ছেলে ও ছেলের বউ যদি ভালো না হয়, তাহলে শেষ বয়সের পরিণতি হয়তো এমনই হয়

in Incredible India9 months ago (edited)
pexels-photo-7322361.jpegpexels

প্রতিটি বাবা-মা চায় তার সন্তান বড় হয়ে তার বাবা-মার খেয়াল রাখবে। আর যদি সেই সন্তানের কারণেই কোন বাবার মৃত্যুর হয় তাহলে এ কেমন সন্তান। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে আমাদের অঞ্চলে। এটি রীতিমতো আমাদের অঞ্চলের সবাইকে অবাক করে দিয়েছে।

আমরা পেপার পত্রিকা খুললেই দেখতে পারি অনেক রকমের খবর। তার মধ্যে কিছু কিছু খবর থাকে যেগুলো দেখলে আমাদের গা শিউরে ওঠে। তার মধ্যে অনেক খবরই দেখা যায় সন্তান বাবাকে মেরে ফেলেছে আবার সন্তান তার মাকে মেরে ফেলেছে আবার এমনও রয়েছে সন্তান ও স্ত্রীর যন্ত্রণায় বাবা নিজেই আত্মহত্যা করে থাকে। এরকম হাজারো খবর আমরা দেখতে পারি আর এরকম ঘটনা গুলো যদি চোখের সামনে ঘটে এটি সত্যিই অনেক দুঃখজনক।

pexels-photo-7938035 (1).jpegpexels

প্রতিটি বাবা-মা চায় আমার সন্তান বড় হবে বিয়ে করবে বাসায় নতুন বউ আসবে আর সবাই মিলে অনেক আনন্দ থাকব। কিন্তু এরকম বাস্তবতায় খুবই কম হয়। একটি ছেলে যতদিন না বিয়ে করছে ততদিন বাসায় অনেক আনন্দ উল্লাস থাকে অবার বিয়ে করার পর এটি আরো বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় বিয়ে করার পর আনন্দ উল্লাস তো দূরে থাক সন্তান তার বাবার সাথে কথা বলে না বাবাকে সহ্য করতে পারে না। এটি কেন হয়? এটি হওয়ার কারণ বিয়ের পর যখন একটা মেয়ে আসে তখন তার ব্যবহার ও চিন্তাভাবনার উপর এটি নির্ভর করে।

pexels-photo-6963054.jpegpexels

বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছেলের বউ তার শ্বশুর-শাশুড়ি দেখতে পারেনা সম্মান করে না। সবসময় হিংসামূলক হয়ে থাকে। ঝগড়া বিবাদ করে থাকে অনেক সময় দেখা যায় স্ত্রীর কারণে সন্তানও তার বাবাকে নির্যাতন করে এবং দেখতে পারে না। সব সন্তান যে এরকম করে তা কিন্তু না আবার অনেক মেয়ে আছে তারা তার শ্বশুর শাশুড়িকে নিচের মায়ের মত দেখে সম্মান করে ভালোবাসে।

people-peoples-homeless-male.jpgpexels

আমাদের বাসা থেকে বেশ দূরে আমার পরিচিত একটা দাদু ছিল। তার দুটো সন্তান রয়েছে বিয়ের আগে সন্তানদের সাথে সম্পর্ক অনেক ভালো ছিল কিন্তু বিয়ের পর আর সে সম্পর্ক নেই। সব সময় বাবাকে নির্যাতন করে। ঠিকঠাক মত খেতেও দেয় না। আর এরকম যন্ত্রণা নির্যাতন একটা বৃদ্ধ মানুষ আর কতদিন নিতে পারে। যে বয়সে ছেলেরা তাকে আগলে রাখবে আর এই বয়সে ছেলেরা তাকে নির্যাতন করে।

এরকম নির্যাতন সহ্য করতে করতে ১৯-১১-২০২৩ মানে গত কালকে সেই দাদুটা আত্মহত্যা করে। ফজরের নামাজ পড়তে যায় এবং নামাজ শেষ করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কেউ একজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারে একটি লিচু বাগানে। সেটা দেখে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে চারপাশে এবং সবাই এসে দেখতে পারে তার ঝুলন্ত লাশ। এবং পুলিশকে খবর দিয়ে সেই লাশ নামানো হয়। আর এই ঘটনা শুনে আমি চমকে গেছি। একটি বৃদ্ধ মানুষ কতটা কষ্ট পেলে এরকম সিদ্ধান্ত নিতে পারে।

এই ঘটনা আমাদের অঞ্চলের মানুষদের রীতিমতো অবাক করে দিয়েছে এবং অনেক শিক্ষা দিয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমাদের বাসা থেকে একটু দূরে তাদের বাসা আমি ব্যস্ততার জন্য যেতে পারিনি। লাশ এখনো থানায় রেয়েছে নিয়ে আসলে আমি অবশ্যই যাবো।

এই ঘটনা থেকে শিক্ষা:-আমাদের প্রতিটি সন্তানের উচিত বাবা মা যতই ভুল করুক না কেন তাদেরকে মানিয়ে নেওয়া। এবং সব সময় তাদেরকে ভালো রাখার চেষ্টা করা। সেই সাথে তাদেরকে তাদের মত করে চলতে দেওয়া। কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা-মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে আর এই বাবা-মা বৃদ্ধ হলে আমাদের উচিত তাদেরকে ভালো রাখা।

পোস্টটি লেখতে অনেক কষ্ট হচ্ছিল তারপরও লেখলাম। ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি।

"সবাই ভালো থাকবেন ধন্যবাদ"

Sort:  
 9 months ago 

এরকম ঘটনা এখন আমাদের চারপাশে অহরহ ঘটছে। তাই ছেলেমেয়েদের বিয়ের সময় যোগ্য যায়গায় বিয়ে দেয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সুন্দর বিষয় নিয়ে লেখার জন্যে।

 9 months ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।।


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

Loading...
 9 months ago 

এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। আসলে এর মূল কারন পুত্র বধূরা তাদের শশুর শাশুড়ী কে নিজের মায়ের মত দেখে না। আর মা বাবারা পুত্র বধূকে নিজের মেয়ে ভাবে না। সমস্যাটা এখানেই। আপনার দাদুর ঘটনাটি পড়ে অনেক খারাপ লেগেছে।

 9 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ে এত সুন্দর ভাবে গুছিয়ে কমেন্ট করার জন্য।।

খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন আপনি। আমাদের এখানে দেখা যায় ছেলে বা মেয়ে, বাবা-মা বৃদ্ধ হলে তাদের দিয়ে নিজের নামে সম্পত্তি লিখিয়ে নিয়ে তাদের বাড়ির বাইরে বার করে দিচ্ছে। প্রশাসনের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত।

 9 months ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।।

 9 months ago 

আসলে এমন ঘটনা আমরা প্রায় প্রত্যেক দিনই খবরের কাগজে কিংবা ফেসবুকিং করার সময় দেখতে পাই। কালকেও আমি একটা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি, যেখানে কিনা ছেলে তার মাকে প্রচণ্ড পরিমাণে লাঠি দিয়ে আঘাত করে। কেননা তার বউয়ের সাথে মা সামান্য ভাত নিয়ে তর্ক করেছিল।

একজন মা পাঁচটা সন্তান গর্ভে ধারণ করতে পারে।পাঁচটা সন্তানের যত্ন করতে পারে কিন্তু আমরা পাঁচটা সন্তান হয়ে। একজন মাকে সঠিকভাবে যত্ন করতে পারি না। কথাটা ভাবতেই মাঝে মাঝে চোখে জল চলে আসে। আমি যখন আপনার পোস্টে কমেন্ট করছিলাম। তখন আসলে ওই বৃদ্ধ কাকার আত্মহত্যার ঘটনা পড়ে অনেক বেশি অবাক হলাম। ওই মানুষটা কতটা কষ্ট পেলে আত্মহত্যা নামক শব্দটা নিজের জীবনে বেছে নিয়েছে। ধন্যবাদ শিক্ষামূলক একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 9 months ago 

খুবই চমৎকারভাবে কমেন্ট করেছেন আপু।। অনেক বাস্তব কিছু কথা বলেছেন খুবই ভালো লেগেছে আপনার কমেন্ট।।

 9 months ago 

একদিন আমিও তাদের মতোই বৃদ্ধ হবে এই কথাটা মনে রাখলেই মানুষ আর এতোটা নিষ্ঠুরের মতো আচরণ করতে পারে না। ছেলের বৌয়ের আগে ছেলেকে ভালো হতে হবে।কারন বৌঅন্য বাড়ির মেয়ে। আর ছেলে সরাসরি তার ছেলে তাই দায়িত্বও তার আগে।ছেলেকে যখন তার বাবা মায়ের প্রতি দায়িত্ব পালম করতে দেখবে তখন বৌও করবে নাহলে তার কাছ থেকে সবসময় অতটা দায়িত্ব নাও ােকতে পাওয়া যেতে পারে।
চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 9 months ago 

খুবই যুক্তিপূর্ণ একটি কমেন্ট করেছেন খুবই ভালো লেগেছে।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর এবং উপকারী একটি পোস্ট শেয়ার করার জন্য। পরিবার এর ভিতরে সবাই কে খারাপ হতে হয় না একজন থাকলে সেই ঘরে শান্তি একদম শেষ হয়ে যায়।আপনার পোস্ট টি পড়ে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57339.41
ETH 2522.28
USDT 1.00
SBD 2.31