You are viewing a single comment's thread from:

RE: প্রবিত্র জুমার দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো।

জুম্মার দিন উপলক্ষে আপনি অনেক মূল্যবান কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।জুম্মার দিনে সর্বপ্রথম যে আযান শুনে মসজিদে প্রবেশ করে তাকে আল্লাহতায়ালা উট কুরবানী দেয়ার সব দিয়ে থাকেন। দ্বিতীয় জনকে গরু কোরবানির সওয়াব দিয়ে থাকেন। এরকমই গরিবদের জন্য জুম্মার দিন হজের দিন বলা হয। মূল্যবান ইসলামিক কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Sort:  
 last year (edited)

আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো কারণ আপনি বলেছেন শুক্রবারে আপনার পবিত্র দিনে কেউ যদি আযান শুনে সর্বপ্রথম উপস্থিত হয় মসজিদে গিয়ে সে উট কোরবানির সওয়াব পাবে এবং দ্বিতীয় জন গরু কোরবানির সাওয়াব পাবেন আসলে ঠিক বলেছেন এবং আমি আমার পোস্টে বলেছি যে শুক্রবার সাপ্তাহিক পবিত্র দিনকে দুই ঈদের সাথে তুলনা করা হয় কারণ যারা গরীব তারা টাকা পয়সার না থাকার কারণে মক্কা হজ করতে যেতে পারে না তাই আল্লাহতালা এই গরিবদের জন্য এই সাপ্তাহিক চরিত্র দিনটিকে দুটি ঈদের সাথে তুলনা করেছেন তাই আমাদের এই সাপ্তাহিক পবিত্র দিনটিকে সঠিক ভাবে পালন করা উচিত আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিন আমিন।
#miwcc

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61937.20
ETH 3004.64
USDT 1.00
SBD 2.49