You are viewing a single comment's thread from:

RE: The dairy game || The village day|| 15th June 2024

in Incredible India2 months ago

ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে দেখছি খুব সুন্দর মুহূর্তগুলো পার করছেন। আসলে নিজের গাছের ফরমালিন মুক্ত কাঁঠাল খাওয়ার মজাটাই অন্যরকম। আপনার মেয়ে দেখছি গ্রামে গিয়ে একেবারেই অন্যরকম হয়ে গেছে। গ্রামের হাওয়া বাতাস তার গায়ে লাগার কারণে গ্রামীন পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে নেয়ার চেষ্টা করছে। ধন্যবাদ ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে কাটানো আনন্দঘন মুহূর্তটা, আমাদের সাথে উপস্থাপন করার জন্য।ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

গ্রাম বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্যেই ভালো। গ্রামের মানুষ এই কারণেই অসুস্থ হয় কম, বিশেষ করে গ্রামের বাচ্চারা দেখবেন অনেক শক্ত হয়, আর শহরের বাচ্চারা বয়্যলার এর মত হয়, একটুতেই অসুখ ধরে। আমার মেয়ে গ্রামে গিয়ে মাশাল্লাহ অনেক অনেক ভালো আছে।

 2 months ago 

একদম ঠিক বলেছেন গ্রামের মানুষ কঠোর পরিশ্রম করে এবং তাজা মাছ শাকসবজি খেয়ে থাকে। একেবারেই ফরমালিনমুক্ত ফল তারা খেতে পারে। তাই তাদের শরীর ঘটন এবং অনেক দিক থেকেই ভালো হয়। আপনার মেয়ের গ্রামে এসে ভালো আছে জানতে পেরে ভালো লাগলো। গ্রামীণ পরিবেশে থাকতে অসম্ভব ভালো লাগা কাজ করে। বিশেষ করে সকালবেলা হাঁটাহাঁটি করা, বিকেলে গ্রামের সৌন্দর্য উপভোগ করার মধ্যে, অন্যরকম একটা মজা রয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45