Better Life with Steem|| The Diary Game||10 march 2024||
বন্ধুরা গতকালকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠার অন্যতম একটি কারণ হচ্ছে এখন থেকে সকালে উঠেই পড়তে বসবো। পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসি।
কিছু সময় পড়াশোনা করার পর ভাইয়া ডাকতেছিল, পরে যেয়ে দেখি ভাইয়া সার মিশ্রিত করছে। পরে ভাইয়ের সাথে আমিও স্যার মিশ্রিত করি সর্বমোট 40 কেজি স্যার মিশ্রিত করতে হবে। পরে সকল স্যার মিশ্রিত করে একটা বস্তায় উঠিয়ে দুই ভাইয়ে চলে যায় জমিতে।।
আর এই বার শেষ বারের মতো জমিতে সার দেওয়া এবছর আর সার দিতে হবে না। পরে জমিতে যেয়ে দুই ভাইয়ে সার দাওয়া শুরু করি। আমি খুব ভালোভাবে দিতে পারি না, আমার ভাইয়া অনেক ভালোভাবে দিতে পারে কারণ ও নিয়মিতই দিয়ে থাকে।।
পরে দীর্ঘ সময় জমিতে সার দেয়। এবারে ফসল আগের চাইতে অনেক ভালো হয়েছে। আসলে যে কোন জিনিসই যত্নের উপর নির্ভরশীল হয়ে থাকে। যাকে যত বেশি যত্ন করবেন সে তত বেশি ফলন দেবে। যাই হোক পরে সার দিয়ে বাসায় আসার জন্য রওনা দেই।
আর বাসায় আসার সময় দেখতে পাই আমার এক মামা জমিতে খাস পরিষ্কার করছে। পরে মামার সাথে বসে থেকে অনেক সময় গল্প করি। সম্পর্কে মামা হলেও আমরা বন্ধুর মতই সবসময় আচরণ করে থাকি। আর হ্যাঁ সে কিন্তু আমার এক ব্যাস ছোট। ছোট হলেও আমরা সমবয়সী।।
পরে সে মামার সাথে গল্প করে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে কিছু সময় শুয়ে থাকি। আর বেশ ক্লান্ত লাগতেছিল অনেকদিন পর একটু কাজ করলাম। তারপরে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর প্রতিদিনের মতোই গোসল করে নিয়ে দুপুরের খাবার খেয়ে বাইরে যেয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকি।।
তার একটু পরেই রুমে চলে আসি, আর শুয়ে থেকে ফোনে কিছু কাজ করি সেই সাথে একটা পোস্ট লেখে ফেলি।। সারাদিন যাই কিছু করি না কেন স্টিমিট প্ল্যাটফর্মের জন্য আলাদা করে কিছু সময় ব্যয় করি, কারন এটি আমার উপার্জন করার একটা মাধ্যম। তাই সবার আগে এটাকেই আমি বেশি প্রাধান্য দেই।
যাইহোক কিছু সময় ফোন ব্যবহার করার পর আমি একটু ঘুমিয়ে পড়ি। কেন জানি অনেক ঘুমের চাপ দিচ্ছে, রাতে তাড়াতাড়ি ঘুমাই তারপরও আজকাল দিনের বেলা অনেক ঘুমের চাপ দেয়। পরে বিকাল মুহুর্তে ঘুম থেকে উঠি, আর ফ্রেশ হয়ে কিছু সময় বসে থাকি।
তার একটু পরেই মা আমার জন্য আতাফল নিয়ে আসে পরে আতাফল খেয়ে একটু বাজারে যাই। বিকাল মুহূর্তে হাঁটতে হাঁটতে বাজার যেতে বেশ ভালোই লাগে।। পরে বাজারে যেয়ে গরম গরম সিঙ্গারা খায় আর একটু পরেই বাসায় চলে আসি।। আর বাসায় এসে প্রতিদিনের মতোই পড়তে বসি।
তো বন্ধুরা আজকের লেখা আমি এখানেই ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
আজ সকালে জমিতে সার দেওয়ার জন্য ৪০ কেজি সার দিয়েছেন এবং দুই ভাই মিলে সারগুলো জমিতে নিয়ে যান। তারপর আপনারা সার দেওয়া শুরু করেছিলেন। পরিবারের প্রতি আপনার দায়িত্ব দেখে খুশি হলাম। বিকালে হাটঁতে বেরিয়ে সিঙ্গারা খেয়েছিলেন।
ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।
বাসায় মাঝে মাঝে একটু কাজ করতে হয় ভাই। আর বাসার কাজ করতে ভালোই লাগে।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।
সেটা তো অবশ্যই পরিবারের প্রতি নিজের দায়িত্ব তো পালন করতেই হবে। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য।।
আপনার সবগুলো পোস্ট পড়তে ভালো লাগে এবং প্রতিটা পোস্টে আপনার পরিবারের পেছনে কিছু দায়িত্ব পালন করেন।
এরপর আপনার মা আতাফল দিলেো সেটা খেয়ে তারপর বিকেলবেলা বাজারে যান তারপর বাজারে গিয়ে সন্ধ্যাবেলা গরম গরম সিঙ্গারা খেলেন ।
ধন্যবাদ আপনার ডায়েরি গেমটা খুব সুন্দরভাবে
উপস্থাপনা করলেন ।
ভালো লাগলো আপনারা কমেন্ট পড়ে, আর হ্যাঁ আতাফল খেতে বেশ ভালো লাগে। ভালো থাকবেন সবসময় ধন্যবাদ।।
সারাদিন খুব সুন্দর ভাবে কেটেছে আপনার, আর ভুট্টা গাছগুলো বেশ বড় হয়েছে আর এই বড় হওয়ার পিছনে অবশ্যই সঠিক পরিচর্যা রয়েছে, বিকালে আবার বাজারে গিয়ে খুব সুন্দর একটি সময় কেটেছে আপনার ধন্যবাদ আপনাকে।
সঠিক পরিচর্যা ছাড়া কোন কিছুই ভালো হয় না।। এবারে ফসল আগেরবারের চাইতে অনেক ভালো দেখা যাচ্ছে আশা করি ভাল কিছুই পাবো।।
ভুটোর গাছ গুলো খুব ই সতেজ মনে হচ্ছে। গ্রামের কৃষকরা যেভাবে কষ্ট করে ফসল ফলায় তা আসলে বলার ভাষা নেই, এভাবে সার মিশিয়ে আমিও এক্সময় জমিতে ছিটিয়েছি, তাই আমি এটা জানি।
আতা ফল অনেকদিন ধরে খাওয়া হয় না। দেখি এবার খুজে দেখতে হবে ঢাকায় কোথায় পাওয়া যায়।
জেনে খুবই ভালো লাগলো আপনি এভাবে জমিতে সার দিয়েছিলেন।। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।
হ্যা ভাই যখন গ্রামে ছিলাম তখ৷ নিজেদের জমি চাষ করা থেকে সব কিছুই করতাম, এখন আর করা হয় না। ভালো থাকবেন।
এখন তো আর বাসায় থাকেন না ভাই।। তাই করতেও পারেন না, যাই হোক অভিজ্ঞতা আছে সেটা জানে ভালো লেগেছে।।
হ্যা ভাই, আবারো দেখা যাবে কখনো সেই চিরচেনা ঠিকানায় ফিরতেই হিবে।