How does being human harm people :

in Incredible Indialast year
প্রিয় স্টিমিয়ামন

সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ঘটনা নিয়ে।আমার ঘটনার বিষয়বস্তু হলো মানুষ হয়ে আরেকটি মানুষের কিভাবে ক্ষতি করে।মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও অনেক মানুষ আছে যারা পশুর মত আচরণ করে।

IMG_8314~2.jpg

আমার এলাকা ছিল সুন্দরতম একটি পরিবেশ।সেখানে ছিল অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য।কিছুদিন পর আমাদের এলাকার একজন কলেজের প্রভাষক সে গ্রীন প্যারাডাইস নামে একটি সুন্দরতম পার্ক তৈরি করেন
সেই পার্কে ছিল নানা ধরনের সুন্দরতম দৃশ্য পার্কের ভিতর ছিল সুইমিং পুল, রেস্টুরেন্ট,নানা বিচিত্রতম গাছপালা এবং সেই পার্কের পেছনে ছিল বিশাল আকৃতির একটি লেক।সেখানে প্রতিদিনই অনেক ধরনের মানুষ যাতায়াত করতেন।এই পার্কের মাধ্যমে তার ভালই টাকা পয়সা উপার্জন হচ্ছিল।সে পার্কে সুন্দরতম দৃশ্য হওয়ার কারণে নানা ধরনের মানুষ এখানে ঘুরতে আসতো।আমরাও বন্ধুরা মিলে তাই সেখানে ঘুরতে যেতাম।

কিছুদিন পর সে পার্কের মালিক একটি সমস্যার সম্মুখীন হয়,সমস্যাটি হলো ওই এলাকারই কিছু অসাদু লোক,সেখানে তাদের প্রতিনিয়ত বিরক্ত করতে শুরু করল সেই অসাধু লোকদের দাবি হলো
তাদের এলাকায় এত সুন্দর একটি পার্ক করেছে তাদের কেন বলা হলো না এবং তাদের কেন টাকা দিল না।তারা কয়েকটি ছেলেপেলে নিয়ে সেই সুইমিং পুলে গোসল করাতো এবং মালিক পক্ষ টাকা চাইলে তাদের হুমকি দিত এবং টাকা না দিয়ে সেখান থেকে চলে আসে।এভাবে তারা দু একদিন পরপরই তাদের এই অত্যাচার করতে থাকে।

IMG_8232.JPG

মালিকপক্ষ কিছুদিন পর প্রশাসনের কাছে যায় কিন্তু সেখানে গিয়ে তাদের সেরকম কোনো লাভ হয় না।এই প্রশাসনের কাছে যাওয়ার কারণে সেই লোকেরা আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা আরো বেশি বিরক্ত করতে শুরু করে।
কিন্তু সেই কলেজের প্রভাসক ছিল অনেক সৎ সে কিছুতেই তাদের ঘুষ দিতে চাইছিল না,তার অভিমত হলো আমার টাকায় আমি পার্ক তৈরি করেছি তাদের কেন আমি ঘুষ দিব,আমার জীবন থাকতে আমি কাউকে ঘুষ দিব না।ধীরে ধীরে তাদের বিরক্তি মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছিল।ধীরে ধীরে পার্কটি বন্ধ হয়ে যাচ্ছিল।এক পর্যায়ে সে পার্কটি শেষমেষ বন্ধ হয়ে যায়।

IMG_8394.JPG

আমাদের প্রত্যেকটি এলাকায় এরকম কিছু লোক থাকে যারা অন্যের ভালো সহ্য করতে পারেনা।তারা সবসময় এটাই চায় যে তাদের থেকে কেউ যেন বড় কিছু না হতে পারে।এখানে কলেজের প্রভাষক ছিল অত্যন্ত সৎ ব্যক্তি,তিনি এলাকায় একটি ভালো কিছু করেছিল কিন্তু কিছু অসৎ লোকের কারণে তার সেই কাজটি বন্ধ হয়ে যায়।

আজ এই পর্যন্তই আপনাদের সাথে অনেক কথাই বললাম আমার কথায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidNokia C21 pro
Camera16px camera
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Sort:  
Loading...
 last year 

আমাদের প্রত্যেকটি এলাকায় এরকম কিছু লোক থাকে যারা অন্যের ভালো সহ্য করতে পারেনা।তারা সবসময় এটাই চায় যে তাদের থেকে কেউ যেন বড় কিছু না হতে পারে।এখানে কলেজের প্রভাষক ছিল অত্যন্ত সৎ ব্যক্তি,তিনি এলাকায় একটি ভালো কিছু করেছিল কিন্তু কিছু অসৎ লোকের কারণে তার সেই কাজটি বন্ধ হয়ে যায়।

  • আপনি দেখলাম সমাজের এক নির্মম চিত্র উপস্থাপন করেছেন যেখানে অসৎ লোকেরা রাজত্ব করছে। আসলে এটা আমাদের দেশ ও সমাজের জন্য এক খারাপ দৃষ্টান্ত।

  • কেউ সততা বিসর্জন দিতে নারাজ অন্যদিকে কেউ এই ব্যক্তির সততার সুযোগ নিতে প্রস্তুত। প্রশাসনিক ভাবে সঠিক পদক্ষেপ যদি কোনদিন নেওয়া সম্ভব হয় আমাদের দেশে তাহলেই হয়তোবা এই সমস্যা দূর করা সম্ভব।

  • কারণ যেখানে প্রশাসনই মুখ বুজে আছে অর্থাৎ তাদের হাত-পা বাঁধা। আসলে এভাবে চলতে পারেনা।

  • বেশ খারাপ লাগলো আপনার ঘটনাটি পরিদর্শন করার পর। দেশের কোন এলাকাতে এরকম পরিস্থিতি এখনও রয়েছে এটা জানার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু কস্ট করে আমার পোস্টটি পরার জন্য🥰🥰

 last year 

আজকে আপনি আপনার পোষ্টের সমাজের নির্মম বাস্তবতাটা তুলে এনেছেন। একদমই ঠিক বলেছেন,,, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে। যারা অন্যের ভালো দেখতে পারে না।

এমন কিছু মুখোশধারী মানুষের সাথে আমরা প্রতিনিয়ত চলাচল করি। যারা কিনা আমাদের ভালো দেখতে চায় না। কিংবা আমাদের থেকে একটু নিচু মানের যারা রয়েছে। তাদের ভালোটাও তাদের সহ্য হয় না।

আজকে আপনার পোস্টে আমি বাস্তবতাটা টের পেয়েছি,,,, এবং সমাজের কিছু মানুষ সম্পর্কে জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48