Better life with steem || The Diary Game || 21 jun 2024 ||

in Incredible Indialast month

1718984461885.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।কেমন আছেন বন্ধুরা ? আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আছি আমি আপনাদের মাঝে নতুন একটি ডাইরেক এমনি হাজির হয়ে।

সকাল বেলা

প্রতিদিনের মতোই এলাম শব্দে ঘুম ভাঙ্গে প্রতিদিন মতোই আজকে সকালবেলা ৩০ মতো হাটাহাটি করে, পোল্ট্রি ফার্মে চলে আসি কাজ করার জন্য আজকেও মুরগি কে খাবার পানি আর ফ্লোর পরিষ্কার করে বাড়িতে চলে আসছি।

কিছুক্ষণ শুয়ে থাকি নয়টার দিকে সকালের খাবার তৈরি হয়ে যায়। তাই আম্মু ডাক দেই খাবার খাওয়ার জন্য ,সকালে খাওয়া-দাওয়া শেষ করে, কিছুক্ষণ রেস্ট নিয়ে ।শিং মাছের খাদ্য আর আমাদের ছোট পুকুরে ছোট ছোট মাছের খাদ্য দিয় । আর আব্বু আমাদের বড় বিলে পাঙ্গাস খাদ্য দেয়। যাওয়ার শেষ করে আমি বাড়িতে চলে আসছি।

আম্মু আমার জন্য আমাদের গাছের থেকে আম পেরে জুস তৈরি করে রেখেছিল। আজকে মোটামুটি একটু গরমে পড়ছেন তাই আম্মুর হাতে আম্মুর জুস খাওয়াটা অনেক সুস্বাদু ছিল টকজাল মিষ্টি।

IMG20240621122309_BURST001_COVER.jpg

IMG20240621162604.jpg

কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু মোটামুটি একটু গরম তাই একটু গরম থাকলেই আমাদের মোটর অন করে পোল্টির ছাদে পানি দেওয়া হয় ,ঠান্ডা হওয়ার জন্য। তাই ওটা অন করে আজকে শুক্রবার জুম্মার আযান দিয়ে দিয়েছে।

দুপুরবেলা

গোসল করে মসজিদে চলে আসি কে আবার আমার ছোট ভাইয়ের জন্য নামাজ শেষে মিলাদ পড়াবে।

গোসল শেষ করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেই এবং নামাজ শেষ করে মিল্লাত দিয়ে বাড়িতে চলে আসি ।এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে তিনটার দিকে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করি। আমি আম্মু আব্বু পোল্ট্রি ফার্মে চলে আসি প্রতিদিনের মতোই আজকের ডিম তোলার জন্য।

IMG20240621154535.jpg

আজকেও আমি একা ডিম তুলি আর আম্মু আব্বু খাবার দেয় ।ডিম তুলতে নোট তুলতে বলের মত একটি ডিম পায় হাত থেকে পড়েও বলের মত আবার উপরে উঠে পড়লো। পোল্ট্রি ফার্মে কত রকমের ডিম পাওয়া যায় তা বলার বাইরে ছোট বড় চাম্বল ডিম ডাবল ডিম ট্রিপল ইত্যাদি।

IMG20240621162549.jpg

IMG20240621162523.jpg

ডিম তুলা শেষ করে আম্মু আব্বুর এখনো খাদ্য দেওয়া শেষ হয় নাই ।তাই মোটর অন করা ছিল আগেই তাই মুরগি পানি অনেক নষ্ট করে পানির মধ্যে অনেক খাদ্য পড়ে থাকেন। এবং পানি খারাপ এগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে আবার নতুন পানি দেই।

বিকেল বেলা

পানি দেওয়া শেষ করি আমি তাদেরও খাদ্য দেওয়া শেষ হয়ে যায়। তাই মটর অফ করে বাড়িতে চলে আসি ।কিছুক্ষণ রেস্ট নিয়ে আজকে খুব নৌকায় উঠতে মন চাইছে। তাই ছোট চাচাতো ভাইকে নিয়ে নৌকা চালাই ।

IMG20240621181537.jpg

IMG20240621181427.jpg

আমাদের বিলে একটু জোরে নৌকা চালালে মাছ উঠে তাই কিছুক্ষণ জোরে চালিয়ে একটা মাছ উঠাই মাছটা মোটামুটি বড়ই ছিল তাই ওটা কি আবার ছেড়ে দেই।

IMG20240621181945.jpg

IMG20240621181939.jpg

সন্ধ্যা হয়ে আসছে তাই সন্ধ্যার দিকে নৌকাতে না থাকাই উত্তম তাই আর নৌকা না চালিয়ে বাড়িতে চলে আসি।

সন্ধ্যাবেলা +রাত্রিবেলা

এবং প্রতিদিনের মতোই পোল্ট্রি ফার্মে চলে আসি লাইটগুলো জ্বালিয়ে দিতে ।আর শিং মাছের পুকুরে মোটর অন করতে। বিকেল বেলা আম্মু আম গাছ থেকে আম পাড়ে আর কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ে এগুলো আমাকে খাওয়ার জন্য। কারণ কালকে আমি চলে যাব।

তাই আজকে গরম কয়েকটা কাঁঠাল কোষ খাই আর ভালো লাগলো না ।তাই আমি এসে পড়লাম, কিছু পর আম্মু আম নিয়ে আসে আর খেতে পারছি না তাই কিছুক্ষণ পরে খাবো বলে রেখে দেই।

IMG20240621212317.jpg

সত্যি বাড়িতে আসলে খাবারের উপর খাবার খাওয়া লাগে খেতে খেতে আর ভালো লাগেনা আর বাইরে থাকলে কত খাবার না খেতে মন চায় কিন্তু খেতে পারি না।

সন্ধ্যা বেলা অনেক খাবার খেলাম আম কাঁঠাল খেয়ে আমি আর আম্মু কিছুক্ষণ গল্প করে ল্যাপটপে একটি নাটক দেখি আর রাত্রের খাবার খাই। খাওয়া শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নেই।

তারপরে ই পোস্ট লিখতে শুরু করি, আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
 last month 

মুরগির খামারে নানা ধরনের নানা সাইজের ডিম পাড়ায়। অনেক সময় জোড়া কুসুমের ডিম পাড়ায় আবার অনেক সময় ছোট আকারের ডিম পাড়ায়। নৌকা ভ্রমণ আমার খুব প্রিয় তবে বড় নদীতে গেলে ভয় লাগে। নৌকা চালালে মাছ ওঠে এটা তো বেশ মজার। আপনিও জোরে নৌকা চালালে মাছ ওঠে এবং সেটাকে আনার ছেড়ে দিয়েছিলেন। শিং মাছের পুকুরে হয়ত নিয়মিত মটর দিয়ে জল দিতে হয়। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

TEAM 7

Congratulations! Your comment has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen
 last month 

Thank you mam🙏

Loading...

TEAM 7

Congratulations! Your post has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen
 last month 

মাছের খাবার দেওয়ার পর বাসায় এসে দেখেন আপনার আম্মু আপনার জন্য ফলের জুস বানিয়ে রেখেছেন।এটা খুবই সুন্দর বিষয়। মায়ের ভালোবাসার তুলনা হয় না।আপনি প্রতিদিন অনেকগুলো করে ডিম উত্তোলন করেন আর তার মধ্যে থেকে নানান রকমের ব্যতিক্রমী ডিম পেয়ে থাকেন।ধন্যবাদ জানাই আপনার সুন্দর একটা দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

ঠিক বলেছেন ভাই মায়ের ভালোবাসা কোন তুলনা হয় না, মাছের খাদ্য দিয়ে এসে প্রচন্ড গরম অনুভব করি এবং শরীর থেকে অনেক ঘাম আমাদের পোল্ট্রি ফার্ম হাজার পনেরশো মুরগি আছে উপর থেকে আমাদের প্রতিদিন হাজার বারোশো ডিম উঠে আসলে মজাদার বিষয় , ধন্যবাদ আমার পোস্টটি পড়াতে সুন্দর একটি কমেন্ট করার জন্য

 last month 

যেহেতু বাড়িতে রয়েছেন। নিজের পরিবারের কাজগুলো সবার সাথে মিলেমিশে করার চেষ্টা করছেন। এটা ঠিক যদি একটু গরম পড়ে পল্টি ফার্মের মধ্যে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই আপনারা ওখানে পানি দিয়ে সেটা ঠান্ডা করার চেষ্টা করেছেন।

আমাদের এখানে বর্তমান সময়ে নৌকা তেমন একটা দেখা যায় না বললেই চলে। তবে বিকেল বেলায় নৌকায় ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে। আপনারা সেখানে গিয়ে আবার মাছ ধরেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

ঠিক বলেছেন আপু বাড়িতে থাকলে মা-বাবার সাথে কাজে সাহায্য করতে পেরে অনেক ভালো লাগে।
আর লেয়ার ফার্মে মুরগিদের একটি গরম লাগলেই হার্ট এটাকে মারা যায় দুদিন আগে দুইটা মুরগি হার্ট এটাকে মারা গেছে সেজন্যই গরম আসলে বেশি সতর্ক থাকতে হয়।

আমাদের একটি বড় বিল আছে যাতে মাছ চাষ করে বিকেল বেলা একটু নৌকাতে উড়তে মন চাইলো তাই নৌকাতে উঠছিলাম নৌকা চালাইতে আমারও খুব ভালো লাগে বাইরে থাকায় কালীন নৌকা ছাড়াতে পারি না।

আর আমাদের বিলে একটু জোরে নৌকা চালালেই মাছ উঠে যায়। তাই একটু জোরে চালাচ্ছিলাম একটি মাছ উঠে গেছিল।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য

 last month 

পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে কাজ করার মত যেমন আনন্দ আছে। সেই কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে আমাদের যদি কোন জিনিস থাকে সেটাকে অবশ্যই কাজে লাগানো উচিত। যেমন আপনারা আপনাদের বিলের মধ্যে মাছ চাষ করে বেশ ভালো একটা টাকায় করছেন। আর মুরগি পালন করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয়।গরমকালে কেননা অতিরিক্ত গরমে মুরগি মারা যাওয়ার সম্ভাব না থাকে। তাই সতর্কতা অবলম্বন করা একেবারে প্রয়োজন।

বিকেল বেলায় নৌকায় ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। আপনার নৌকার ফটোগ্রাফি দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। এবং খুব ইচ্ছে করছিল যদি একটু ঘুরে বেড়াতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আপনাদের পুকুরে হয়তো বা অতিরিক্ত মাছ। যার কারণে আপনারা নৌকা চালানোর সাথে সাথে মাছ উঠে গেছে।

 last month 

প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে পোল্ট্রি ফার্মে গিয়ে কাজ করেছেন।
মায়ের হাতে বানানো জুস খেতে তো সুস্বাদু হবেই। আপনাদের থেকে অনেক বড় বিল আছে। আমিও শুনেছিলাম বিলের মাঝে অনেক জোরে নৌকা চালালে লাফ দিয়ে মাছ উপরে উঠে। আপনাকে নৌকা চালানো অবস্থায় দেখতে কিন্তু ভালই লেগেছে।

সারাদিনের মুহূর্তগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 last month 

ধন্যবাদ ভাই, আমার পোস্টে পড়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67808.66
ETH 3248.00
USDT 1.00
SBD 2.67