ট্রেন ভ্রমণ

in Incredible India2 years ago

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে এসেছি আশা করি সবারই ভালো লাগবে।

আমি পীরগঞ্জ থেকে সান্তাহার যাওয়ার সময় অনেক ভির ছিলো। এতোটা ভির ছিলো যে বলার মতো না আমি ট্রেন এর জন্য অপেক্ষা করতে লাগলাম এরি মধ্যে ট্রেন চলে আসলো। ট্রেন এ এতোটা ভির ছিলো যে উঠা কঠিন হয়ে দ্বারায়। আমি কোনোরকম করে ট্রেনে উঠে পরি।

এরপর সিট খুজার জন্য যে যাবো ভির এর জন্য আমি সামনে এগোতে ও পারছি না। শুধু আমি একা না সামনে বাকি যাত্রিরা ও এগোতে পারছিলো না । আমরা কিন্তু সবাই জানি যে ট্রেনের ছাদে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

IMG20230421161955.jpg

কিন্তু ট্রেনের বগিতে ফাকা না থাকায় অনেক মানুষ ট্রেনের ছাদের উপরে উঠেছিলো। আমি কোনদিন ও ট্রেনের ছাদের উপরে উঠিনি। আমি আবার লক্ষ করলাম যে ট্রেনের ছাদে তো কোনো রকম ধরার সুযোগ নেই তাহলে যাত্রিরা কিভাবে সেই ছাদে উঠে ভ্রমন করে ।

আমি তো অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে পুরুষ মানুষের সাহসীকতা রয়েছে বলে ট্রেনের ছাদের উপরে উঠেছিলো কিন্তু আমি মহিলা দের ও দেখলাম অনেকেই উপরে উঠেছিলো । সেখানে অবশ্য কিছু করার ছিলো না ট্রেনের বগিতে ভর্তি থাকার কারণে অনেকেই ট্রেনের ছাদের উপরে উঠেছিলো।

কিন্তু সবাইকে দেখে বুঝা যাচ্ছিলো যে আজকেই যেতে হবে কেন এটা করা যেতো না যে আজ অনেক ভির কাল রওনা দিবো । আসলে এইরকম টা কেউ কখনো করবে ও না বা চিন্তা ভাবনা মাথায় নিবেই না । আচ্ছা যাই হোক আমি অনলাইন এ টিকিট কয়েকদিন আগে কেটেছিলাম যার কারনে সিট টাও পেয়েছি।

এরপর ট্রেন বিভিন্ন স্টেশনে দাড় করাতেই অনেক যাত্রি নেমে যাচ্ছিলো। আসলে আপনারা খেয়াল করবেন যখন ট্রেন এ অনেক ভির হয় তখন বেশির ভাগই যাত্রিরা একই স্টেশনে নেমে যায় । যেমন আমাদের এখানে রয়েছে দিনাজপুর সেখানে নিয়মিত প্রতিদিন অনেক যাত্রি যাতায়াত করে থাকে।

IMG20230504141403.jpg

আর সেই সব যাত্রিদের জন্যই অনেক ভির ও হয়ে থাকে ট্রেনের বগিতে। আমি এই বিষয় টা বারে বারেই খেয়াল করে দেখেছি অধিকাংশ যাত্রিরা দিনাজপুর স্টেশনে নেমে যায়। এরপর দিনাজপুর স্টেশন এসে গেলেই অনেক যাত্রি খালি হয়ে যায় বা নেমে যায় ।

যেমন বগুড়া স্টেশন ঢাকা স্টেশন এমনকি রাজশাহী স্টেশন এইসব স্টেশনের যাত্রি খুবই বেশি দেখেছি । তো আমার গন্তব্য ছিল পীরগঞ্জ থেকে সান্তাহার পর্যন্ত এরি মধ্যে বেশির ভাগ যাত্রি ছিলো দিনাজপুর এবং পার্বতীপুরের । এরপরে তো আমি যেই বগিতে ছিলাম সেই বগির যাত্রিরা অনেকেই দিনাজপুর এবং পার্বতীপুরে নেমে যায় অবশেষে ট্রেনের বগির ভির ও কমে যায় ।

IMG20230504141418.jpg

ঠিক আছে আজকে এই পর্যন্তই আশাকরি পোস্ট টি আপনাদের ভালো লাগবে । আর যেসব আমি বলেছি একমত থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
Loading...
 2 years ago 

ট্রেনে চরার মজাই আলাদা ৷ আমিও অনেক বার ট্রেনে চরেছি ট্রেনের এক বগি থেকে আরেক বগিতে ঘুরা যায় ৷ ট্রেনে ভিআইপি বগি রয়েছে সেগুলোতে শুয়ে থেকে নিজের ইচ্চে মত ভ্রমন করতে পারবেন ৷ আপনার ট্রেন ভ্রমন অনেক আনন্দ হোক ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

 2 years ago 

আপনার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আপনার পোস্টের প্রথমে দেখলাম যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করছে। এটা আসলে মোটেও নিরাপদ নয়।

আপনার অভিজ্ঞতাটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন।এটা পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনার আনন্দঘন মুহূর্তে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক,,, এই কামনাটাই করছি ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.034
BTC 89803.98
ETH 3102.93
USDT 1.00
SBD 2.81