RE: আত্মনিয়ন্ত্রণ আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ
জীবনে উপরে ওঠার সিঁড়ি একেবারেই কঠিন। যেখানে উঠতে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু আমরা যখন নিচে নামার চেষ্টা করি। তখন খুব দ্রুত সেটা শেষ হয়ে যায়। কিন্তু ওঠার সময় মনে হয় এ যেন অনন্তকাল সিঁড়িতে পার করার পরেও, আমরা সেটাতে উঠতে পারবো না।
আত্মার নিয়ন্ত্রণ আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত করতে পারবো না। যতক্ষণ না আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আসলে বর্তমান সময়ে ইউটিউব এবং ফেইসবুক এর মধ্যে রিলিস খুবই মারাত্মক একটা ভাইরাসের মতো।
একবার যদি এর ভেতর আমরা ঢুকে যাই। তখন বাহির হতে অনেকটা সময় লেগে যায়। বিশেষ করে আমি যদি কালকে রাতের কথা বলি। আমি দশটার সময় হঠাৎ করে ফেসবুকে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তারপরে ফেসবুক ঘাঁটাঘাঁটি করতে করতে আমি একটু নিচে গেলাম।
একটু পরে আমি ছোট ছোট কিছু ভিডিও দেখা শুরু করলাম। দেখতে দেখতে কখন যে বারোটা বেজে গেল, আমি নিজেও বুঝতে পারলাম না। আর ওখান থেকেই বুঝতে পারলাম এটা একেবারেই মারাত্মক ভাইরাসের মতো। এটা আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দেয়। ধন্যবাদ উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।