You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 21 jun 2024 ||

in Incredible India2 months ago

যেহেতু বাড়িতে রয়েছেন। নিজের পরিবারের কাজগুলো সবার সাথে মিলেমিশে করার চেষ্টা করছেন। এটা ঠিক যদি একটু গরম পড়ে পল্টি ফার্মের মধ্যে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই আপনারা ওখানে পানি দিয়ে সেটা ঠান্ডা করার চেষ্টা করেছেন।

আমাদের এখানে বর্তমান সময়ে নৌকা তেমন একটা দেখা যায় না বললেই চলে। তবে বিকেল বেলায় নৌকায় ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে। আপনারা সেখানে গিয়ে আবার মাছ ধরেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

ঠিক বলেছেন আপু বাড়িতে থাকলে মা-বাবার সাথে কাজে সাহায্য করতে পেরে অনেক ভালো লাগে।
আর লেয়ার ফার্মে মুরগিদের একটি গরম লাগলেই হার্ট এটাকে মারা যায় দুদিন আগে দুইটা মুরগি হার্ট এটাকে মারা গেছে সেজন্যই গরম আসলে বেশি সতর্ক থাকতে হয়।

আমাদের একটি বড় বিল আছে যাতে মাছ চাষ করে বিকেল বেলা একটু নৌকাতে উড়তে মন চাইলো তাই নৌকাতে উঠছিলাম নৌকা চালাইতে আমারও খুব ভালো লাগে বাইরে থাকায় কালীন নৌকা ছাড়াতে পারি না।

আর আমাদের বিলে একটু জোরে নৌকা চালালেই মাছ উঠে যায়। তাই একটু জোরে চালাচ্ছিলাম একটি মাছ উঠে গেছিল।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য

 2 months ago 

পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে কাজ করার মত যেমন আনন্দ আছে। সেই কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে আমাদের যদি কোন জিনিস থাকে সেটাকে অবশ্যই কাজে লাগানো উচিত। যেমন আপনারা আপনাদের বিলের মধ্যে মাছ চাষ করে বেশ ভালো একটা টাকায় করছেন। আর মুরগি পালন করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয়।গরমকালে কেননা অতিরিক্ত গরমে মুরগি মারা যাওয়ার সম্ভাব না থাকে। তাই সতর্কতা অবলম্বন করা একেবারে প্রয়োজন।

বিকেল বেলায় নৌকায় ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। আপনার নৌকার ফটোগ্রাফি দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। এবং খুব ইচ্ছে করছিল যদি একটু ঘুরে বেড়াতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আপনাদের পুকুরে হয়তো বা অতিরিক্ত মাছ। যার কারণে আপনারা নৌকা চালানোর সাথে সাথে মাছ উঠে গেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58363.73
ETH 2484.43
USDT 1.00
SBD 2.39