You are viewing a single comment's thread from:

RE: ভেজিটেবল পাকোড়া রেসিপি

in Incredible India2 months ago

ভাজাপোড়া আমরা সবাই পছন্দ করি। আজকে আপনার পাকোড়া তৈরি করার রেসিপি পোস্ট দেখে সত্যি কথা বলতে অনেক লোভ লেগে গেল। আজকে বিকেলেই তৈরি করার চেষ্টা করব। সবজি পিঠা বলা হয় আমাদের এখানে। আমরা মাঝে মাঝেই তৈরি করে থাকি। বিশেষ করে শীতের সময় তৈরি করে থাকি অনেক বেশি। কেননা তখন সব ধরনের সবজি খুব সহজেই পাওয়া যায়। এখন একটু কষ্ট হয়ে যাবে কিন্তু তারপরেও পাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাকোড়া তৈরি করার পদ্ধতি, আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 
  • হ্যাঁ আপু সময় সুযোগ করেই বানাবেন। আপনি একদমই ঠিক বলেছেন শীতকালে যে পরিমাণে সবজি পাওয়া যায় এই সময় তত পরিমাণে সবজিগুলো পাওয়া যায় না। তাই আপনার এলাকায় বলা সহযোগিতা গুলো বানানোর অনেকটাই কঠিন হয়ে যাবে তবে চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
 2 months ago 

কঠিন হয়তো বা হবে না একটু খুঁজে বের করতে হবে এতো টুকুই। আপনি চাইলে এই পিঠা তৈরি করার ক্ষেত্রে ম্যাগি মাসালা টা ব্যবহার করেন, যেটা বর্তমান সময়ে বাজারে পাওয়া যায় প্রতি প্যাকেট ৫ টাকা করে। তার সাথে সামান্য পরিমাণ একটু কাঁচা মরিচ বাড়িয়ে দেন। তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার অবশ্যই আমি বানাবো।

 2 months ago 
  • সেটাই এখন পাওয়া যায় না এমন কোন কিছু নেই সারা বছরেই সারা সবকিছু পাওয়া যায় শুধু একটু সময় নিয়ে খুঁজে বের করতে হয়। আর হাতে টাকা থাকলে বাঘের চোখে পাওয়া যায়। আপনি সময় করে বানাবেন ।আর আপনার উপদেষ্টা মেনে চলবো ভবিষ্যতে বানালেন আপনার দেয়া উপকরণ গুলো ব্যবহার করব ইনশাআল্লাহ।
 2 months ago 

একদমই ঠিক বলেছেন, আমাদের এখানে তো বলা হয়ে থাকে যদি খুঁজতে শুরু করো তাহলে আল্লাহকে ও পেয়ে যাবে। এখানে তো মাত্র শুধু কিছু জিনিস আর টাকা থাকলে বাঘের দুধ কিনতে পাওয়া যায়। অবশ্যই চেষ্টা করবেন আমি যে উপকরণ গুলো দিয়েছি সেগুলো ব্যবহার করার জন্য। দেখবেন খেতে অসাধারণ লাগবে। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 months ago 
  • পরবর্তীতে বানালে আপনার দেওয়া উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করব। তবে আমার কাছে মনে হচ্ছে উপকরণগুলো ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ধন্যবাদ পোস্টটি রিলেটেড মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58270.16
ETH 2600.36
USDT 1.00
SBD 2.39