসল করে নেই কারণ ৯.০০ টার সময় ঈদগা মাঠে যেতে হবে। আর সাড়ে নয়টায় আমাদের জামাত।

IMG_20240411_195259.jpg

গোসল করার পর আমার একটা চাচাতো বোন ও ভাতিজি আসে আর আমাকে সালাম দিয়ে বলে ঈদ বোনাস দাও। পরে আমি তাদেরকে ঈদ বোনাস দেই আর তারা অনেক বেশি খুশি হয়। তারপরে আমি নাস্তা খেয়ে চলে যাই মাঠে।

IMG_20240411_195424.jpg
IMG_20240411_195355.jpg
IMG_20240411_195330.jpg

আর মাঠে যাওয়ার পরেই অনেক বন্ধুর সাথে দেখা এবং বড় ভাইদের সাথে। পরে তাদের সাথে অনেক সময় আনন্দ করলাম তারপরেই সবাই মিলে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে নিলাম।

আর নামাজ আদায় করার পর সবার সাথে মোলাকাত করে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর খাবার খেয়ে কিছু সময় রুমে শুয়ে থেকে আমার বোন ও আত্মীয়-স্বজনের সাথে ফোনে কথা বললাম।

আর ঈদের দিন বাসায় অনেকে আছে এবং তাদেরকে নাস্তা খেতে দেয় সেই সাথে গল্প করি। তার কিছু সময় পরে বাইরে যেয়ে বেশ কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি।

IMG_20240411_233227.jpg
IMG_20240411_233208.jpg
IMG_20240411_233105.jpg

আর বাসায় আসার পর কিছু সময় পরেই বন্ধুরা মিলে ঘুরতে যাই ধরলা সেতুতে। প্রতিবছরই আমরা সব বন্ধু মিলে সেখানে বিকাল মুহূর্তে ঘুরতে যাই। আর অনেক বেশি ইনজয় করি। আসলে বন্ধুরা একত্রিত হলে এমনি অনেক বেশি ভালোলাগা কাজ করে ।

মুসলমানদের বছরে দুইটা আনন্দের দিন আসে একটি হল ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। কিন্তু আমরা সব চাইতে বেশি ইনজয় করি ঈদুল ফিতরে। যাই হোক পরে আমরা সবাই মিলে সেখানে আনন্দ করতে করতে আমাদের এক স্যারের সাথে দেখা হয়।

IMG_20240411_233025.jpg

পরে আমরা সকলেই মিলেই সেই স্যারের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলি। সেই সাথে আমরা স্কুলের থাকতে কতটা দুষ্টামি করেছি স্যার সেগুলো উল্লেখ করে সেই সাথে আরও অনেক কথাই হয় স্যারের সাথে। আর স্যার যাওয়ার আগে আমরা একটা দোকানে ঢুকে চা খেয়ে নেই তারপর স্যার চলে যায়।

পরে আমরা সকলে মিলে সেখানে আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর একটা জায়গায় যেয়ে বসে গল্প শুরু করে দেয়। যার মনে যত গল্প আছে সবাই শেয়ার করে। আর গল্প করতে করতে প্রায় রাত দশটা বেজে যায় পরে আমরা সকলেই সেখান থেকে বাসায় চলে আসি।

Sort:  
Loading...
 2 years ago 

প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।
দীর্ঘ একমাস ৩০ টি রোজা রাখার পর আমরা এই ঈদুল ফিতর পেয়েছি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন ।

ঈদের দিনের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ঈদের দিনে আমরা অনেক বেশি আনন্দ করে থাকি সব আত্মীয়-স্বজনের সাথে দেখা হয়।।

 2 years ago 

মুসলিমদের দুটো আনন্দের দিনের মাঝে একটা হলো ঈদ উল ফিতরের দিন।এই দিনটাতে সবাই সকালবেলাটা বেশ ব্যস্ত থাকে। বাড়ির মেয়েরা রান্নাঘরে আর ছেলেরা গোসল করে ঈদের নামাজ পরতে যাওয়ার জন্য। আপনার ক্ষেত্রেও তা-ই হয়েছে।
নামাজ পরে এসে খাওয়া-দাওয়া , সবার সাথে দেখা করা এবং ঘোরাঘুরি । সেই সাথে অনেক দিন পরে দেখা হলে স্মৃতিচারনও হয় বিভিন্ন রকম।
ভালো লাগলো আপনার ঈদের দিনের দিনলিপি পড়ে। এত চমৎকার ভাবে আপনার দিনলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

ঈদের দিনের সকল কিছুই রুটিন খাবে করা হয়ে থাকে।। আর সারাদিন বেশ ব্যস্ততার সাথে ও আনন্দের সাথে কাটে।।

ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদ মানেই ঘুরাঘুরি ৷ তারপর সবার সাথে সবার দেখা বছরে আপনারা দুটো ঈদ আনন্দ উপভোগ করেন ৷

যাই হোক আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এই ঈদে অনেক আনন্দ উপভোগ করেছেন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

ঈদের মধ্যে ঘোরাঘুরি না করলে মনে হয় না যে ঈদ এসেছে।। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য দেখা করা আবশ্যক।।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 106349.79
ETH 3642.93
USDT 1.00
SBD 0.55