SEC17/W1|Heaven and Hell fantasy or reality?

in Incredible India4 months ago
Blue and Yellow Illustrated Islamic Muslim Isra Miraj Event Poster_20240409_094845_0000.png edited canva

Image source

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষা করার পর, আমরা আমাদের কমিউনিটির মধ্যে এংগেজমেন্ট চ্যালেঞ্জ পেয়েছি। আজকে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। এ সপ্তাহের প্রতিযোগিতার টপিক আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করব নিজের মতো করে, প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে উপস্থাপন করার জন্য।

অবশ্যই আমি আমার প্রশ্নের উত্তর দেয়ার আগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই।

@jakaria121, @sampabiswas, @mukitsalafi

আপনারা এখানে অংশগ্রহণ করুন এবং আপনাদের নিজের মূল্যবান মতামত, অবশ্যই প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে, শেয়ার করার চেষ্টা করুন।

পবিত্র কোরআনে একবার নয়, অনেকবার স্বর্গ নরক অর্থাৎ আমাদের জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়েছে। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার সময় হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী। কার কখন ডাক আসবে সেটা আমরা কেউ জানিনা। এ পৃথিবী ছেড়ে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে।

আল্লাহ তাআলা যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তখন আমাদের কাঁদে দুইজন ফেরেশতা দিয়েছেন। যারা কিনা প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে আমরা কোনটা ভালো কাজ করছি, কোনটা মন্দ কাজ করছি লিখতে থাকে।

আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব এবং রোজ কেয়ামতের দিন, হাশরের ময়দানে সবাইকে যখন হিসাবের জন্য দাঁড় করানো হবে। তখন আমাদের হাতে আমাদের এই আমলনামা দেয়া হবে এবং আমাদের জন্য বিচারের ব্যবস্থা করা হবে। ওই বিচারে যাদের ভাল কাজ বেশি থাকবে। তারাই একমাত্র স্বর্গ অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে, আর যাদের কাজ একেবারেই খারাপ থাকবে। তারা নরক অর্থাৎ জাহান্নামে প্রবেশ করবে।

Do you believe there is a place named heaven and hell out of this world? Justify your belief.

pexels-photo-433029.jpeg

Image source

এই প্রশ্নের উত্তরে আমি অবশ্যই বলব, আমি বিশ্বাস করি এই পৃথিবীতে স্বর্গ নরক নামের একটা জায়গা আছে। যেখানে একটা সময় আমাদের সবাইকে গিয়ে পৌঁছাতে হবে।

আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" (সংগৃহীত) আল্লাহ এক অদ্বিতীয় তার কোন ইলাহ নেই। একমাত্র আল্লাহকে বিশ্বাস করেই আমরা এই পৃথিবীতে বসবাস করি এবং আমরা এটাও বিশ্বাস করি। মৃত্যুর পর আমাদেরকে আবারো পুনরুজ্জীবিত করা হবে এবং আমাদেরকে স্বর্গ নরক দুইটা জায়গায় ফেলা হবে।

তাই আমি অবশ্যই বিশ্বাস করি স্বর্গ নরক আমাদের জন্য অনিবার্য। আমরা যতই অহংকার করি না কেন? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে ওই জায়গায় অবশ্যই পৌঁছাতে হবে! তাই এ পৃথিবীতে অনেক বেশি ভালো কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) যে পথে আমাদেরকে চলতে বলেছে। আমাদেরকে অবশ্যই সেই পথে চলতে হবে। তাহলেই আমরা স্বর্গ অর্থাৎ জাহান্নামে প্রবেশ করতে পারবো।

Do you believe karma decides our future, and we get results according to the same?

এক্ষেত্রে আমি বলবো, আমি অবশ্যই বিশ্বাস করি আমরা যেমন কর্ম করবো তার ফলাফলটা ও ঠিক তেমন পাবো। আমরা যদি নিজেদের শরীরের শক্তি দিয়ে জোর দিয়ে কোন মানুষকে আঘাত করি, অথবা তার মনে কষ্ট দেই। একটা সময় দেখা যাবে, সেই মানুষটা আমাদের উপর বিরক্ত হয়ে, সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করবে। আল্লাহ তায়ালা তখন আমাদেরকে আমাদের কর্মের ফলাফলটা ও আমাদের সামনে প্রকাশ করবে।

pexels-photo-999267.jpeg

Image source

আমরা যদি কারো উপকার করতে না পারি, তাহলে কারো ক্ষতি করার চিন্তা করা মোটেও ঠিক না। এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে। এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে অবশ্যই অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করা উচিত। যদি আমাদের পক্ষে সেটা সম্ভব না হয়। তাহলে অবশ্যই তাদের ক্ষতি করা থেকে দূরে থাকা উচিত, কারণ আমরা এই পৃথিবীতে যেমন কর্ম করবো, তার ফলাফলটা ও ঠিক তেমনি ফিরে পাব।

ভবিষ্যৎ বলা যায় একেবারেই অন্ধকার, কি হবে সেটা আমরা কেউ জানিনা। তবে বর্তমান টাকে খুব সুন্দর ভাবে সৎ পথে উপভোগ করা উচিত। যতোটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে, মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলেই হয়তোবা আমাদের সবার ভবিষ্যৎ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে।

Do you believe immortality and chasteness are some factors that affect our lifestyle? Describe

pexels-photo-8513075.jpeg

Image source

অবশ্যই আমি বিশ্বাস করি অমরত্ব এবং পবিত্রতা, আমাদের জীবন ধারাকে অনেকটাই পরিবর্তন করতে পারে।আমরা অবশ্যই এখানে বিভিন্ন ধর্মের মানুষ কাজ করি। তবে নিজের ধর্ম এবং নিজের বিশ্বাস আস্থা একমাত্র সৃষ্টিকর্তার ওপর থাকতে হবে। আমরা যদি পাক-পবিত্র হয়ে আল্লাহ তায়ালাকে স্মরণ করি। তিনি অবশ্যই আমাদেরকে পবিত্রতার সাথে, আমাদের জীবনধারাকে পরিবর্তন করতে সাহায্য করবে।

এ পৃথিবীতে অমরত্ব কেউ লাভ করেনি। এটা চিন্তা করা একেবারেই বোকামি, আর যেই মানুষগুলো এই কথাটা চিন্তা করে। তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল কে বিশ্বাস করে না। তাই তারা মানুষের মধ্যে এই ধরনের কুসংস্কার ছড়িয়ে বেড়ায়। পবিত্রতার সাথে আল্লাহকে স্মরণ করে বিশ্বাস করতে হবে। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। যতটুকু সম্ভব আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে হবে।

আমরা যখন পরকালে যাব, তখন আমাদের ভালো কাজের জন্য চিরস্থায়ী জান্নাত পাওয়ার পর। আমাদের জীবনে আমরা অমরত্ব লাভ করতে পারব। যেটা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে করুনা করে দান করবেন। এই পৃথিবীতে কেউই অমরত্ব লাভ করতে পারেনি, আর কখনো পারবেও না।

সত্যের সাথে লড়াই করে একদিন বেচে থাকা উত্তম। কিন্তু কুসংস্কার এবং আল্লাহকে বিশ্বাস না করে হাজার বছর বেঁচে থাকার চাইতে। তাই অবশ্যই আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। সব সময় ভালো কাজ করার জন্য, ভালো পথে চলার জন্য। তাহলেই আমরা আমাদের জীবনকে পবিত্রতার সাথে পরিবর্তন করে, আল্লাহর কাছে গিয়ে পৌঁছাতে পারবো।

ঠিক জানিনা কতটুকু প্রত্যেকটা প্রশ্নের মূল্যায়ন করতে পেরেছি। তবে চেষ্টা করেছি নিজের মতো করে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

Hello friend greetings to you, hope you are doing well and good there.

You have strong believe on Heaven and Hell. You have said that, We must leave this world one day, and our time in this world is too short. Very true my friend. Know one knows when we leave this world. You have given the references of the Holy Quran, In the Holy Qur'anmany times heaven and hell have been mentioned. Yes this is true and it's repeat in the Quran many times.

I wish you very best of luck in this contest.

 4 months ago 

আপু সর্বপ্রথম প্রতিযোগীতায় আপনার সাফল্য কামনা করছি। আপনার লিখা পড়ে বেশ ভালো লাগছে। আপনি সবগুলো প্রশ্নের উত্তর সাবলীলভাবে দিয়েছেন। জান্নাত জাহান্নাম নিয়ে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। আল্লাহ্‌ তা'লা এবং রাসুল (সাঃ) বিভিন্ন কথা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আপনি কর্মফলে বিশ্বাসী। সত্যি তো তাই, আমরা যেমন কর্ম করবো তার ফল একদিন না একদিন পাবোই।

আর পৃথিবীতে কেউ কখনো অমরত্ব লাভ করতে পারেনি। এ বিষয়ে আপনি দারুন কিছু তথ্য উপস্থাপন করেছেন। সবমিলিয়ে আপনার লিখাটি দারুণ হয়েছে। ভালো থাকবেন আপু। শুভকামনা রইলো।

 4 months ago 

আমরা মানুষ। যেহেতু আমাদের জন্ম আছে মৃত্যু তেমনি অনিবার্য ।আমিও বিশ্বাস করি যে, আমাদের কর্মের জন্য একদিন সৃষ্টিকর্তার কাছে মুখোমুখি হতে হবে ।

যদি আমি ভালো কর্ম করি তবে আমি পুরষ্কার পাবো আর যদি আমি খারাপ কর্ম করি তবে অবশ্যই আমি এর জন্য শাস্তি পাব।
এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে ।আপনার জন্য রইল শুভকামনা ।

Ketika kita menuju akhirat, setelah menerima surga abadi atas amal shaleh kita. Dalam hidup kita, kita bisa mencapai keabadian.

Ketika kita telah masuk ke dalam kehidupan selanjutnya(akhirat) jika di kehidupan di dunia kita selalu berbuat kebaikan(amal saleh) maka balasan yang baik bagi kita adalah surga tempatnya, surga dengan bermacam kenikmatan dan keindahan di dalamnya.

Postingan yang bagus teman anda menulisnya dengan sudut pandang anda dan begitu tersusun dengan baik.

Semoga beruntung teman 👌

Greetings

You are right dear friend its a short stay on earth and itvwill be ended soon and then after the judgment real life will be started.

In the Holy Qur'an not once, many times heaven and hell ie our paradise and hell have been mentioned. Our time in this world is very short. We never know who will call when. We must leave this world.

Many times explained in Holy Quran so there is no doubt about the heaven and hell in our heart.

Good luck

 4 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি পোষ্টের মাধ্যমে প্রতিযোগিতার প্রশ্ন এবং উত্তরগুলো স্বাবলম্বী ভাবে আমাদের মধ্যে শেয়ার করেছেন। সেই সাথে জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

You believe in the existence of heaven and hell, the concept of karma, and the importance of immortality and chasteness in shaping our lives. May we all strive to live a life guided by faith, compassion, and righteousness. May Allah bless us all with strength and wisdom on this journey.

আমি বিশ্বাস করি যে জান্নাত হোক কিংবা জাহান্নাম তা আছে এই পৃথিবীতেই, পৃথিবীর বাইরে নয়। বাকি সব কিছুই আমার কাছে কাল্পনিক কাহিনী বলে মনে হয়। তবে আমি এই ব্যাপারে আপনার সাথে সহমত পোষণ করি যে ভালো কাজ করে যেতে হবে, তাহলেই আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদ পাবো। এই প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68091.41
ETH 3274.95
USDT 1.00
SBD 2.66