You are viewing a single comment's thread from:

RE: How does being human harm people :

in Incredible Indialast year

আমাদের প্রত্যেকটি এলাকায় এরকম কিছু লোক থাকে যারা অন্যের ভালো সহ্য করতে পারেনা।তারা সবসময় এটাই চায় যে তাদের থেকে কেউ যেন বড় কিছু না হতে পারে।এখানে কলেজের প্রভাষক ছিল অত্যন্ত সৎ ব্যক্তি,তিনি এলাকায় একটি ভালো কিছু করেছিল কিন্তু কিছু অসৎ লোকের কারণে তার সেই কাজটি বন্ধ হয়ে যায়।

  • আপনি দেখলাম সমাজের এক নির্মম চিত্র উপস্থাপন করেছেন যেখানে অসৎ লোকেরা রাজত্ব করছে। আসলে এটা আমাদের দেশ ও সমাজের জন্য এক খারাপ দৃষ্টান্ত।

  • কেউ সততা বিসর্জন দিতে নারাজ অন্যদিকে কেউ এই ব্যক্তির সততার সুযোগ নিতে প্রস্তুত। প্রশাসনিক ভাবে সঠিক পদক্ষেপ যদি কোনদিন নেওয়া সম্ভব হয় আমাদের দেশে তাহলেই হয়তোবা এই সমস্যা দূর করা সম্ভব।

  • কারণ যেখানে প্রশাসনই মুখ বুজে আছে অর্থাৎ তাদের হাত-পা বাঁধা। আসলে এভাবে চলতে পারেনা।

  • বেশ খারাপ লাগলো আপনার ঘটনাটি পরিদর্শন করার পর। দেশের কোন এলাকাতে এরকম পরিস্থিতি এখনও রয়েছে এটা জানার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Sort:  
 last year 

অনেক ধন্যবাদ আপু কস্ট করে আমার পোস্টটি পরার জন্য🥰🥰

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59207.00
ETH 2507.08
USDT 1.00
SBD 2.53